শীতের ঋতু আগমন করাতে চারিদিকে যেন শীতের আবাস ভালোভাবেই উপভোগ করা যাচ্ছে। এই শীতের ঋতুকে কেউ কেউ আনন্দের সাথে গ্রহণ করেছে। আবার কেউ কেউ নতুন পোশাক কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসলে শীতের নতুন পোশাক কেনার মুহূর্তগুলো অসাধারণ, কিন্তু আমাদের সমাজে এমন কিছু গরিব মানুষ রয়েছে। যাদের শীতের পোশাক কেনার মতো কোনো সামর্থক নেই। আবার কারও পুরান কাপড়ও কেনার কোন সামর্থ্য নেই। এই সকল মানুষ শীতের পোশাকের অভাবে অনেক কষ্ট উপভোগ করে। বিশেষ করে রাস্তার পাশে ফুটপাতের দেখতে পাওয়া যায়, পোশাক বিহীন মানুষ গুলো আগুন জ্বালিয়ে শীতকে নিবারণ করছে। এই সকল মানুষকে দেখলে খুবই খারাপ লাগে। তবে আমরা যারা শীতকের আগমনে নতুন পোশাক কেনার কথা ভাবছি বা কিনছি তারা মানবতার সেবায় এগিয়ে আসতে পারি।
আসলে শীতের আগমনে আমরা অনেকেই নতুন পোশাক কিনে থাকি। শীতের নতুন নতুন পোশাক বাজারে আসে, আর এই নতুন নতুন শীতের পোশাক আমরা প্রতি বছরে কিনে থাকি। তবে আমরা এই মানবতার সেবায় এগিয়ে আসতে পারি। আসলে আমি গতকাল দেখতে পেলাম রাস্তার পাশে মানবতার দেওয়াল নামে একটি দেওয়াল রয়েছে এবং সেখানে পুরাতন কাপড় রাখার ব্যবস্থা রয়েছে। আমরা যারা গত বছর কিংবা তার আগের বছর শীতের কাপড় কিনেছিলাম, এই কাপড় গুলো এখানে রেখে যাচ্ছে এবং গরিব মানুষেরা তাদের পছন্দমত যেটা গায়ে লাগছে, সেটা তাদের মাপে লেগে যায় তারা সেটা নিয়ে যাচ্ছে, এই দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে আমরা প্রত্যেকেই নতুন বছরে নতুন শীতের পোশাক কিনে খাকি, কিন্তু আমাদের পুরনো শীতের পোশাকটা আমরা ফেলে দেই। আমরা যদি ফেলে না দিয়ে এইসব মানবতার দেওয়ালে রাখি, তাহলে গরিবরা শীতের পোশাকে অভাবে শীতের জন্য আর কষ্ট পাবে না। তারা এই পোশাকগুলো বিনে পয়সায় নিয়ে তারা নিজেরা ব্যবহার করবে।
আসলে আমরা প্রতিবছর পুরনো অনেক শীতের পোশাক ফেলে দেই বা নষ্ট করি। আমরা যদি এই পোশাক গুলো এই সব মানবতার দেওয়ালে রেখে যায়, তাহলে আমাদের সমাজ বা মহল্লায় যারা গরিব রয়েছে যারা টাকা দিয়ে শীতের পোশাক কিনতে পারেনা। তারা পোশাকের অভাবে শীতের মধ্যে অনেক কষ্ট করে। এই সকল মানুষ এইসব পোশাকগুলো পেয়ে অনেক আনন্দিত হবে এবং তারা এই পোশাকগুলো ব্যবহার করে শীত থেকে রক্ষা পাবে। তাই মানবতার দেওয়াল নামে এই দেওয়াল গুলো প্রত্যেকটা বাজারে তৈরি করা এবং রাস্তার পাশে এই মানবতার দেওয়াল গুলো তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যার কারণ এই মানবতার দেওয়াল মানুষের সেবা করার জন্য খুবই সুন্দর একটি পদ্ধতি যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
তাই আমরা প্রত্যেকেই যদি আমাদের পুরনো অর্থাৎ গতবছরের শীতের পোশাকগুলো, যেগুলো আমরা পড়বো না। নতুন বছরে আমরা আবারও নতুন পোশাক কিনব। সেই পোশাকগুলো আমাদের বাড়ি বা আমাদের বাসায় ফেলে না রেখে, এই সব পোশাকগুলো আমরা গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেব। আসলে অনেক গরীব মানুষ রয়েছে যারা পোশাক অন্যের কাছে হাত পেতে চাইতে লজ্জা পায়। তাই তাদেরকে আমরা হাতে হাতে না দিয়ে আমরা এই মানবতার দেওয়ালে রেখে আসবো। হয়তো অন্ধকার কোন এক গভীর রাতে তারা মানুষের চোখ ফাঁকি দিয়ে এসে নিয়ে যাবে। আসলে অনেক মানুষের রয়েছে যারা আত্মসম্মানের ভয়ে হাত পেতে কারো কাছে চায় না । তাই আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার এই মানবতার দেওয়াল অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে আমি আমাদের গ্রামে মানবতার দেওয়াল নামে একটি ব্যবস্থা করেছি,আর এটি আমি করেছি আমাদের স্কুলের বারান্দার পাশে, এখানে আমরা বন্ধুরা মিলে আমাদের পুরনো শীতের কাপড় গুলো রেখে আসবো এবং গ্রামের গরীব দুঃখী মানুষেরা সেখানে এসে তারা পোশাকগুলো নিয়ে যাবে, এতে করে গ্রামের গরীব দুঃখী মানুষেরা শীতের পোশাক পাবে।
মানবতার সেবায় আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে। যার যেভাবে সামর্থ্য রয়েছে সেভাবেই আমরা এগিয়ে আসবো। হয়তো আমরা সবাই নতুন পোশাক দিয়ে সবাই এগিয়ে আসতে পারবো না। তবে আমাদের যার যার যেমন সামর্থ্য রয়েছে আমরা তেমনি ভাবে সাহায্য করবো।কেউ পারলে নতুন পোশাক দিয়ে গরিব মানুষদের সাহায্য করবো,আবার যাদের সামর্থ্য নেই তারা তাদের পুরাতন পোশাকগুলো দিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে সাহায্য করবো। আসলে মানবিকের সেবায় যদি আমরা যে যেভাবে রয়েছি সেভাবেই এগিয়ে আসতে পারি তাহলে মানব সেবা প্রত্যেকের মাঝে তৈরি হবে। এতে করে সমাজের মধ্যে বন্ধুত্ব শুরু সম্পর্ক সৃষ্টি হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানবসেবাই নিজেকে বিলিয়ে দেওয়া। মানুষের সেবা করাই যেন প্রধান ধর্ম হয় আমাদের মনে। 🖤✨।
https://twitter.com/AhmedAlif135308/status/1867560194537873682?t=jdbNpCiTPtyQFXyCa3kkHA&s=19
বাহ। ব্যবস্থাটা তো বেশ ভালো। আমরা কত পোশাক আর পরি না। অথচ সেগুলো ঘরে পড়েই থাকে। সেই পোশাকগুলো গরীব মানুষেরা পরলে তাদের অনেক সুবিধা হবে। তাই এই ব্যবস্থাটা আমার খুব ভালো লাগলো। গরীব মানুষেরা তাদের পছন্দমত পোশাক তুলে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি ব্যবস্থাপনা।
এভাবে কখনো চিন্তা করা হয়নি,আমরা যদি মানবতার সেবায় এগিয়ে আসি, মানবতার দেওয়াল এই পদ্ধতিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের অনেক পুরনো শীতের কাপড় থাকে, এগুলো আমরা ঘরেই রেখে দেই। যদি আমরা এভাবে রেখে আসি তাহলে গরিব মানুষের অনেক উপকার হবে, ভালো লেগেছে আইডিয়াটি
অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি এই পোস্ট লিখেছেন। আমার কাছে কিন্তু এটা পড়তে অনেক ভালো লেগেছে। আসলে এরকম একটা মানবতার দেয়াল তৈরি করা অনেক জরুরী। গরিব মানুষেরা চাইলেও শীতের জামা কাপড় পড়তে পারে না। আসলে এরকম একটা মানবতার দেয়াল তৈরি করলে তারা চাইলেই নিয়ে যেতে পারবে।
অনেক সুন্দর ছিল আপনার এই পোস্টটা লেখার টপিক। হ্যাঁ ভাই মানবতার দেয়াল থাকাটা অনেক জরুরী। আমরা আমাদের পুরনো শীতের জামাগুলো পেলে না দিয়ে, গরিব মানুষদের কে দিলে তাদের অনেক বেশি উপকার হবে। আর যারা চাইতে দ্বিধাবোধ করে তাদের জন্য এভাবে একটা জায়গায় রেখে দিলে ভালো হয়।
একদম তাই আমরা যদি আমাদের পুরনো হয়ে যাওয়া শীতের কাপড় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই তবে এটার চেয়ে ভালো আর কি হতে পারে।নতুন না হয় নাই বা দিতে পারি।পুরনো কাপড় দিয়েও তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যে পরে।আমরা এক এক করে সবাই এগিয়ে যাব সাহায্যের হাতটি নিয়ে।মানবতাই হোক পরম ধর্ম।