রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট

শুভ রজনী,

প্রথমেই জানাই "আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি দীর্ঘ প্রচেষ্টার পর নিজের মনের মত করে একটা ওয়ালমেট বানিয়েছি, যদিও এর আগে বানাইতে আমার বেশ হিমশিম হয়ে যেতো,কারন আমি আগে ওতটা দক্ষ ছিলাম না। এখন মোটামুটি আয়ত্ত করতে পেরেছি। মন্তব্য করে জানাবেন অবশ্যই আমার তৈরি ওয়ালমেট কেমন হয়েছে। চলুন শুরু করা যাক,

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট

IMG-20211122-WA0023.jpg

উপকরণ

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • পেন্সিল

IMG-20211122-WA0020.jpg

ধাপঃ১

প্রথমেই কাগজ তিন টুকরা এভাবে কেটে নিবো সমান করে,এটি পাতা হিসেবে ব্যবহার হবে। খেয়াল রাখতে হবে যেন ছোটবর না হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। যাই হোক,

IMG-20211122-WA0011.jpg

ধাপঃ২

এবার খুব যত্নসহকারে ফুলের পাপড়ির মতো করে চারটি কাগজ কেটে নিবো,প্রথমেই বৃত্তর মতো করে কেটে নিয়ে তারপর এমন করে কেটে নিতে হবে।

IMG-20211122-WA0003.jpg

ধাপঃ৩

এরপর এর মাঝে আঠা দিয়ে তিনটি পাথর বসিয়ে দিতে হবে।

IMG-20211122-WA0005.jpg

ধাপঃ৪

এইবার প্রথমে কেটে নেয়া পাতা তারপর ফুল দুটি একসাথে জুরে দিয়ে তিন টি লম্বা ফিতার মতো কাগজ আঠা দিয়ে জুরে দিতে হবে।

IMG-20211122-WA0006.jpg

ধাপ-৫

এই ধাপে কাগজকে ভাজ করে নিয়ে এভাবে কেটে নিতে হবে ,যেভাবে স্টার বানানো জন্য কাটা হয়।
IMG-20211122-WA0021.jpg

IMG-20211122-WA0022.jpg
IMG-20211122-WA0012.jpg

ধাপঃ৬

এবার একটা বোর্ড কাগজকে বৃত আকারে কেটে নিতে হবে যা ওয়ালমেট এর শেষ অংশে ব্যবহার এর জন্য। কাটার ধাপ গুলো নিচে দেয়া আছে। পরে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে।

IMG-20211122-WA0002.jpg

IMG-20211122-WA0008.jpg

IMG-20211122-WA0008.jpg

শেষ ধাপ

IMG-20211122-WA0024.jpg

আমার তৈরী করে ওয়ালমেট টা কেমন হয়েছে জানাবেন আশা করি। আজ এই পর্যন্তই, পরবর্তী তে আরও সুন্দর কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুবই সাধারণ এবং সুন্দর একটি ওয়ালম্যাট তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে ওয়ালমেট টি ।বিশেষ করে নিচের ফুলগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। ওয়ালমেট তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন আমাদের সঙ্গে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালেটটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপনা অনেক ভালো লেগেছে। আপনাদের শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি অসাধারণ হয়েছে এবং কালার কম্বিনেশন খুব ভাল হয়েছে। আপনি ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে
ওয়ালমেট তৈরি অসাধারণ
হয়েছে। আমার কাছে ভীষণ ভালো
লেগেছে তবে,,,,,
টাইটেলে রঙিন না হয়ে
"অঙ্গিন" হয়েছে আশাকরি
বানানটি দেখবেন
শুভকামনা আপনার জন্য
♥♥

আপু মজা করে আঞ্চলিক ভাষা দিয়েছি। ওকে পরিবর্তন করতেছি।

 3 years ago 

♥♥

 3 years ago 

খুব সুন্দর বানিয়েছেনতো ভাইয়া ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট ছোট ফুলগুলো মনেই হচ্ছে না যে এগুলো কাগজ দিয়ে বানানো আমার কাছে মনে হয়েছে এগুলো প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে বানানো। পরে দেখলাম যে আপনি এগুলো কাগজ দিয়ে বানিয়েছেন সত্যিই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু

 3 years ago 

রঙিন কাগজের তৈরি সুন্দর ওয়ালমেট।ওয়ালমেট কীভাবে তৈরি করতে হয় সেটা আপনার এই পোস্ট দেখলে শেখা যায়। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখছি। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার তৈরি ওয়ালমেটটি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত সুন্দর ওয়ালমেট শেয়ার করার জন্য।

জি ভাইয়া চেষ্টা করেছি মাত্র

দারুন বানিয়েছেন ভাই, আসলেই সুন্দর ছিলো। আপনার উপস্থাপনা খুব সুন্দর ছিলো । শুভ কামনা রইলো ভাই, এভাবেই এগিয়ে যান, আশা করি আরও ভালো কিছু নিয়ে আসবেন এভাবেই।

 3 years ago 

বাহ ভাই অসাধারণ ভাবে আমাদের মাঝে একটি রঙ্গিন কাগজের ওয়ালমেট উপস্থাপন করেছেন। মনে হচ্ছে অনেক শ্রম দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন যার ফলে দেখতে একদম প্রফেশনাল লাগছে। অনেক সুন্দর ভাবে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং লেখাগুলো অনেক গুছিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে ।আমার কাছে বেশি ভালো লেগেছে কাগজের কালার। চমৎকার একটি কালার পছন্দ করেছেন। যার জন্য আপনার ওয়ালমেট টি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ।প্রতিটি ধাপের বর্ণনাও ছিল অসাধারণ ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57142.47
ETH 2437.81
USDT 1.00
SBD 2.39