আপনি আমার বাংলা ব্লগের মেম্বার না হওয়া অব্দি
কোনো ধরনের কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন না। আমার বাংলা ব্লগের মেম্বার হতে গেলে শুরুতেই একটি পরীক্ষামূলক পোস্ট লিখতে হবে।
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের কমিউনিটি discord এ link 👇 https://discord.gg/5aYe6e6nMW
আপনার ঘটনাটি সত্যি অনেক তিক্ততার।মান সম্মান নিয়ে টানাটানি অবস্থা প্রায়।তবে মার খাওয়া থেকে এজন্যই বেঁচে গিয়েছিলেন সেদিন।আর ক্লাস ক্যাপ্টেন এর এই বেত আনার ঘটনা সত্যি এই কাজটি ক্যাপ্টেনরা বেশ আনন্দের সাথেই করে থাকে।আর ঐ দিন এর অভিজ্ঞতা টি বেশ কষ্টকর ছিল আপনার জন্য।তার জন্য পরে আপনাকে নিয়ে স্কুলে সবাই হাসাহাসি করেছে। আপনার লেখাটি সব মিলিয়ে ভালো ছিল ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এই ধরনের তিক্ততার একটা ঘটনা কিছুদিন আগেই আমার স্কুলে হয়েছিল। আমি স্কুলের এক ছাত্রকে কান ধরে উঠবস করতে বলেছিলাম আর তখনই ঘটে গেল সেই ঘটনাটা। কান ধরে উঠবস করতে করতেই তার প্যান্টের সেলাই ফেঁসে গেল। সাথে সাথে ছাত্রটি কান্না শুরু করে দিল কি করব ভাবতে পারছিলাম না অবশেষে আমি তাদের বাড়ি থেকে একটা প্যান্ট নিয়ে এসে তাকে পরিয়ে দিলাম।
একটি আবেদন SP ডেলিগেশন দিয়ে আমাকে, "আমার বাংলা ব্লগ" এ এক্টিভ হওয়ার সুযোগ দিন।
আসলে ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি মেম্বার হবার জন্য আপনাকে প্রথমেই পরিচিতি মূলক একটা পোস্ট করতে হবে।
সত্যি ভাইয়া আপনার স্কুলের জীবনের ঘটনা সত্যিই অনেক তিক্তদায়ক। ক্লাস ক্যাপ্টেন তার কাজগুলো অনেক ভালো ভাবে পালন করতো। তবে আপনার একটা কথা অনেক ভালো লেগেছে আপনি গণিতের হোমওয়ার্ক কখনো মিস করতেন না ।আরো ভালো লাগল আপনার প্যান্টের পিছনের সেলাই বরাবর পুরোটা ছিঁড়ে গেছে দেখে পোলাপানের হাসি আর থামছে না। আসলে স্কুল জীবনে এরকম ঘটনা সবারই কমবেশি ঘটে থাকে।
ভাই খুব খারাপ লাগল যদিও আমার সাথে এটা ৩বার হয়েছে।তবে আমার সাথে হয়েছে খেলতে গিয়ে।তাই আমি আপনার অনুভূতি বুঝতে পারছি।ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
আপনার ঘটনাটি সত্যিই তৃক্ত । সাথে এর মত লজ্জাজনক ঘটনা আর কি হয় বলুন। কিন্তু স্কুল জীবনে এরকমটা প্রায় অনেকের সাথে হয়েছে। আমাদের সাথে এরকম না হলেও অন্যভাবে হলেও কিছু খারাপ তো হয়েছে। তবে আপনি গণিতের হোমওয়ার্ক মিস করতেন না এটা দেখে ভালো লাগলো। আর এই ধরনের ঘটনা সবার হাসা হাসি করাটাই স্বাভাবিক। আপনি মনে হয় প্রথমে পরিচিতি মূলক পোস্ট করলে ভাল হত।
আপনার সাথে ঘটে যাওয়া, স্কুল জীবনের তিক্ত অভিজ্ঞতা বেশ দুঃখ এবং মজার দুইটাই ছিল। ক্লাস ক্যাপ্টেনরা নিজের দায়িত্ব সহকারে শিক্ষকদের বেত খুব ভালো করে আনতে পারতেন। খুবই দুঃখজনক ঘটনা যে নিজের সম্মান নিয়ে টান পারাপারি বেধে গিয়েছিল। তবে স্কুল জীবনে এরকম অনেক কিছুই হতে পারে। তবে অভিজ্ঞতাটা আপনার তিক্ত ছিল। স্কুল জীবনে এমন তিক্ত অভিজ্ঞতা কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি আমার বাংলা ব্লগের মেম্বার না হওয়া অব্দি
কোনো ধরনের কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন না। আমার বাংলা ব্লগের মেম্বার হতে গেলে শুরুতেই একটি পরীক্ষামূলক পোস্ট লিখতে হবে।
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের কমিউনিটি discord এ link 👇
https://discord.gg/5aYe6e6nMW
বাংলাদেশ এডমিন @hafizullah কে অনেক ধন্যবাদ!!! নির্দেশিকার- কোথাও অবশ্যই মেম্বার হতে হবে, এই কথা উল্লেখ না করার জন্য।
এখন যদি আমাকে কন্টেস্ট থেকে বাদ দেয়া হয়, তা হবে অত্যন্ত দুঃখজনক এবং নিয়মের পরিপন্থী।
....................
আপনার ঘটনাটি সত্যি অনেক তিক্ততার।মান সম্মান নিয়ে টানাটানি অবস্থা প্রায়।তবে মার খাওয়া থেকে এজন্যই বেঁচে গিয়েছিলেন সেদিন।আর ক্লাস ক্যাপ্টেন এর এই বেত আনার ঘটনা সত্যি এই কাজটি ক্যাপ্টেনরা বেশ আনন্দের সাথেই করে থাকে।আর ঐ দিন এর অভিজ্ঞতা টি বেশ কষ্টকর ছিল আপনার জন্য।তার জন্য পরে আপনাকে নিয়ে স্কুলে সবাই হাসাহাসি করেছে। আপনার লেখাটি সব মিলিয়ে ভালো ছিল ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এই ধরনের তিক্ততার একটা ঘটনা কিছুদিন আগেই আমার স্কুলে হয়েছিল। আমি স্কুলের এক ছাত্রকে কান ধরে উঠবস করতে বলেছিলাম আর তখনই ঘটে গেল সেই ঘটনাটা। কান ধরে উঠবস করতে করতেই তার প্যান্টের সেলাই ফেঁসে গেল। সাথে সাথে ছাত্রটি কান্না শুরু করে দিল কি করব ভাবতে পারছিলাম না অবশেষে আমি তাদের বাড়ি থেকে একটা প্যান্ট নিয়ে এসে তাকে পরিয়ে দিলাম।
আসলে ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি মেম্বার হবার জন্য আপনাকে প্রথমেই পরিচিতি মূলক একটা পোস্ট করতে হবে।
সত্যি ভাইয়া আপনার স্কুলের জীবনের ঘটনা সত্যিই অনেক তিক্তদায়ক। ক্লাস ক্যাপ্টেন তার কাজগুলো অনেক ভালো ভাবে পালন করতো। তবে আপনার একটা কথা অনেক ভালো লেগেছে আপনি গণিতের হোমওয়ার্ক কখনো মিস করতেন না ।আরো ভালো লাগল আপনার প্যান্টের পিছনের সেলাই বরাবর পুরোটা ছিঁড়ে গেছে দেখে পোলাপানের হাসি আর থামছে না। আসলে স্কুল জীবনে এরকম ঘটনা সবারই কমবেশি ঘটে থাকে।
ভাই খুব খারাপ লাগল যদিও আমার সাথে এটা ৩বার হয়েছে।তবে আমার সাথে হয়েছে খেলতে গিয়ে।তাই আমি আপনার অনুভূতি বুঝতে পারছি।ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
আপনার ঘটনাটি সত্যিই তৃক্ত । সাথে এর মত লজ্জাজনক ঘটনা আর কি হয় বলুন। কিন্তু স্কুল জীবনে এরকমটা প্রায় অনেকের সাথে হয়েছে। আমাদের সাথে এরকম না হলেও অন্যভাবে হলেও কিছু খারাপ তো হয়েছে। তবে আপনি গণিতের হোমওয়ার্ক মিস করতেন না এটা দেখে ভালো লাগলো। আর এই ধরনের ঘটনা সবার হাসা হাসি করাটাই স্বাভাবিক। আপনি মনে হয় প্রথমে পরিচিতি মূলক পোস্ট করলে ভাল হত।
আপনার সাথে ঘটে যাওয়া, স্কুল জীবনের তিক্ত অভিজ্ঞতা বেশ দুঃখ এবং মজার দুইটাই ছিল। ক্লাস ক্যাপ্টেনরা নিজের দায়িত্ব সহকারে শিক্ষকদের বেত খুব ভালো করে আনতে পারতেন। খুবই দুঃখজনক ঘটনা যে নিজের সম্মান নিয়ে টান পারাপারি বেধে গিয়েছিল। তবে স্কুল জীবনে এরকম অনেক কিছুই হতে পারে। তবে অভিজ্ঞতাটা আপনার তিক্ত ছিল। স্কুল জীবনে এমন তিক্ত অভিজ্ঞতা কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।