আমার ভালোবাসার ফেরিওয়ালীর চিত্র অংকন। 10% beneficiary for @shy-fox .
হ্যালো আমার প্রিয় স্টিমিট বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আলমগীর কবীর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এক বিশেষ চিত্র নিয়ে। এই চিত্রটির নাম আমি দিয়েছি ভালোবাসার ফেরিওয়ালী। তার মনে অনেক কষ্ট জমা থাকে কিন্তু তাতে কি হাসি মুখে সে তার ভালোবাসা বেরায় প্রিয় মানুষের দ্বারে দ্বারে। নিজের মাঝে শত কষ্ট চাপা রেখে অন্যের মুখে হাসি ফোটানোই তার কাজ। ভালোবাসার ফেরিওয়ালীর চিন্তা-চেতনা একটাই অন্যকে ভালো রাখলে অন্যকে ভালবাসলে নিজে ভালো থাকা যায়।
আমরা মানুষ অর্থাৎ আমরা সামাজিক জীব। আমরা কখনোই একা একা জীবন যাপন করতে পারিনা। আমাদের জীবন যাপনের ক্ষেত্রে প্রত্যেকে আমরা প্রত্যেকের উপর পরস্পর নির্ভরশীল। এজন্যই আমাদের ভালো থাকতে হলে প্রথমে আগে খেয়াল রাখতে হবে আমাদের চারপাশের মানুষ কিসে ভালো থাকবে। আমাদের চারপাশের মানুষকে ভালো রাখতে পারলেই আমরা ভালো থাকতে পারবো। কারণ আমাদের চারপাশের মানুষ কে ভালো রাখতে না পারলে আমরা ভালো থাকতে পারব না এটাই স্বাভাবিক। কোননা আমরা পরস্পর সকলেই সকলের উপর নির্ভরশীল। তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক আমার ভালোবাসার ফেরিওয়ালা এর চিত্র অংকন।
আমার ভালোবাসার ফেরিওয়ালির চিত্র অঙ্কনের চূড়ান্ত দৃশ্য এটি।
উপকরণ
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- কাটার
- স্কেল
প্রথম ধাপঃ
আমার ভালোবাসার ফেরিওয়ালীর চিত্র অঙ্কন করতে আমার প্রথমে যে জিনিস গুলো প্রয়োজন হয়েছিল সেগুলো আমি হাতে নেই। অর্থাৎ উপকরণগুলো প্রথমে আমি নিয়ে নেই।
দ্বিতীয় ধাপঃ
কথায় আছে না যে রাধতে পারে সে চুলও বাধতে পারে। আমার ভালোবাসার ফেরিওয়ালির অনেক ভালোভাবে অন্যের মাঝে ভালোবাসা বিলাতে পারে। তাই প্রথমে ফেরিওয়ালির চুলটা কে বেঁধে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
এই ধাপটি তে আমি আমার ভালোবাসার ফেরিওয়ালির পুরো শরীরের দৃশ্যটি এবং তার পিছনের জামার কিছু অংশ অংকন করেছি।
চতুর্থ ধাপঃ
এই ধাপটি তে আমি আমার ফেরিওয়ালীর পিছনের অংশটি সম্পূর্ণ করে নিয়েছে। তার চুলের রঙ এবং পেছনের ফিতা টি সম্পূর্ণ অংকন করেছি।
পঞ্চম ধাপঃ
যেহেতু সে ভালোবাসার ফেরিওয়ালী। তাই তাকে তো একটু ভালোভাবে আকর্ষণীয় করে তুলতে হবে। সে যদি আকর্ষণীয় না হয় তাহলে কি হবে। ভালোবাসার ফেরিওয়ালী বলে কথা। তাই তাকে একটু পেন্সিল দিয়ে গারো করে রং করে নিয়েছি।
ষষ্ঠ ধাপঃ
ফেরিওয়ালীর ভালোবাসাগুলো সুতোয় বেঁধে তার হাতে দিয়ে দিলাম। এইবার ফেরিওয়ালীর আসল কাজটা শুরু। ভালোবাসা বিলানো টায় তার প্রধান এবং মুখ্য কাজ। মুক্ত করে দিলাম ফেরিওয়ালীকে সে তার ভালোবাসা পৌঁছে দেবে অন্যের দ্বারে দ্বারে।
আশা করি আমার ভালোবাসার ফেরিওয়ালীর চিত্রটি আপনাদের মনে হয় আপনার সকলেরই অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আমার ভালোবাসার ফেরিওয়ালা চিত্র টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই অনুগ্রহপূর্বক আপনাদের মূল্যবান মন্তব্য করে জানাবেন। আমার ফেরিওয়ালীর চিত্রটি সম্পূর্ন দেখার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে জানাই ধন্যবাদ।
Join the Discord Server for more Details
খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন ভাই।মেয়েটির হাতের বেলুন গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।সুন্দরভাবে পেন্সিল দিয়ে রং ও করেছেন।ধন্যবাদ আপনাকে।
এমন উৎসাহ মূলক একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
➡️ খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার চিত্র অংকন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে এতে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনাকেও ধন্যবাদ এবং ভালোবাসা।
পেন্সিল দিয়ে অনেক অসাধারণ একটি চিত্রাংকন করলেন ভাইয়া। তার আবার নামটিও দিয়েছেন অসাধারণ। ভালোবাসার ফেরিওয়ালা বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। পেন্সিলের স্কেচ গুলা এমনিতেই অনেক ভালো লাগে দেখতে। এত সুন্দর একটি পেন্সিল স্কেচ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
জাস্ট চেষ্টা করেছি আপু। পরবর্তীতে আরো ভালো অংক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।
খুব সুন্দর একটা আর্ট একেছেন দেখে ভালোই লাগলো। আপনার আকা ফেরিওয়ালির অংকন টি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আমার অংকন যে আপনার মন ছুঁয়ে গেছে এজন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
ভাইয়া,ঠিক বলেছেন মানুষ সামাজিক জীব মানুষ একা কখনো থাকতে পারে না। যাইহোক ভাইয়া, আপনার ড্রয়িং সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে।ভালোবাসার ফেরিওয়ালা ড্রয়িং টি আপনি সত্যিই এত সুন্দর ভাবে এঁকেছেন যা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। ড্রয়িংটি একদম নিখুঁত ভাবে আপনি এঁকেছেন।ড্রয়িং করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য। এবং আমার পোস্টে সুন্দর ভাবে পড়ার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসাধারণ একটি চিত্র একেছেন ভাই ।আমার কাছে অনেক ভালো লেগেছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া দোয়া রাখবেন পরবর্তীতে যান আরো সুন্দর চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে নতুন ভাবে।