মুরগির ঝাল মাংস তৈরির রেসিপি। ১০% বেনিিশিয়ারিস্ @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার, আসসালামুয়ালাইকুম এবং আদাব

কেমন আছেন আপনারা সবাই ?? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভাল আছেন। গতকাল হঠাৎ ইচ্ছা হল মার কাছে মুরগির মাংস রান্না শিখব , কারণ যদি কখনো বাসা থেকে দূরে থাকতে হয় তাহলেও মায়ের হাতের সে স্বাদ যেন খুঁজে পাই তাই মার নির্দেশনায় গতকাল মুরগির মাংস রান্না করলাম এবং আজ আপনাদের সাথে রান্নার রেসিপিটি শেয়ার করছি।

IMG_20210913_183526.jpg

উপকরণ

১. মুরগি
২. আলু
৩. পিঁয়াজ কুচি এবং বাটা
৪. আদা বাটা
৫. রসুন বাটা
৬. গরম মশলা বাটা
৭. হলুদ
৮. কাঁচা মরিচ
৯. শুকনো মরিচ
১০. লবণ
১১. এলাচ
১২. দারুচিনি
১৩. তেজপাতা


IMG20210913154558.jpg


ধাপ ১

প্রথমে আদা বাটা, রসুন বাটা, পিয়াজ বাটা, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেই। মাখার পর কিছুক্ষণ রেখে দেই।

IMG20210913154848.jpg


ধাপ ২

এর মধ্যে কড়াইয়ে পিয়াজ কুচি গুলো , কাঁচা মরিচ এবং তেজপাতা ভেঁজে নেই।

IMG20210913155041.jpg


ধাপ ৩

এবার এতে অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন নড়াচড়া করি।

IMG20210913155134.jpg


ধাপ ৪

এখন পিয়াজ গুলো হালকা ভাজা হয়ে গেলে মেরিনেট করে রাখা মাংসগুলো তেলে ছেড়ে দিতে হবে।

IMG20210913155218.jpg


ধাপ ৫

এবার এতে ২-৩ টি এলাচ এবং দারুচিনি দেই।

IMG20210913155400.jpg


ধাপ ৬

কেটে রাখা আলুগুলো ঢেলে দেই এবং ঢাকনা দিয়ে ঢেকে দেই।

IMG20210913155913.jpg


ধাপ ৭

১০-১৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে যারা দিতে হবে এবং মাংস আর আলু কষেছে কিনা দেখতে হবে।

IMG20210913161222.jpg


ধাপ ৮

যদি মাংস গুলো কষে থাকে তাহলে তাতে ২ গ্লাস জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এর মাঝেই এতে গরম মশলার বাটা দিয়ে হবে।

IMG20210913161320.jpg


ধাপ ৯

ঝোল শুকিয়ে গেলে চুলা বন্ধ করে বাটিতে নামিয়ে ফেলি।

IMG20210913183322.jpg


মুরগির ঝাল মাংস

ডিভাইসRealme Narzo 20

যদি আপনাদের আমার পোস্টটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।


💗ধন্যবাদ💗

Sort:  
 3 years ago 

আপনার মুরগির মাংস রেসিপি টা দেখেই আমার খেতে ইচ্ছে করছে। মুরগির মাংসতে অন্য ধরনের একটা টেস্ট আছে যেটা অন্য কোন মাংসতে পাওয়া যায় না। রেসিপি টা আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।❤️

 3 years ago 

আপনি অনেক ভাল রান্না করতে জানেন এটা আপনার পরিবেশন দেখেই বুঝা যাচ্ছে। আর আপনি উপস্থাপন করেছেন খুব সুন্দর করে। আপনার মুরগির রেসিপি টা অসাধারন ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া । 💗

মুরগির মাংসের রেসিপিটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।পরিবেশনা খুব সুন্দর হয়েছে।দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে।আপনার রান্নার ছবি দেখে আমার জিভে পানি চলে এসেছে।অনেক ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য। ❤️

 3 years ago 

মুরগির ঝাল মাংসের এই রেসিপিটি যখন আমি পর্যায়ক্রমে দেখছিলাম রীতিমতো আমি মনে হচ্ছিল এর প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারছিলাম।

বেশ ভালো ছিল আজকের রেসিপি টি

 3 years ago 

ধন্যবাদ দাদা ❤️।

 3 years ago 

দেখেই মনে হচ্ছে অনেক স্বাধ হয়েছে। আপনি রান্না করেছেন দেখে অনেক ভালো লাগল কারণ ছেলেরাও মেয়েদের মতো রান্নায় সমান পারদর্শীতা দেখাচ্ছে এইটা নিসন্দেহে প্রসংশার দাবিদার। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ। ❤️

 3 years ago 

মুরগির মাংস তৈরির রেসিপি টা খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ দাদা 💗।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59700.98
ETH 2415.17
USDT 1.00
SBD 2.43