আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ20 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমরা জাতিগত পার্থক্য দেখি, ধর্ম বর্ণ গোত্রের পার্থক্য দেখি। আর এই পার্থক্যের কারণে একটি দেশ বা একটি জাতি আলাদা হয়ে যায়। ভিন্ন ভিন্ন হয়ে যায়। ছিন্নভিন্ন হয়ে যায় সে দেশের শক্তি। যার কারণে দেশের জন্য, দেশের মানুষের জন্য ও দেশের উন্নতির জন্য আমরা একই কাঁধে কাঁধ রেখে চলব। ১৯৭১ সালে সকল গোত্র ধর্ম বর্ণ এক হয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলো, তাদের মধ্যে ছিল দেশের প্রতি ভালোবাসা। আসলে কে কোন ধর্ম পালন করে এটা বড় কথা নয়। বড় কথা হলো একই কাঁধে কাঁধ রেখে দেশের জন্য লরা। আসলে আমরা একটি পরিবারে যখন এক হয়ে সকলেই মিলে মিসে বসবাস করবো, তখন সেই পরিবারটা শান্তিতে ভরে উঠবে এবং সেই পরিবারের উন্নতি খুব তাড়াতাড়ি হবে। তাই দেশের মধ্যে ধর্ম বর্ণ গোষ্ঠীর ভেদাভেদ ভুলে গিয়ে, একই সাথে যেন মোরা চলতে পারি এই অনুভূতি নিয়েই কিছু অনু কবিতা লিখেছি।যা আপনাদের মাঝে শেয়ার করলাম।


hands-5655424_1280.png

source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

সুন্দর এই ভুবন ছেড়ে,
চলে যেতে মন চায় না আমার বহু দূরে।
তবুও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে,
বাঁচবো আমি আরো কিছুদিন ধরে।

তবুও আমি হেসে খেলে বেড়াই,
এই পৃথিবীর মাঝে।
মানবের সেবায় নিজেকে বিলিয়ে,
দিতে চাই আমি সবার মাঝে।

কবিতা-২

মানুষের সেবায় মানব প্রেম,
ফুটে উঠে সবার মাঝে।
কাজের ক্ষেত্রে আসলে সবাই,
নিজের কথা যেভাবে।

তবুও আমি মানবের সেবায়,
নিজেকে বিলিয়ে দিতে চাই সবার মাঝে।
মানবের সেবার মাঝেই আমি,
শান্তির ঠিকানা পায় খোঁজে।

কবিতা-৩

ধর্ম বর্ণ নির্বিশেষে মোরা,
মানুষ হয়ে বাঁচবো সবার মাঝে।
সকলের তরে সকল আমরা,
এগিয়ে আসব সবাই একি সাথে।

তাইতো প্রকৃত প্রেম রয়েছে,
মানব সেবার মাঝে।
একে অপরের ভেদাভেদ ভুলে,
সবাই বাঁচবো মানুষ পরিচয়ে।

কবিতা-৪

ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে মোরা,
একই সাথে ঐক্য গড়ে তুলব।
তাইতো আজ ধর্মের ভেদাভেদ ভুলে,
আমরা কাঁধে কাঁধে রেখে চলব।

দেশকে রক্ষা করতে মোরা,
চলব একই সাথে।
ধর্মের ভেদাভেদ ভুলে মোরা,
দেশের জন্য লড়বো।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 20 days ago 

এরকম অনু কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লেখার জন্য।

 20 days ago 

মানব সেবা নিয়ে ধারণ কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা সবগুলো কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 20 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা এত সুন্দর কবিতা দেখে। চারটা কবিতায় অসাধারণ ছিল। আজকে আপনার মধ্যে অন্যরকম চিন্তাধারা লক্ষ করে দেখেছি। যেখানে পৃথিবীর প্রতি অগাধ ভালোবাসা। মানুষের মানুষের মধ্যে মিল মহব্বত। আসলে এই সমস্ত চিন্তাধারার পোস্টগুলো মানুষকে জাগ্রত করে।

 20 days ago 

অল্প কথায় মনের ভাব সহজেই প্রকাশ করা যায় কবিতায়। এর জন্য শব্দ ভান্ডার যার যত সমৃদ্ধ, কবিতা লেখা তার জন্য সহজ। চারটি অণুকবিতায় চার ধরণের স্বাদ। তবে মানবতার জয়গান ফুটে উঠেছে সব ছাপিয়ে। ভালো লেগেছে আপনার অণুকবিতা। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 20 days ago 

GridArt_20241202_234645990.jpg

 20 days ago 

আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে কবিতা লিখেছেন। কবিতাগুলো যেন আমাদের মনের ভাষাই প্রকাশ পেয়েছে।

 19 days ago 

আজকে আপনি সুন্দর টফিক নিয়ে অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমরা ধর্ম বর্ণ সবকিছু বেধবেদ ভুলে বসবাস করায় ভালো। তবে চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতায় লিখে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.038
BTC 95135.46
ETH 3281.35
USDT 1.00
SBD 3.37