আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনুভূতি শেয়ার করলাম। আসলে অনু কবিতাগুলো আমি লিখতে এখন অনেক বেশি ভালোবাসি। আগে আমি কবিতা লিখতে পারতাম না। আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে এসে সকলের কবিতা দেখে কবিতা দেখার অনুপ্রেরণা পেয়েছিলাম।সেখান থেকেই আমার কবিতা লেখা শুরু। যার কারণে আজকে কিছু আমার মনেন অনুভূতি থেকে লেখা কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই অনুভূতিগুলো দিয়ে আমি অনু কবিতা লিখে রেখেছিলাম। আজকে তাই আমার লেখা চারটি অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম।মনের অনুভূতি আর কল্পনার অনুভূতি থেকেই অনু কবিতাগুলো লিখেছি যা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরলাম। আসলে ভালবাসার প্রিয় মানুষকে হারানোর বেদনা এবং তাকে নিয়ে মনের ভিতরে যে কষ্ট বা হাহাকার এগুলো যেন আমরা কোনভাবেই পূরণ করতে পারি না অন্য কারো মাধ্যমে।ভালোবাসার এই প্রিয় মানুষের অভাবটা যেন আমাদের মনের মাঝে সারা জীবন থেকেই যায়। সেই অনুভূতি থেকে লেখা কবিতাগুলো।
“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ
হারিয়ে গেলে তুমি আমার জীবন থেকে,
অন্য কোথাও আছো কি খুবই সুখে।
তোমায় হারানোর বেদনা,
আজও ভুলতে আমি পারিনা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম,
বাঁধবো সুখের ঘর,
সেই স্বপ্ন ভেঙ্গে দিলে,
আমায় করে পর।
মনের মাঝে রেখেছি তোমায়,
খুব যত্ন করে।
ভালোবাসায় পূর্ণ হবে,
আমাদের এই জীবন জুড়ে।
তোমায় নিয়ে থাকবো আমি সুখের ঘরে,
ভালবাসায় ভরে উঠবে,
আমাদের এই ঘরটি জুড়ে।
কিভাবে আছো তুমি অনেক দূরে,
চলে এসো প্রিয় আমার মনের ঘরে।
হারিয়ে ফেলেছি আমি তোমায়,
অচেনা কোন এক শহরে।
যেখানে খুঁজে মরি আমি তোমায়,
পাই না কোনভাবে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম,
বাঁধবো সুখের ঘর,
হারিয়ে গেলে কেন তুমি,
আমায় করে পর।
তোমার অপেক্ষায় রয়েছি,
আজও পথ চেয়ে।
বুকের মাঝে হাজারো ভালোবাসা,
যত্ন করে রেখেছি তোমায় দিব বলে।
তুমি কি আসবে আমার কাছে,
ভালোবাসা দেবো তোমায় সবটা জুগে,
গ্রহণ করে নিবে প্রিয়ও,
আমায় ভালোবেসে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
বেশি ভালোই লিখেছেন কবিতা। আমিও ছোট ছোট কবিতা লিখতে খুব পছন্দ করি। তাই প্রত্যেক সপ্তাহে ছোট ছোট কবিতা লেখার চেষ্টা করি। আপনার কবিতার মধ্যে বেশ ভালোবাসার ভাগ আবেগ প্রকাশ পেয়েছে।
https://twitter.com/AhmedAlif135308/status/1865766826917195994?t=cnS_L2vDTSKIpsvY9tRxwA&s=19
ভালোবাসার মানুষটিকে না পাওয়ার বেদনা থেকে অনেক সুন্দর সুন্দর কয়েকটি অণু কবিতা লিখেছেন অনু কবিতার প্রত্যেকটা লাইনে যেন বেদনার সুর শোনা গেল। কবিতাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।
অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার ভীষণ ভালো লাগলো। খুবই চমৎকার ভাবে লাইনের সাথে লাইন মিলিয়ে আপনি কবিতা সম্পন্ন করেছেন। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আর অনু কবিতা পড়তে পারবো। ধন্যবাদ ভাইয়া।
দারুন কিছু কবিতা লিখলেন আপনি। পড়ে অসাধারণ ভালো লেগেছে। বিশেষ করে আপনার লেখা তিন নাম্বার অনু কবিতাটি আমার খুবই পছন্দ হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য। এভাবে এগিয়ে যান আশা করি আরো সুন্দর কবিতা লিখতে পারবেন।
আপনার লেখা চমৎকার অনু কবিতা পড়ে ভালো লাগলো। অনেক সুন্দর প্রেম অনুভূতিমূলক কবিতা লিখেছেন আজকের এই কবিতার মাঝে। দারুন ছিল আপনার কবিতাগুলো। আশা করবে এভাবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন।
আসলে ভাইয়া আমার বাংলা ব্লগ এমন এক জায়গা যেখানে আমরা আমাদের মনের অনুভূতি গুলো সহজেই শেয়ার করতে পারি। অনেকে কবিতা লিখতে পারতো না তবে অনুকবিতার মাধ্যমে আমরা সবাই কমবেশি কবিতা লিখতে পারি। আপনার অনুকবিতা গুলো অনেক ভালো লাগলো। অনেক ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা এই সৌন্দর্যময় অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ছন্দে মিলিয়ে লিখেছেন, যার কারণে কবিতা গুলো পড়ে মুক্ত হলাম।
অসাধারণ কবিতা লিখেছেন আপনি।আসলেই হ্রদয়ের সুপ্ত কথা, বেদনা সব কিছু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায় ভালোভাবে।প্রিয় মানুষকে হারানোর বেদনা নিয়ে কবিতাটি দারুণ হয়েছে।