পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
আসসালামুআলাইকুম/আদাব
পরিশ্রম করলে জীবনের সফলতা আসবেই। আর সফলতার মূল মন্ত্র হলো পরিশ্রম। আমরা যদি সঠিক ভাবে পরিশ্রম করে যায়, তাহলে আমাদের জীবনের সফলতা আসবে। যদি আমরা পরিশ্রমী না করি তাহলে আমরা কখনোই সফলতার মুখ দেখবো না। এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে তারা কঠোর পরিশ্রমী ছিলেন।তারা সময়ের মূল্য ঠিক ভাবে দিয়েছেন। আসলে কঠোর পরিশ্রম এবং সময়ের মূল্য যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে আমরা জীবনে কখনোই উন্নতি করতে পারবো না। আমাদের জীবনে উন্নতি করার প্রধান কারণ হলো সময়ের সঠিক ব্যবহার এবং কঠোর পরিশ্রম। তাই সময়কে যদি আমরা গুরুত্ব দিয়ে কঠোরভাবে পরিশ্রম করে যায়, তাহলে একসময় আমরা সফলতায় গিয়ে পৌঁছাব।
সৎ চিন্তা নিয়ে আমাদের কঠোরভাবে পরিশ্রম করতে হবে। আমরা যদি পরিশ্রম করি কিন্তু সেই পরিশ্রমটা যদি সততার সাথে এবং সঠিক পথে না হয়, তাহলে সেই সফলতা অর্জন করে লাভ নেই। আমাদের হয়তো অর্থ সম্পদ বেশি হবে, কিন্তু আমরা সম্মান অর্জন করতে পারব না। আমরা যদি সততার সাথে সঠিকভাবে আমরা পরিশ্রম করে যাই। তাহলে আমরা জীবনে যে সফলতা অর্জন করব এই সফলতা আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি, আর আমাদের সম্মান সকলেই দিবে। তাই আমরা যদি সঠিকভাবে সফলতা অর্জন করতে চাই আমাদের সততার সাথে কঠোর পরিশ্রম করে সফলতা বয়ে আনতে হবে।
আমার বন্ধু ছিল আকিজ, ও যখন ক্লাস নাইনে পড়াশোনা করে তখন ওর বাবা রোড এক্সিডেন্টে মারা গিয়েছিলো।পরিবারের একটা মাত্র সন্তানই ছিল আকিজ। আকিজও অনেক সৎ ভাবেই জীবন পরিচালনা করতো, কারন ওর বাবাও সততার সাথে জীবন পরিচালনা করতো।আর আকিজ তখন থেকে কঠোর পরিশ্রম করে। আসলে যে বয়সে ওর বাবা মারা গেছে এই বয়সে কোন সন্তানই পরিবারের হাল ধরে না, কিন্তু আকিজ পরিবারের হাল ধরে ছিলো। সে কঠোর পরিশ্রম এবং সময়কে গুরুত্ব দিয়েছিল। যার কারণে আজকে সে সফল ব্যবসায়ী হয়েছে। আজকে আমি আকিজের সাথে দেখা করেছিলাম। আমি দেখা করে অবাক হয়ে গেছি, সে এতটাই সফলতা অর্জন করেছে, তার পরিশ্রমের টাকা দিয়ে সুন্দর একটি বাড়ি, গাড়ি করেছে। আর ওর সফলতার জন্য এলাকাবাসী ওকে অনেক সম্মান দিচ্ছে। আসলে নিজে কষ্ট করে অর্জন করার মধ্যেই যেন শান্তি রয়েছে। আর সবাই দেখে তখন প্রশংসাই করে।
কোন পেশাকেই ছোট করা যাবে না, সকল পেশাকে সম্মান দিয়ে সততার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সেই পেশাকে বড় করতে হবে। আসলে আকিজ তখন ছোট্ট একটি ব্যবসা শুরু করেছিল। সেখান থেকে সে সফলতা অর্জন করেছে। সে এখন অনেক বড় বড় ব্যবসার সাথে যুক্ত হয়েছে। ওর সফলতা এখন এলাকাবাসীর মুখে প্রশংসার তৈরি করেছে। আসলে ও যদি কারো কথা মত এই ব্যবসাটি না করতো, সৎ ভাবে জীবন পরিচালনা না করতো তাহলে এখন সফলতা তার জীবনে বয়ে আসতো না। আর এলাকার মানুষও এত সম্মান দিত না। তাই কঠোর পরিশ্রম এবং সময়কে গুরুত্ব দিয়ে আমরা যদি কঠোর পরিশ্রম করে যায়, তাহলে যে কোন কাজকে আমরা সাফল্যতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো।
তাই জীবনকে সাফল্যময় করতে সৎ ভাবে কঠোর পরিশ্রম করে যেতে হবে। সকল কাজকেই সমান গুরুত্ব দিয়ে সময়ের সঠিক ব্যবহার করতে হবে, এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে। কঠোর পরিশ্রম করলেই আমরা সফলতা বয়ে নিয়ে আসব। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়কে নষ্ট না করে, সময়ের সঠিক ব্যবহার আমাদের নিজেদের মাঝে পরিচালনা করে কঠোর পরিশ্রম করে যেতে হবে। তাহলেই একদিন আমরা সাফল্যতা বয়ে নিয়ে আসব।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।আসলে পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব না। পরিশ্রম করে কোন কিছু অর্জন করতে হয়।কোন কিছু অর্জনের পূর্ব শর্ত পরিশ্রম করা।এত সুন্দর একটি বিষয় নিয়ে সেই সাথে আপনার বন্ধু আকিজের উদাহরণ দিয়ে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://twitter.com/AhmedAlif135308/status/1872643474643972119?t=1RY8ehMzzrn7Z8E-LWcEKQ&s=19
খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজ আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম না করে কেউ কখনো উন্নতির স্বর্ণ শিকড়ে পৌঁছাতে পারে না। জীবনে সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ব্যতীত কেউ জীবনে উন্নতি করতে পারে না।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন আমাদের মাঝে। জীবনের সফলতা আনতে হলে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি সাফল্যতা অর্জনকারী।
আসলে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। সময়কে গুরুত্ব দিয়ে কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা আসবেই।
পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। তাই পরিশ্রম করার মাঝেই সব সময় সফলতা খুঁজে পাওয়া যায়। ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখেছেন। অনেক ভালো লাগলো।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া পরিশ্রমই জীবনের সফলতা বয়ে আনে। আমরা যদি পরিশ্রম না করে বসে থাকি তাহলে কখনোই সফল হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা নিজেরা যতটা চেষ্টা করব কাজ ততটাই সহজ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে জীবনের কোন কাজকে ছোট মনে করা যাবে না। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার কথাগুলো পড়ে ধন্যবাদ।
পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আশা করা যায় না। যেখানে পরিশ্রম থাকবে সেখানে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। পরিশ্রম হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। তাই আমাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তবে আমরা সফলতা অর্জন করতে পারব। দারুন একটা পোস্ট লিখেছেন আপনি আজকে। পড়তে অনেক ভালো লেগেছে।
পরিশ্রম ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। সফলতা কোন গাছের ফল নয় যে পেরে নিয়ে এলাম। অনেক কষ্টের পরে সফলতা আসে। পরিশ্রমের ফলে যেই সফলতা আসে সেটাই স্থায়ী হয়। খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন।
দারুন একটি টপিক নিয়ে আজকে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন ভাই। আসলে মানুষের জীবনে কোন অর্জনের পেছনে অবশ্যই কঠোর পরিশ্রম রয়েছে। পরিশ্রম না করলে কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। জীবনকে পরিবর্তন করতে হলে পরিশ্রমের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য।