এক চিলতে আশা || প্রথম অংশ ||

আমার বাংলা ব্লগের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা তো অনেক হলো চলুন এইবার গল্প টা পড়া যাক।

এক চিলতে আশা

1000000554.png
ছবির উৎস
নাম তার সাকিব। ঢাকার একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার বাবা ছিলেন একজন রিকশাচালক, আর মা গৃহকর্মী। সাকিব ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। স্কুলে সবার কাছে জনপ্রিয়তা ছিল, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন তার মাঝে এক চিলতে আশা হয়ে রয়ে গিয়েছিল।

সাকিবের সবচেয়ে বড় ইচ্ছা ছিল মেডিকেলে পড়া সে জানত, যদি সে ডাক্তার হতে পারে, তাহলে মানুষের জীবন বদলাতে পারবে। কিন্তু প্রতিটি টিউশনের টাকা জোগাড় করতে তার পরিবারের অনেক কষ্ট করতে হতো। প্রতি মাসে মা-বাবা যখন তাকে বলতেন, পড়ালেখা চালিয়ে যাও, আমার পাশে আছি তখন সাকিবের চোখে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিত।

একদিন স্কুলের বইমেলায় সাকিবের দেখা হয় তার পুরনো বন্ধুর সাথে। বন্ধুটি বলেছিল, সাকিব আমি একটি স্কলারশিপ পেয়েছি। তুমি কেন চেষ্টা করো না? এই কথাগুলো তার মনে নতুন করে আশা জাগালো। সাকিব সেই রাতে ঠিক করে ফেললো, সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য স্কলারশিপের জন্য আবেদন করবে।

পরের দিন থেকেই সাকিব পড়াশোনায় আরও মনোযোগী হলো। সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করার কাজ শুরু করল। দিনে স্কুলের ক্লাস শেষে সময় পেলে লাইব্রেরিতে গিয়ে বই পড়তো। আর রাতে টিউশনে যাওয়ার আগে কিছু না কিছু নতুন বিষয় শেখার চেষ্টা করত,,,,

চলবে...............................

আশা করি গল্পটা সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66