🌹আমার বাংলা ব্লগ 🌹টমেটো ও আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির রেসিপি 🥘 [১০% লাজুক খ্যাঁকের জন্য]🍲

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।🌹

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

শীতকালে বাজারে নানা রকমের সবজি পাওয়া যায়। আর এই সবজি দিয়ে মুরগির মাংস রেসিপি খেতে খুবই মজা লাগে। তাই আজকে আমি টমেটো ও আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির রেসিপি তৈরি করেছি। দেশি মুরগি খেতে খুবই সুস্বাদু লাগে। তাই আজকে আমি এই রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

টমেটো, আলু দিয়ে দেশি মুরগির সুস্বাদু রেসিপি🍲

GridArt_20220130_173227162.jpg

প্রয়োজনীয় উপকরণ👇🥘

  • দেশি মুরগি সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য, সকল উপকরণ নিয়ে আমি রেসিপিটি তৈরি করা শুরু করলাম।

GridArt_20220130_173057390.jpg

উপাদানপরিমাণ
১)দেশি মুরগি১ টি
২)টমেটো২৫০ গ্রাম।
৩) মরিচের গুঁড়াপরিমানমতো।
৪) হলুদের গুঁড়াপরিমানমতো।
৫) জিরা বাটাপরিমানমতো।
৬) রসুন বাটাপরিমানমতো।
৭) পিঁয়াজ২০০ গ্রাম।
৮) মসলা বাটাপরিমানমতো।
৯) লবণপরিমানমতো।
১০)সয়াবিন তেল২৫০ গ্রাম।
১২)কাঁচা মরিচ১০টি।
১৩)আলু২০০গ্রাম।

ধাপ👇 ১🍲

IMG_20220130_172627.jpg

দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি পেঁয়াজ কুচি কুচি গুলো কড়াইয়ের মধ্যে তেলে ভালো করে ভাজতে লাগলাম।

ধাপ👇 ২🍲

IMG_20220130_172644.jpg

দেশি মুরগির সাথে রেসিপি টমেটো দিয়ে রান্না করবো, তাই আমি পেঁয়াজ ভাজির মধ্যে টমেটোর পিস গুলো দিয়ে দিলাম।

ধাপ👇 ৩🍲

IMG_20220130_172659.jpg

আলু ও টমেটো দিয়ে সুস্বাদু দেশি মুরগি রেসিপি তৈরি করার জন্য, কড়াইয়ের মধ্যে আমি আলুর পিস গুলো মসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম।

ধাপ👇 ৪🍲

IMG_20220130_172723.jpg

তারপরেই সবজি ভাজির মধ্যে আমি দেশি মুরগির মাংস গুলো সুন্দর করে দিয়ে, মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ও সকল মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।

ধাপ👇 ৫🍲

IMG_20220130_172839.jpg

মুরগির মাংস এবং সবজি গুলোর সাথে আমি মসলা দিয়ে ভালো করে মাংস মাখিয়ে নিয়েছি।

ধাপ👇 ৬🍲

IMG_20220130_172751.jpg

তারপরে এই মাংসের রেসিপি মধ্যে পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে নিলাম এবং আমি চুলা আসতে আসতে জ্বাল দিতে লাগলাম।

👇শেষের-ধাপ🍲

IMG_20220130_172808.jpg

অবশেষে পরিমাণমতো ঝোল আমি রেখে দিলাম। এখন সুস্বাদু সবজি দিয়ে দেশি মুরগির রেসিপি রান্না হয়ে গেল এবং রান্নাটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। শেষের ধাপে এসে আমার খুবই ভালো লাগছে।

👇🥘পরিবেশন👇🍲

GridArt_20220130_173445383.jpg

শীতের সবজি দিয়ে সুস্বাদু এই দেশি মুরগির রেসিপি রান্না করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাই এই রান্নাটি সাথে একটি ছবি ওঠে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরছি আমার রেসিপিটি আপনাদের ভাল লেগেছে।

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণটমেটো ও আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির রেসিপি।
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়

IMG_20211118_120137.jpg

আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼।

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ জানাই💝🌹💝

Sort:  
 3 years ago 

বাহ ভাইয়া অসাধারণ। আপনার রান্না করা দেশি মুরগির মাংসের রেসিপি টি দেখতে খুবই লোভনীয় লাগছে। দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হবে। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 
  • মুরগির মাংস আমার খুবই পছন্দের একটি মাংস। অনেক ভাবেই রান্না করা মুরগির মাংস খেয়েছি। সাধারণত মুরগির মাংসে আলু দেওয়া হয়। কিন্তু আপনি দেখছি টমেটো দিয়েছেন এটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। এবং সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রেসিপি টা।
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

মুরগির মাংস সাধারণত এমনিতেই অনেক ভালো লাগে। আপনি টমেটো ও আলু দিয়ে অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং কালার কম্বিনেশন টা দারুন ছিল ভাইয়া


IMG_20220106_113311.png

টমেটো দিলে তরকারির স্বাদটা একটু পরিবর্তন হয়ে যায়। তরকারী খেতে মজা লাগে। সুন্দর করে আপনার রেসিপি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেশি মুরগি দারুন স্বাদের খাবার। টমেটো আলু এটিকে দারুণ কম্বিনেশন দিয়েছে। নিশ্চয়ই আপনার রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি দেখে দেশি মুরগি খাওয়ার লোভ লেগে গেলো। আমন্ত্রণ ও ভালোবাসা রইলো শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমন্ত্রণ ও ভালবাসা রইলো শ্রদ্ধেয়।

 3 years ago 

আলু আর টমেটো দিয়ে মুরগির মাংসের অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। আপনার তৈরি করার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এমনিতেই মুরগির মাংসের রেসিপি গুলো দেখলে আমার খুবই লোভ হয়।😋😋 তেমনি আজকে অসাধারণ একটি রেসিপি তৈরি করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

টমেটো ও আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির রেসিপি ওয়াও😋😋😋
আমি তো লোভ সামলাতে পারছি না।।
মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।। ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
শুভেচ্ছা রইল।।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103752.36
ETH 3842.24
SBD 3.32