রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট

আমার বাংলা ব্লগের বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। সৃজনশীলতার মাঝেই আমরা অনেক আনন্দ খুঁজে পাইনি সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি আমার বাংলা ব্লগে কাজ করার মাধ্যমে। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার তৈরিকৃত একটি ওয়ালমেট। আমি বেশ কয়েকদিন সময় নিয়ে ওয়ালমেট বানিয়েছি। আমার আরো কিছু সৃজনশীলতার প্রকাশ ঘটাব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ওয়ালমেট.

IMG-20211119-WA0000.jpg

উপকরণ

  • পেন্সিল
  • রঙিন কাগজ
  • একটি মোটা কাগজ
  • আঠা
  • কেচি
  • সুতা
  • একটি লাল ফিতা
IMG-20211118-WA0001.jpgIMG-20211118-WA0003.jpg
IMG-20211118-WA0006.jpgIMG-20211118-WA0018.jpg

ধাপ ১

IMG-20211118-WA0042.jpgIMG-20211118-WA0043.jpg
IMG-20211118-WA0044.jpg

প্রথম ধাপে কিছু রঙিন কাগজ, পেন্সিল ও আঠা নিয়েছি।

ধাপ ২

IMG-20211118-WA0041.jpgIMG-20211118-WA0038.jpg
IMG-20211118-WA0037.jpgIMG-20211118-WA0039.jpg

এখন কাগজ কেটে প্রদর্শিত ফুলগুলো তৈরি করে নিয়েছি। ফুলগুলো তৈরি করে নিয়ে আলাদা করে রেখেছি।

ধাপ ৩

IMG-20211118-WA0036.jpgIMG-20211118-WA0033.jpg
IMG-20211118-WA0034.jpgIMG-20211118-WA0035.jpg

এই ধাপে কিছু রঙিন কাগজ কেটে নেওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ওয়ালমেটের নিচের অংশের ঝুলানোর জন্য এই কাগজ দিয়ে তৈরিকৃত ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

ধাপ ৪

IMG-20211118-WA0017.jpgIMG-20211118-WA0016.jpg
IMG-20211118-WA0019.jpgIMG-20211118-WA0020.jpg

কুচি কুচি করে কেটে নেওয়া রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে নিয়েছি। ফুলের ভেতরের অংশ দিয়ে প্রত্যেকটির মাঝে একটি করে সুতা দিয়েছি। এই সুতা গুলো দিয়েই মূল অংশের সঙ্গে আটকে দিব।

ধাপ ৫

IMG-20211118-WA0029.jpg
একটি বৃত্তাকার অংশের ওপর ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব তাই বৃত্তটি সম্পূর্ণ গোলাকৃতি করার জন্য কম্পাস দিয়ে গোলাকৃতি করে নিয়েছি। অবশ্যই এটার জন্য একটু মোটা কাগজ নিতে হবে কারণ এটার উপর ফুলগুলো বসিয়ে দিতে হবে।

ধাপ ৬

IMG-20211118-WA0024.jpgIMG-20211118-WA0026.jpg
IMG-20211118-WA0027.jpgIMG-20211118-WA0025.jpg

কম্পাস দিয়ে গোল করে নিয়ে কাগজটি কেটে নেওয়ার পর এখানে দেখানো হয়েছে। কম্পাস দিয়ে গোল করার কারণে খুব সুন্দর এবং মানানসই একটি বৃত্ত তৈরি করতে সক্ষম হয়েছি।

ধাপ ৭

IMG-20211118-WA0013.jpgIMG-20211118-WA0014.jpg
IMG-20211118-WA0015.jpg

ঝুলন্ত সুতার সঙ্গে গোলাকৃতি রঙিন কাগজের কিছু কাগজ মাঝে মাঝে লাগিয়ে দেওয়ার জন্য কেটে নিয়েছি।

ধাপ ৮

IMG-20211118-WA0012.jpgIMG-20211118-WA0010.jpg
IMG-20211118-WA0009.jpgIMG-20211118-WA0011.jpg

গোল করে কেটে নেওয়া কাগজগুলো সুতার সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিয়ে ফুলগুলো ওয়ালমেট এর গোলাকৃত বড় অংশের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছে।

ধাপ ৯

IMG-20211118-WA0008.jpgIMG-20211118-WA0006.jpg
IMG-20211118-WA0005.jpgIMG-20211118-WA0007.jpg

এই ধাপে ফুল গুলোর উপরে সাদা পুথি বসিয়ে নিয়েছে। পুতি বসানোর কারনে ফুলগুলো একটু সুন্দর দেখাচ্ছে।

ধাপ ১০

IMG-20211118-WA0003.jpg

এই ধাপে পুথি বসানো ফুলগুলো ওয়ালমেটের মূল অংশের ওপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ ১১

IMG-20211118-WA0000.jpgIMG-20211118-WA0002.jpg
IMG-20211118-WA0001.jpg

এই ধাপে সম্পূর্ণ ফুলটি প্রদর্শন করেছি। এই ছিল আজকের ওয়ালমেট। আশা করছি আমার এই ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20211119-WA0001.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।

ধন্যবাদ আপনাদের সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট টা অনেক সুন্দর হয়েছে ভাই। ছবিগুলোর এডিটিং এবং মার্ক ডাউন অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর লাগছে। তবে এটি তৈরি করার পর দেয়ালে টানিয়ে দিলে আরো ভালো মানাত। ওয়ালমেট এর ফুলগুলো খুব সুন্দর লাগছে। শুভকামনা রইল।

ভালোবাসা অবিরাম ভাই।

 3 years ago 

আপনার ওয়ালমেটটি আমার কাছে সুন্দর লেগেছে।
তবে ওয়ালমেট তৈরির আগে উপকরণ এর ধাপটিতে শুধুমাত্র উপকরণ এর একটি ছবি দেওয়ার চেষ্টা করবে।তাহলে দেখতে আরো ভালো লাগবে।এটা রুলস নয়,সাজেশন। অন্যদের পোস্টগুলো পড়বেন,তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন।

ধন্যবাদ প্রিয় আপু।

 3 years ago 

ওয়াও আপনার ওয়ালমেট টি চমৎকার হয়েছে। খুবই সুন্দর লাগছে আপনার ওয়ালমেট টা আমার কাছে দেখতে। আপনার ওয়ালমেট এর কালার টি ও খুবই চমৎকার হয়েছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি আমাদের সামনে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট। দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। গোলাপি কালারের ফুলগুলো দেওয়ার জন্য ওয়ালমেট টা দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। এক কথায় অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ভাবে একটা ওয়ালমেট তৈরি করে আমাদের সবার সাথে শেয়ার করার জন্য

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।। বিশেষ করে আপনি কাগজের কালারটি চয়েজ করেছেন। এটা আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার সত্যিই অনেক ভালো লাগলো। কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার কাঙ্ক্ষিত মন্তব্যের জন্য।

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি টা আমার অনেক ভালো লেগেছে, খুব সুন্দর নিখুত কাজ আর সুন্দরবন উপাস্থপনা ছিলো।

শুভকামনা রইলো

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club5050 if you haven’t joined yet


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 3 years ago 

আপনার ওয়ালমেটটি খুবি সুন্দর হয়েছে ।কিন্তু এই ধরনের ওয়ালমেট আমি কমিউনিটিতে বেশ কয়েকজনকে দেখেছি বানাতে। চেষ্টা করবেন এমন কিছু বানাতে যেটা ইউনিক। যেটা অন্য কেউ করজেতা।ধন্যবাদ আপনাকে।

ঠিক আছে ভাই পরবর্তীতে করব। ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।

আপনার বানানো আসলেই দারুন ছিলো ভাইয়া, খুব যত্ন করেই বানিয়েছেন বোঝায় যাচ্ছে। আমি বলবো আপনি প্রশংসার দাবিদার।আর একটা কথা না বললেই না, সেটি হলোয়াপনার মার্কডাউন এর ব্যবহারগুলো কিন্ত অসম্ভব সুন্দর ছিলো, আশা রাখছি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবেন। অনেক অনেক শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42