You are viewing a single comment's thread from:

RE: || হেলথ ইজ ওয়েলথ - কথাটির সারমর্ম এ ক'দিনে বোঝা গেলো ||

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রথমে আপনার ছোট বোনের চোখের পাওয়ার কম হওয়ায় আপনাদের যে হতাশা সেজন্য খুবই খারাপ লাগছে। তবে এইখানে আপনাদের যথেষ্ট ভুল ছিল প্রথম থেকে এই ব্যাপারে যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত ছিল তাহলে হয়তো এই পর্যন্ত সমস্যা হত না। কিছুদিন আগে আমার মেয়েরও সামান্য মাথা ব্যাথা এবং চোখে ঝাপসা দেখার মত সমস্যা আমিও ডাক্তার দেখিয়েছি এবং সেখানেও আমার মেয়ের ০.৫০ পাওয়ার কমে গিয়েছে দুচোখে। যাইহোক ডাক্তার বলেছে এটা এমন কোন ব্যাপার নয় তবে আরো কমতে পারে পাওয়ার যতটুক হয়েছে তা কারেকশন হওয়ার কোন সুযোগ নেই। আর এই জন্যই যথাযথভাবে চশমার ব্যবহার বাড়াতে হবে। তাই আপনার বোনের ব্যাপারেও চশমার ব্যবহারটা কন্টিনিউ করবেন আশা করি সামনের দিকে এর চেয়ে খারাপ আর নাও হতে পারে।

Sort:  
 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ঠিকই বলেছেন, আমাদের সচেতন হওয়ার আরো দরকার ছিল, আমরা বুঝতে পারিনি ওর সমস্যাটা। কারণ ও নিজেও খুব চুপচাপ। যাইহোক মন্তব্য রাখার জন্যে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55290.41
ETH 2357.13
USDT 1.00
SBD 2.32