DIY-👻এসো নিজে করি//👻কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ভুত👻 //@alif111// [১০% লাজুক খ্যাঁকের এর জন্য]

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন?আশা করি অনেক ভালই আছেন। আমি @alif111,আপনাদের মাঝে অনেক দিন পর আবারো হাজির হলাম নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে ।আমার ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে প্রায়ই ডাই প্রজেক্ট নিয়ে হাজির হই। আমরাতো কাগজ দিয়ে নানা ধরনের ফুল তৈরি করে থাকি কিন্তু কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও তৈরি যায় তাই আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ভুত(ghost) নিয়ে হাজির হলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ভুত তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে একটি ভুত(ghost) তৈরি
Picsart_24-02-07_12-25-29-004.jpg
  • আমি যেভাবে এই ভয়ানক ভুত(ghost) টি তৈরি করেছি তা নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

★ রঙিন কাগজ

20240206_211837.jpg
  • যেহেতু আজ আমি তৈরি করব একটি ভূত, যেহেতু শুধুমাত্র একটি কালো কাগজ নিয়ে কাজ শুরু করতে লাগলাম
ধাপ-১👻👻
20240206_212521.jpg20240206_212625.jpg
  • সর্বপ্রথম আমি কালো কাগজটিকে চারকোনা সমান করে সুন্দরভাবে কেটে নিলাম।
ধাপ- ২👻👻
20240206_214534.jpg20240206_214723.jpg
  • তারপর আমি কাগজটির চারদিকে সমান করে সুন্দরভাবে ভাঁজ করে নিলাম এবং কাগজের উপরে দুই পাশ নিচের দিকে ভাঁজ করে দিয়ে,আবার ভাজকৃত কাগজটিকে বাঁদিকে ভাঁজ করে দিলাম।
ধাপ- ৩👻👻
Picsart_24-02-07_14-06-12-793.jpg20240206_215019.jpg
  • ছবিতে বর্ণিত লাল দাগ বরাবর নিচ থেকে উপরের দিকে কাগজটি ভাজ করে দিলাম।
ধাপ- ৪👻👻
20240206_215436.jpg20240206_215649.jpg
  • তারপর আমি ভাজকৃত কাগজটির উল্টা পিঠে মাঝখান বরাবর ভাজ করে দিলাম এবং কাগজটির বাইরের দিকের অংশটি ভিতর দিকে গুটিয়ে নিলাম।
ধাপ- ৫👻👻
20240206_220229.jpg20240206_224346.jpg
  • তারপর কাগজটির উপরের একটি অংশ নিচের দিকে ভাজ করে দিলাম।
ধাপ- ৬👻👻
20240206_224909.jpg20240206_224925.jpg
  • তারপর কাগজটির মাথার দিকে ভাজ করে ডান সাইডের দুই কোণা ডান দিক থেকে বামদিকে ভাজ করে নিলাম।
ধাপ- ৭👻👻
20240206_230540.jpg20240206_232403.jpg
  • এরপর আমি ভুতের মাথা ও হাতের আকৃতি তৈরি করলাম।
শেষের ধাপ👻👻
20240206_232915.jpg
  • এবার ভুতের মাথাটি সুন্দরভাবে গোল করে দেওয়ার পর সম্পূর্ণভাবে ভূতের আকৃতি পেয়েছে।
👻👻উপস্থাপন👻👻

Picsart_24-02-07_13-19-11-391.jpg

20240207_000315.jpg20240207_000450.jpg
  • অবশেষে সম্পূর্ণ ভূত(ghost) তৈরি করতে পেরে আমার এখন অনেক ভালো লাগছে। আমি আমার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই সুন্দর ভুত টি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আমার কাছে তো কালো কাগজ দিয়ে তৈরি ভুত অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে এটি কেমন লেগেছে এবং এটি দেখতে কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকালো কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ভুত👻👻👻 ।
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 6 months ago 

বাহ বাহ। কন্সেপ্টটা দারুন হয়েছে ভাই। এডিটিং গুলো খুব ভালো লাগছে।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য 💖🥰।অসংখ্য ধন্যবাদ ভাইয়া 💞😇

 6 months ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুবই ইউনিক একটি অরিগ্যামি শেয়ার করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কত কিছুই না বানানো যায়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ভূত বানিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

 6 months ago 

অনেকদিন পর আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে এবং প্রথমে এসে আপনার অসাধারণ একটি আইডিয়ার ডাই পোস্ট দেখতে পেলাম। আর এই ডাই পোস্ট তৈরি করতে আপনার ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। সত্যিই এই ভূতের ইউনিট পোস্টটি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago (edited)

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কিউট ভূত তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। তবে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে তা দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago 

ভূত তৈরি করার আইডিয়াটা সত্যি দারুন ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর কনসেপ্টটাও অসাধারণ ছিল। সবমিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। দারুন হয়েছে ভাইয়া।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন ভাইয়া কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোন ঠিক নেই। আপনার আজকের কাগজের তৈরি ভুতটি খুবই চমৎকার হয়েছে। এই ভূতটি আমিও এর আগে একবার তৈরি করতে গিয়েছিলাম। কিন্তু শেষে মিলাতে না পেরে ছিরে ফেলে দিয়েছি। কিন্তু আপনি এত সহজে কিভাবে বানালেন তাই চিন্তা করছি। খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ছবি তোলার স্টাইলের কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50