ছোট্ট শিশুদের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা। (১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য)

সবার উপর শান্তি বর্ষিত হোক
৯ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
২২ ই ফেব্রুয়ারি,২০২২সাল

শহিদ দিবস

হ্যালো

স্টিমিট বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভাল আছেন। আমি আমার প্রানের বাংলা ভাষা নিয়ে কিছু কথা বলতে চাই। এবং এই ভাষা যাদের জন্য আমরা মুক্তমনা প্রাণখুলে আজ বলতে পারি তাদের নীয় কিছু বলতে চাই। আমি আর বলতে চাই আমার দেশের স্বর্ণকর বা মায়ের বীর সন্তানদের কথা। যাদের জন্য অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা তাদের জন্য বলতে পারি আমরা এই স্বাধীন ভাষার কথা। যাদের আত্মত্যাগের বিনিময়ে পুরো পৃথিবী জুড়ে জায়গা করে নিয়েছে একটি সম্মানজনক জায়গা আমার এই ভাষা
বাংলা আমার প্রানের ভাষা, বাংলা আমার অহংকার। আমি বাংলায় কথা বলি, আমি বাংলাকে ভালোবাসি।
IMG20220221092433.jpg

আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে যেন চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের ভাষা। বাংলা ভাষাকে আমি সবসময় ভালবাসি বাংলা ভাষাকে আমি সবসময় শ্রদ্ধা করি। কেননা আমি এই বাংলাকে ভালবাসি বাংলা আমার মাতৃভূমি। বাংলা ভাষাকে স্বাধীনভাবে বলার জন্য দিতে হয়েছে এক সাগর রক্ত। এই বাংলায় কথা বলার জন্য হারাতে হয়েছে আমার সোনার মায়ের সূর্যসন্তানদের। এই বাংলার জন্য আমরা হারিয়েছি আমাদের দেশের হাজারো বুদ্ধিজীবীদের। যাদের কলমের কালিতে লেখার কথা ছিল আমাদের দেশের উন্নয়নের রূপের রূপকথা কিন্তু অকালে জীবন দিয়েছে তাদের লেখার জন্য প্রাণের ভাষা বাংলার জন্য।

বাংলাকে আমার মাঝে লালন করি। এই বাংলা ভাষা আমাদের এমনি এমনি অর্জিত হয়নি। বাংলা ভাষাকে আমাদের মায়ের ভাষা তে রূপান্তরিত করার জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। মায়ের কোল খালি করতে হয়েছে অনেক বোনের ইজ্জত হারাতে হয়েছে অনেক বিপদের জীবন দিয়ে দিতে হয়েছে। পাকিস্তানি হায়েনারা যখন আমাদের মুখের ভাষা কেড়ে নিতে যাচ্ছিল যখন আমাদেরকে রুদ্ধ করে রাখতে চেয়েছিল। আমাদেরকে নির্যাতিত করতে চেয়েছিল এবং তারা আমাদের প্রতি অশ্রদ্ধা নির্যাতন করেছিল। কিন্তু আমার দেশের বীর সন্তানদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফলে অনেকের জীবন দিতে হয়েছে সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে।

IMG20220221092619_01.jpg

১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরার লক্ষ্যে আমার আমাদের এলাকার একটা প্রাইভেট স্কুলের ছবি এটি। নবীনদের মাঝে ভাষা আন্দোলনের দৃশ্যপট গুলো তুলে ধরার লক্ষ্যে এই স্কুলটি প্রতি বছরের ন্যায় এবারও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নানান ধরনের কর্মসূচি পালন করে এই দিনটিতে। এই দিনটিতে তারা সকালবেলা উঠে প্রভাতফেরির রালি করে এবং রালি শেষে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে আবার দেশের বীর সন্তান যারা ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তারা এই দিন টিকে বিশেষিত করার জন্য নানান ধরনের কর্মসূচি হাতে নেন। এবার তারা নিত্য নতুন কিছু কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে পালন করেছেন। আমার খুবই ভালো লেগেছে তাদের একটি ব্যাপার সেটি হলো তারা ক্ষুদ্র পরিসরে হলেও একটি বইমেলার এলাকার মানুষের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছেন। বই মেলায় অনেক লেখকের এর বই ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাষা আন্দোলন সম্পর্কিত অনেক বই তারা তাদের বইমেলার স্টলে রেখেছিলেন। যে জিনিস গুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং আসলে এগুলো নবীনদের মাঝে অনেক ইতিবাচক সাড়া ফেলবে। আমাদের দেশের বীর সন্তান অর্থাৎ শহীদদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এই সব বই থেকে আমাদের আগামী প্রজন্ম নবীনরা।

IMG20220221133005_01.jpg

এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। খুদে শিশুরা তারা কিছু নিজ হাতে শহীদ মিনার যুদ্ধের চিত্র ভাষা আন্দোলনের চিত্র অংকন করার চেষ্টা করেছে। ভাষা আন্দোলনের প্রদর্শনী চিত্রগুলো তারা একে একে তুলে ধরার চেষ্টা করেছেন। খুদে শিশুরা এই ক্ষুদ্র প্রয়াসে তাদের চিন্তা-চেতনা কে এত সুন্দর সুগঠিত হবে তুলে ধরেছে তা আমার কাছে সত্যিই অনেক মনমুগ্ধকর এবং দারুণ। তুমি কি তো কথা জানায় আমার এলাকার এই স্কুলকে এবং ছোট ছোট শিশুদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নিয়েছে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

IMG20211216120838.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।

আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে

Sort:  
 2 years ago 

আসলে আমাদেরকে পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস জানাতে হবে। তাহলে তারা কখনো শিকড় থেকে দূরে সরে যাবে না। আপনি চমৎকারভাবে আপনার একুশে ফেব্রুয়ারি উদযাপনের ব্যাপারটা তুলে ধরেছেন। আর এই সমস্ত দিনে বাচ্চাদের অংশগ্রহণ আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের আঁকা ছবিগুলো ছবি গুলো। ছবিগুলো আসলেই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

বাহ অনেক সুন্দর এবং প্রশংসনীয় একটি কাজ। আমাদের বর্তমান প্রজন্ম তো স্বাধীনতা ভাষা আন্দোলনের ইতিকথা ভুলতে চলেছে। কিন্তু এই বাচ্চাদের দেখে কিছুটা আমার ভুল ভেঙেছে। অনেক সুন্দর ছিল পোস্ট টা। বেশ সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।।

ধন্যবাদ সত্যিই আমাদের নতুন প্রজন্মকে উজ্জিবীত করতে এমন আয়োজন খুবই দরকার।

 2 years ago 

অসাধারণ ভাই খুব ভালো লাগলো আপনার পোস্টটি দেখে। আপনি আমাদের মাতৃভাষা সম্পর্কে সবকিছু খুব সুন্দর করে তুলে ধরেছেন। আপনার ছবিগুলো অনেক সুন্দর লাগলো দেখে। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ধরে রাখতে পারে এই কামনা করতে হবে আমাদের। আমাদের ভাষা শহীদদের ইতিহাস তাদের জানানো দরকার। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথমে জানাতে চাই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর কারণ ও ইতিহাস পৌঁছে না দিতে পারলে একসময় তারা কেউ আর এটা নিয়ে মাথা ঘুমাবে না। তার ফলে যাঁরা এই দিনটার জন্য নিজের জীবন দিয়েছে তাদের সংগ্রামটা বৃথা চলে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এই দিনে বিভিন্ন কর্মসূচি করা আমাদের আবশ্যক একটা বিষয়। চিরকাল এই দিনটার কথা মনে রাখে। যারা এই দিনটার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে জানাই হাজার স্যালুট।

এই দিনটির রুপ কথা তাদের মাঝে তুলে দেওয়ার জন্য এমন আয়োজন সত্যিই অনেক প্রয়োজনীয়।

 2 years ago 
ক্ষুদে দেশপ্রেমীদের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশের যে কোন ঐতিহাসিক এবং স্মরণীয় দিন গুলোতে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে এখন থেকেই এই দেশ প্রেম এবং সেই চেতনা গুলো তুলে ধরতে হবে। আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো ভাই। অনেক সুন্দর ভাবে আপনি মুক্তিযুদ্ধের পটভূমি এবং মাতৃভাষা নিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ

 2 years ago 

খুব ভালো একটি বিষয়।আমাদের পরবর্তী পরজন্মদের খুব করে জানা উচিত আমাদের ইতিহাস জেনে।খুব ভালো একটু পোস্ট ছিলো ভাই,পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

শিশুটির জন্য রইলো মনে অন্তস্থল থেকে শুভেচ্ছা আশা করি পরবর্তী প্রজন্ম গুলো এভাবেই আমাদের ভাষা এবং ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে উঠবে। একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য অনেক বিশেষ একটা দিন। আপনি একুশে ফেব্রুয়ারির কে নিয়ে অনেক ঘটনাই আমাদের ইতিহাস থেকে উল্লেখ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74