You are viewing a single comment's thread from:
RE: 'ভয় নিয়ে বেঁচে থাকা, অল্প সময়ের মধ্যেই মৃত্যু!' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]
অসাধারণ একটি ব্লগ লিখেছেনঃ আপু। আপনি ঠিকই বলেছেন ভয় পেলে জীবনে কোন কিছু কখনো জয় করা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ভয়কে বাইরে রেখে নিজের জীবন সংগ্রামে এগিয়ে যাওয়া।
'ভয়', এই অযৌক্তিক শব্দের ওজন অসহনীয়। এই শব্দ আমাদের কাছে মৃত বলে মনে হবে, কিন্তু এটি আমাদের ভিতরে বাস করে এবং শ্বাসও নেয়। দুটি পরস্পরবিরোধী উপাদান কখনই একসাথে থাকতে পারে না, যেমন 'জীবন' এবং 'ভয়'। বেঁচে থাকার জন্য একজন কে বেঁচে থাকবে হবে এবং আরেকজনকে মরতে হবে।
এই কথাগুলো আপনি যেভাবে ভেবেছেন কখনও এভাবে আমরা চিন্তাও করিনি। কতটুক প্রতিভা থাকলে মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখতে পারে। আপনার অসাধারণ প্রতিভা দেখে আমি মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া।