নিজ হাতে অঙ্কন করা "আমার শখের টিউটি পাখি"। (১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য)।
১৭ রমাদান, ১৪৪৩ হিজরি
১৯ এপ্রিল,২০২২সাল
ওহে বন্ধুরা চেয়ে দেখো খোলো তোমাদের আখি, তোমাদের জন্য আমি অংকন করেছি কত সুন্দর একটি পাখি।
হ্যালো
আমার শখের প্রিয় টিউটি পাখি অংকন এর চূড়ান্ত দৃশ্য এটি
![]() |
---|
উপকরণঃ
- সাদা কাগজ
- রং পেন্সিল
- পেন্সিল
- কাটার
- রাবার
ধাপ ১
প্রথমে আমি উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি।
![]() |
---|
ধাপ ২
এরপর আমি টিউটি পাখি অংকন এর জন্য তার মাথার অংশটুকু যেই পরিমান জায়গা লাগবে সেইটুকু দাগ কেটে নিয়েছি।
![]() |
---|
ধাপ ৩
এই ধাপে মাথা অঙ্কন করে নেবার পর তার শরীরের অংশটুকু দাগ দিয়ে নিয়েছি।
![]() |
---|
ধাপ ৪
মাথা এবং শরীরের অংশ একে নেবার পর এবার পায়ের অংশটুকু একে নিয়েছি।
![]() |
---|
ধাপ ৫
তার সম্পূর্ণ শরীর একে নেবার পর এবারে মুখের অংশটুকুতে চোখ এবং চুলে কে নিয়েছে সেই সাথে তার পেছনের লেজটিও ও একে নিয়েছি।
![]() |
---|
ধাপ ৬
এই ধাপে পাখিটির ঠোঁট এবং তার পায় হলুদ রঙের রং দিয়ে রং করে নিয়েছে।
![]() |
---|
ধাপ ৭
এখানে পাখিটির সম্পূর্ণ শরীর হলুদ রং দিয়ে রং করেছি পাখিটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
![]() |
---|
ধাপ ৮
পাখিটির সৌন্দর্য পরিষ্কার ভাবে বৃদ্ধি করার জন্য কালো রঙের কিছু দাগ দিয়ে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং এটাই হচ্ছে আমার সম্পূর্ণ এবং চূড়ান্ত ধাপ।
![]() |
---|
বন্ধুরা আশা করি আমার এই পাখিটির চিত্রটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে এই পাখিটি অনেক ভালো লেগেছে এবং অনেক ভাললাগা কাজ করছে এমন একটি পাখি অংকন করতে পেরে। আপনাদের এই পাখিটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু করে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ভালো রাখবেন ইনশা-আল্লাহ।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
বেশ চমৎকার ও ফানি একটি আর্ট, খুব সুন্দর হয়েছে আপনার এই অংকটি। আশা করি সামনে আরও ভাল ভাল অংকন আপনার কাছ থেকে দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
অসাধারণ হয়েছে ভাইয়া আপনার শখের টিউটি পাখির চিত্র অঙ্কণ, আমার কাছে আপনার টিউটি পাখি আর্ট অনেক ভালো লেগেছে, আপনি অনেক সুন্দর করে পাখির চিত্রটি আর্ট করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনি অসাধারণ একটি মন্তব্য করেছেন।
টিউটি পাখির চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। টিউটি পাখিটি দেখতে খুবই কিউট দেখাচ্ছে। বিশেষ করে টিউটি পাখির চোখ দুটো অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। টিউটি পাখিটা একেবারে কিউটি পাখি মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
সত্যি ভাইয়া ব্যতিক্রমধর্মী পাখি, আপনার এই ব্যতিক্রমধর্মী টিউটি পাখিটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার অংকন এর প্রশংসা করতে হয়। অসম্ভব সুন্দর একটি টিউটি পাখি অংকনের দক্ষতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি পাখি কিভাবে অঙ্কন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
টম এন্ড জেরি আমার খুব প্রিয় একটি কার্টুন ছিল ।যেখানে এই পাখিটি কেও কিছু পর্বে দেখা গিয়েছিল। আর এটি এত সুন্দর করে কথা বলতো যে খুব ভাল লাগত। সত্যিই আপনি অসাধারণ করেই এর চিত্র অঙ্কন করেছেন ।দেখে কিন্তু ভালো লাগতেছে ।এই পাখিটি দেখে সেই কার্টুনের পর্ব গুলোর কথা মনে পড়ে গেল।
আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
আপনার শখের টিউটি পাখি দেখতে সুন্দর লাগছে। এটাতো কার্টুন সিরিজে দেখা যায়। আমিও দেখেছি কয়েকবার টিভিতে।
ভালো ছিল আপনার অংকনটি 👌
সামনে ইনশাআল্লাহ আরো ভালো হবে।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
মনের মতো একটি পাখির ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন পাখি দেখে আমার খুব ভালো লাগলো। আর যথেষ্ট অভিজ্ঞতার আপনার মধ্যে রয়েছে তা দেখে বোঝা যায়।
দোয়া রাখবেন ভাই সামনের দিনে আরো ভালো কিছু যেন করতে পারি ইনশাল্লাহ।
ওয়াও খুব অসাধারণ লেগেছে আমার কাছে । আপনি খুব চমৎকারভাবে এটি চিত্র অঙ্কন করেছেন। শুরু থেকে উপস্থাপনাটা আপনার বেশ ভালো ছিল। অসাধারণ চিত্রাংকন টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনার শখের টিউটি পাখিটি বেশ কিউট হয়েছে দেখতে ।আমার কাছে বেশ ভালো লেগেছে ।আপনার পোস্টের শুরুর কবিতার দুই লাইন বেশি চমৎকার হয়েছে ।আপনার কিউটি পাখিটি মিষ্টি করে দাঁড়িয়ে আছে । খুব ভালো অঙ্কন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
ভাইয়া আপনার শখের টিউটি পাখিটি কিন্তু অনেক কিউটি হয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছে। তাছাড়া পাখিটি আর্ট এর প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।