পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি(শীতের পিঠা কনটেস্ট) {১০% শিয়াল পন্ডিত মশাই এর জন্য}

প্রিয় বন্ধুগণ,

সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আশাকরি প্রতিপালকের দোয়াই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করতে যাচ্ছি।

শীতের পিঠা সম্পর্কে কিছু কথা:

শীত মানে পিঠা উৎসবের ঢেউ। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর পরিমানের শীতের পিঠা তৈরি করা হয়। গ্রামাঞ্চলে একটা জিনিস খুবই চলে সেটা হচ্ছে শীতের সময় জামাইদের পিঠা খাওয়ানোর দাওয়াত দিয়ে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ানো। দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লাগে। জামায়দের যেসব পিঠে তৈরি করে খাওয়ানো হয়। সেগুলোর মধ্যে অন্যতম এবং সুস্বাদু পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। যদিও পিঠাটি তৈরি করতে একটু সময় বেশি লাগে কিন্তু উৎসবমুখর পরিবেশ সেসময়কে অনেক ছোট করে আনে।

পাটিসাপটা পিঠা সম্পর্কে কিছু কথা:

আজকে আমি যেই পিঠার রেসিপি শেয়ার করেছি আমি পিঠাটি খেয়েছিলাম আজ থেকে দুই বছর আগে আমার নানা বাড়িতে। পাটিসাপটা পিঠা সত্যিই অত্যন্ত সুস্বাদু। তবে পিঠা তৈরীর সময় আমাদের একটা জিনিস খুবই ভালো হবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চিনির পরিমাণ এবং কালো জলের পরিমাণ। চিনি এবং কালোজিরা পরিমাণ বেশি হলে পিঠার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই চিনি পরিমাণমতো দিতে হবে ।চিনি বেশি হলে পিঠা বেশি মিষ্টি লাগবে। আর পাটিসাপটা পিঠা বেশি মিষ্টি হইলে খুব একটা ভালো লাগে না। যাইহোক শীতের পিঠা মানে খাওয়ার অন্যরকম একটি ধুম। চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম পাটিসাপটা পিঠা।

পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি

received_592652888666334.jpeg

received_1030647521060151.jpeg

উপকরন সমুহ: আটা,

উপকরণপরিমাণ
দুধ১/২কিলোগ্রাম
আটা১ কিলোগ্রাম
কালোজিরাপরিমাণমতো
তেজপাতাদুই থেকে তিনটা
দারুচিনিপরিমাণমতো
সাদা এলাচদুই থেকে তিনটা টা
সুজি২৫০গ্রাম
চিনি২৫০গ্রাম

প্রথম ধাপ

received_562559444805139.jpegreceived_406954954418977.jpeg
received_401649711707331.jpegreceived_254933233351495.jpeg

প্রথম ধাপে আমাদের সুজি তৈরি করে নিতে হবে। সুজি তৈরি করার জন্য চিনি, সুজি, কালোজিরা, এলাচ এবং দুধ সহ চুলায় গরম করতে হবে।

দ্বিতীয় ধাপ:

সুজি তৈরি হওয়ার পর আলাদা একটি পাতিলে সংরক্ষণ করতে হবে।

received_671001850548068.jpeg
received_602894814495578.jpeg

তৃতীয় ধাপ

এধাপে একটি বাটির মধ্যে আটার সাথে পানি মিশিয়ে নিয়ে চামচ দিয়ে গোলাতে হবে।

received_315139273441891.jpegreceived_258973966190762.jpeg
received_385622413301467.jpegreceived_4403888126391766.jpeg

চতুর্থ ধাপঃ

এধাপে একটি কড়াইয়ে আগুন জ্বালিয়ে তাপ দিতে হবে। এরপর উক্ত করাইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে গুলিয়া নেয়া আটা ছেড়ে দিতে হবে

received_277705527615978.jpegreceived_402629421343685.jpeg
received_351798243414984.jpegreceived_6323505087724937.jpeg

পঞ্চম ধাপঃ

গুলিয়ে নেয়া আটা কড়াইয়ের অনেক অঞ্চলজুড়ে ভাজনি দিয়ে ছড়িয়ে দিতে হবে।

received_1022623355096234.jpegreceived_585358509445992.jpeg
received_443665047117969.jpegreceived_1055205271899716.jpeg

ষষ্ঠ ধাপ

এরপর আটার গোলা ছড়িয়ে দেয়া অঞ্চলের মধ্যে সুজি দিতে হবে।

received_640449230609579.jpegreceived_193896512916679.jpeg
received_416445663264211.jpeg

সপ্তম ধাপ:

ভাজনী দিয়ে সুজি মিশ্রিত আটার গোলা উল্টিয়ে দিলে পাটিসাপটা পিঠা হয়ে যাবে

received_601934031148983.jpeg

received_786686238827735.jpeg

অষ্টম ধাপ:

এরপর কিছুক্ষণ জ্বাল দিয়ে পাটিসাপটা পিঠা কড়াই থেকে বাটিতে তুলে নিতে হবে।

received_600417994514867.jpeg

received_1639559823062138.jpeg

আজকে প্রথম শীতের পিঠা তৈরি করলাম আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG20210625164826.jpg

সম্মান শ্রদ্ধা আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের প্রতি। আমি মানুষ তাই আমার ভুল হতে পারে । আমার লেখার মাঝে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা ধরিয়ে দিবেন এবং আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার জন্য। আজকেই প্রথম একটি নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম।
ধন্যবাদ সবাইকে
Sort:  
 2 years ago 

পাটিসাপটা পিঠা আমাদের এলাকায় খুব জনপ্রিয় একটি পিঠা। বিশেষ করে আমার খুব প্রিয় একটি পিঠা হলো পাটিসাপটা পিঠা। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

আহারে ভাইয়া আজকে আমি খুবই খুশি সবার একটি পছন্দের রেসিপি শেয়ার করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পাটি সাপটা পিঠা খুবই দারুন এবং ব্যায়বহুল একটি পিঠা এটি বানাতে যথেষ্ট পরিশ্রম দরকার আপনি খুব সুন্দর এবং নিখুত ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন।দেখতেও বেশ লোভনীয় লাগছে শুভ কামনা রইলো।

আপনাকে যে ভালো লেগেছে তাতে আমিও সন্তুষ্ট ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

পাটিসাপটা পিঠা আমার খুবই প্রিয়। আপনি দারুন ভাবে পাটিসাপটা পিঠার রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খেতে খুবই ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনার ধারণা একদম ঠিক আপু। সত্যি অনেক সুন্দর হয়েছে যখন খাইছি তখন মনে হইসে আরো যদি কিছু পাইতাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি অসাধারণ একটি পাটিসাপটা পিঠা রেসিপি তৈরি করেছেন, যা আমাদের মাঝে প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে শেয়ার করেছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পারি না ভাইয়া। আপনাকে মন থাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম ভাইয়া।

 2 years ago 

পাটিসাপটা পিঠা আমার খুব পছন্দ আপনার পোস্টটি অসাধারণ ছিল। খুব সুন্দর ভাবে রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Hi, @alomgirkabir50,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার পাটিসাপটা রেসিপি। এটা আমার একটা পছন্দের খাবার। বাসায় কম বানিয়ে খাওয়া হলে হোটেলে প্রচুর পরিমাণে খাই। সত্যি অনেক ভালো হয়েছে ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া ,আপনার পছন্দের খাবারটি আমার অনেক পছন্দের।

 2 years ago 

পাটিসাপটা পিঠা সত্যিই খুবই সুস্বাদু কিন্তু এখন সবার থাকে তাই আর খাওয়া হয়না যখন ছোটবেলায় মায়ের সাথে থাকতাম তখন মা তৈরি করে খাওয়াতেন সত্যি খুবই মজার।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

পাটিসাপটা খুবই জনপ্রিয় টেস্টি পিঠা রেসিপি। সবার কাছে পছন্দের রেসিপি বললে ভুল হবে না। আমার কাছেও খেতে অনেক টেস্ট লাগে। আপনার উপস্থাপনা ও অনেক ভালো ছিলো। শুভেচ্ছা অবিরাম ভাই

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পাটিসাপটা অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহাসিক একটি পিঠা। আমার খুবই পছন্দের একটি পিঠা পাটিসাপটা। এবার প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ এর পিঠা হলো পাটিসাপটা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার জন্য দোয়া রইল, সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.034
BTC 66095.77
ETH 3184.92
USDT 1.00
SBD 4.12