Power Up // টার্গেট ডিসেম্বর ১০০ পাওয়ার বৃদ্ধি || আমার অংশগ্রহণ (১০% পে-আউট লাজুক খ্যাক-কে)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম"

স্টিমিটে আমার সহযোদ্ধারা, আশা করি আপনারা সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আর সেটি হল "পাওয়ার আপ" "পাওয়ার আপ" "পাওয়ার আপ"। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। আমি "টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি" এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

received_624082495460189.jpeg

স্টিম পাওয়ার নিয়ে একটু না বললেই নয়, আমি স্টিমিটে যতদিন ধরে কাজ করছি সেই সামান্য অভিজ্ঞতার আলোকে আমি যেটা বুঝি সেটি হল স্টিম পাওয়ার একটি সঞ্চয় বা আমানত। যেমন আমরা ব্যাংকে ভবিষ্যতের জন্য অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রাখি এবং সেখান থেকে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার বা করার উদ্দেশ্যে। ঠিক স্টিম পাওয়ার এরকম একটি সঞ্চয় যা দিয়ে আমি আমার একাউন্টেকে একটি শক্তিশালী ভোটিং পাওয়ারে রূপান্তরিত করতে পারি। এবং যা আমাকে ভবিষ্যতেও আরো ভালো কিছু করার জন্য সবসময় সাপোর্ট দিবে। আর এই জন্যেই এরই ধারাবাহিকতায় আমিও সিদ্ধান্ত নিয়েছি এরকম প্রতি সপ্তাহে অল্প অল্প করে আমি আমার একাউন্টের স্টিম গুলোকে স্টিম পাওয়ারে পরিনত করব যাতে আমার একাউন্টকে একটি শক্তিশালী একাউন্টে পরিণত করতে পারি।

আমি প্রতি সপ্তাহে আমার লক্ষ্য নির্ধারণ কে সামনে রেখে আমার লক্ষ্য পূরণ করতে যা প্রয়োজন সেটা অনুযায়ী আমি স্টিম পাওয়ারে পরিনত করার চেষ্টা করছি।

আমি আজকে আমার স্টিমিট অ্যাকাউন্টে থাকা ১০০ সিস্টেমকে স্টিম পাওয়ার এ পরিণত করেছি যা আমি আপনাদেরকে নিচে দেখানোর চেষ্টা করেছি।

পাওয়ার আপ করার পূর্বেঃ

IMG_20211201_132214.jpg

স্টিম পাওয়ার আপ করার পূর্বে আমার স্ট্রিম এর পরিমাণ ছিল ১০৫.২০৬।

স্টিম পাওয়ার আপ করার পূর্বে আমার মোট স্টিম পাওয়ার এর পরিমাণ ছিল ৮৩৯.৩১০।

পাওয়ার আপ সম্পূর্ণ হওয়ার পরেঃ

IMG_20211201_132319.jpg

১০০ স্টিম পাওয়ার আপ করার পরে আমার মোট স্টিম পাওয়ার এর পরিমাণ হল ৯৩৯.৩১০।

সবশেষে আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনারা যারা স্টিমিট এ দীর্ঘদিন ধরে কাজ করার মনোভাব নিয়ে এসেছেন তারা অবশ্যই আমার মত এরকম পাওয়ার আপ এ অংশগ্রহণ করে আপনি আপনার নিজের একাউন্টে একটি শক্তিশালী একাউন্টে পরিণত করেন যেখান থেকে আপনি ভালো একটা সাপোর্ট আশা করতে পারেন।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসডেস্কটপ কম্পিউটার
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
Sort:  
 4 years ago 

পাওয়ার আপ করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি সেই কাজটি করছেন। আমিও পাওয়ার আপ করতে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার আপ করাকে সাধুবাদ জানায়।♥️♥️

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

 4 years ago 

পাওয়ার আপ করাকে আমি সবসময় সাপোর্ট করি। কারণ এটি করা মানে আপনি আপনার সক্ষমতা বৃদ্ধি করছেন। আশা করি আপনি এই কাজটি প্রতি সপ্তাহে চালিয়ে যাবেন।

 4 years ago 

ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। দোয়া করবেন সব সময়, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার শক্তি অর্জন করছেন। আর আপনার পাওয়ার আপ দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন এতে আপনার অনেকটাই শক্তি বেড়েছে।

 4 years ago 

চেষ্টা করছি ভাই। আরো চেষ্টা অব্যহত থাকবে।অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 4 years ago 

ভাইয়া অনেক ভালো একটা কাজ করেছেন। এভাবেই এগিয়ে চলুন। আমরাও পাওয়ার আপ ভালোবাসি। অনেক অনেক শুভ কামনা রইলো ভাইয়া

 4 years ago 

খুব ভালো লেগেছে আপনার মন্তব্যটি দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 4 years ago 

স্টিমিট প্লাটফর্মে নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আপনি খুব সুন্দর ভাবে পাওয়ার আপ করার বিষয়টি তুলে ধরেছেন। প্রতি সপ্তাহে এভাবে পাওয়ার আপ করতে থাকলে একদিন সফল হতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

জি ভাই চেষ্টা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ভবিষ্যতে আরো ভালো ভালো পাওয়ার আপ করার পরিকল্পনা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

একাউন্টঃ @alauddinpabel
পাওয়ার বৃদ্ধিঃ =11.919%

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107514.50
ETH 3715.70
USDT 1.00
SBD 0.56