এসো নিজে করি:- কাগজের তৈরি পান্ডা | ১০% বেনেফিশিয়ারিস to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার ,আসসালামুয়ালাইকুম এবং আদাব

কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছেন । অনেকদিন ধরেই ভাবছিলাম DIY- এর কোন একটি কাজ করব কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যে কি তৈরি করা যায়। তারপর @rme দাদার "হিরামন পাখি "তৈরির কমেন্ট বক্স থেকে পান্ডা তৈরি করার বুদ্ধি পেলাম। তাই আর বেশি না ভেবে বানিয়ে ফেললাম পান্ডা । নিম্নে ধারাবাহিকভাবে কাগজের পান্ডা তৈরির ধাপগুলো ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো:-


IMG_20210830_023739.jpg

উপকরণসমূহ:-

১. ২ টি A4 কাগজ
২. একটি কালো মার্কার
৩. কাঁচি


IMG20210829130344.jpg


ধাপ ১

প্রথমে A4 সাইজের কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে বাড়তি অংশটুকু কাছে দিয়ে কেটে নেই। তাহলে আমরা একটি বর্গাকৃতির কাগজ পেয়ে যাব।

IMG_20210829_183513.jpg


ধাপ ২

আবার একইভাবে কাগজটিকে কোনাকুনি বরাবর ভাঁজ করে চারিদিকে দুই সেন্টিমিটার ফাঁকা রাখি। ত্রিভুজাকৃতি কাগজটির উপরের খানিকটা অংশ ভাঁজ করে নেই। তারপর দুই পাশ থেকে মাঝ বরাবর ভাঁজ করি।

IMG_20210829_184100.jpg


ধাপ ৩

এখন ছোট ওই চতুর্ভুজাকৃতির কাগজটির দুইটি পৃষ্ঠ তৈরি হবে। যে পাশে আগে ভাঁজ করেছি সে পাশে কাগজটিকে
উল্টাে করে আবার ভাঁজ করি। ভাঁজ করা অংশের কেন্দ্রের বিপরীত দুই দিকে অল্প করে ভাঁজ করি। হীরা আকৃতির কাগজের দুপাশ থেকে ভিতরের দিকে আবার ভাঁজ করি। তারপর পুরো কাগজটির বিপরীত পাশে অর্ধেক পরিমাণ ভাঁজ করি। এভাবেই তৈরী হয়ে গেল পান্ডাটির মাথা।

IMG_20210829_184356.jpg


ধাপ ৪

আরেকটি A4 কাগজ নিয়ে একইভাবে বর্গাকৃতির করে কেটে নেই। তারপর কাগজটিকে অর্ধেক করে ভাঁজ করে নিলাম। আবার অন্য পাশ থেকে অর্ধেক করে ভাঁজ করে নেই। এবার কাগজটিকে চারটি ভাগে প্রথমে লম্বালম্বি তারপর পাশাপাশি ভাবে ভাঁজ করি। তখন আমরা ষোলটি বর্গক্ষেত্র দেখতে পাবো।

IMG_20210829_184706.jpg


ধাপ ৫

যেকোনো একটি পাশে এক-চতুর্থাংশ ভাঁজ করে , তার কোনা দুটোকে ভিতরের দিকে ত্রিভুজের মত করে ভাঁজ করি।

IMG_20210829_184904.jpg


ধাপ ৬

এখন ওই অংশটুকুকে বিপরীত দিকে ভাঁজ করি। ট্রাপিজিয়াম আকৃতির অংশটুকুকে দুই পাশ থেকে ভেতরের দিকে ভাঁজ করি।

IMG_20210829_185043.jpg


ধাপ ৭

আগের ধাপে সর্বশেষ ভাগ করা অংশটুকুর ভিতরে গুঁজে থাকা খানিকটা কাগজ বাইরে বের করে দেই। এখন সম্পূর্ণ কাগজটিকে দুপাশ থেকে আবার ভাঁজ করি। তখন অপর পৃষ্ঠায় দুটি হাত খুলে যাবে।

IMG_20210829_185349.jpg


ধাপ ৮

এবার কাগজ থেকে ঘুরিয়ে নিয়ে হাত দুটিকে নিচের দিকে ভাঁজ করে, মাথার অংশটি শরীরের সঙ্গে সংযুক্ত করি স্টেপলার এর মাধ্যমে।

IMG_20210830_110036.jpg


ধাপ ৯

এবার চোখ, নাক, কান, হাত, পা কালো কালির কলম দিয়ে রং করি। এভাবেই বানিয়ে ফেললাম কাগজের পান্ডা

IMG20210829195426.jpg


IMG20210829195535.jpg

কাগজের তৈরি পান্ডা


ক্যামেরাRealme Narzo 20

এটি আমার প্রথম DIY - এর কাজ , যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। পান্ডা টি দেখতে কেমন হয়েছে তা নিশ্চয়ই জানাবেন।

💗ধন্যবাদ💗

Sort:  
 3 years ago 

সত্যি বলতে প্রথমে অনেকটা অবাকই হয়েছিলাম কাগজ দিয়ে আবার পান্ডা বানানো যায় নাকি??? তবে আপনার এই পোস্টটি টি দেখার পরে আমি পুরোপুরি কনফার্ম হলাম। কাগজ দিয়ে পান্ডা বানানো সম্ভব আপনি অনেক নিখুঁতভাবে এই পান্ডা বানিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।।।

 3 years ago 

হ্যাঁ সম্ভব । আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি।
ধন্যবাদ আপনাকে ।‌‌❤️

 3 years ago 

শুভকামনা ভাই

 3 years ago 

খুব সুন্দর হয়েছে কাগজ দিয়ে তৈরি পান্ডাগুলি।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ❤️।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64455.55
ETH 3147.84
USDT 1.00
SBD 3.94