RE: রহস্যগল্প 'মাশরুম" - পর্ব ০৩ [শেষ পর্ব]
ধন্যবাদ দাদা এরকম একটি কল্পকাহিনী আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই কল্পকাহিনী থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটি হল ডাক্তার সোম এখানে অতিসংবেদনশীল ভয়ঙ্কর রক্তখেকো মাসুরুমকে মাস্টারপিস বলে অভিহিত করেছেন। ভয়ানক মাশরুম টি তার শিকারকে সুন্দর মিষ্টি গন্ধ দ্বারা আকৃষ্ট করে কাছে ডেকে আনে আর তারই শিকার হয়েছিলেন মিস্টার বালাপোরিয়া।
এখানে আমি আরো যেটা বুঝতে পেরেছি তা হলো ডাক্তার সোম একজন আমেরিকা ফেরত বৈজ্ঞানিক তিনি মাশরুমের জীনতত্ত্ব নিয়ে কাজ করছেন। তিনি বিভিন্ন রকম মাশরুমের জিনোম সিকোয়েন্স চেঞ্জ করে এই মাস্টারপিস মাশরুম কে আবিষ্কার করেন যা অত্যন্ত ভয়ানক ছিল। মধ্যপ্রদেশের সরকারের প্রতিনিধি মিস্টার বালাপোরিয়া ভিজিট করতে এসে ডাক্তার সোমের বার বার বারণ করা সত্ত্বেও অতি উৎসাহিত হয়ে তিনি এই ভয়ানক মাশরুমটির মধ্যে পড়ে থাকা গিনিপিগ এর লোম স্পর্শ করেছিলেন বলেই তিনি তার মৃত্যুকে ডেকে এনেছিলেন। যদিও তিনি বারবার এটি ভালো করে দেখার চেষ্টা করেছিলেন এবং এর রহস্য উদঘাটনের চেষ্টা করেছিলেন। তবে এখানে অতি আশ্চর্যজনক বিষয় হচ্ছে মিস্টার বালাপোরিয়া অতি উৎসাহিত হয়ে এই মাশরুম টিকে স্পর্শ করায় তার মৃত্যুর কারণে আমরাও এই ভয়ানক মাশরুম টির সম্পর্কে জানতে পারলাম। যেটা গল্পের কোথাও ডাক্তার সোম উল্লেখ করেন নাই।