"বন্ধু" নাটকের রিভিউ // রিভিউড বাই @alauddinpabel (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

স্টিমিটের সহযোদ্ধারা

আসসালামুয়ালাইকুম ,আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়।

আজকে আমি আপনাদের সামনে একটি নাটকে রিভিউ উপস্থাপন করতে যাচ্ছি। যদিও আমি তেমন একটা মুভি বা নাটককের রিভিউ করি না কিন্তু আজকে এই নাটকটি দেখে আমার কেন জানি মন চাচ্ছিল যে এই নাটকের একটা রিভিউ করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো যা চিন্তা করলাম তাই করলাম একটি রিভিউ তৈরি করলাম এবং সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো এখন।

⭐⭐ নাটকের রিভিউ⭐⭐

Screenshot_2022-06-12-17-04-55-860_com.google.android.youtube.jpg

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

নাটকের নামবন্ধু
পরিচালকমাসুম শাহরিয়ার।
অভিনয়আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, ফারজানা চুমকি ও শহীদুজ্জামানসেলিম সহ আরো অনেকে।
দৈর্ঘ্য৫৪:৫৪ মিনিট।
ধরনবাস্তবধর্মী ।
ভাষাবাংলা।
মুক্তির তারিখ০৭.০১.২০২২ইং।

নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু

Screenshot_2022-06-12-16-47-53-621_com.google.android.youtube.jpg

নাটকের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি শহীদুজ্জামান সেলিম ওরফে ইমতিয়াজ শাহেব সকালবেলায় অফিসে যাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে তার স্ত্রীকে একটি পাখির নামে ডাকছে এবং তার মানে খুবই আনন্দ ফুর্তি দেখা যাচ্ছিল। কিন্তু তার স্ত্রী ওই পাখির নামটি পছন্দ হচ্ছিল না। সে অনেক ফুর্তি এবং ফুরফুরা মেজাজে সকালবেলায় অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে এবং প্রতিদিন তার মেয়েকে স্কুলে দিয়ে যায় আজকে তার একটু দেরি হয়ে গিয়েছে তাই আর তার মেয়েকে নিয়ে স্কুলে যায়নি। তাড়াহুড়ো করে যাওয়ার সময় তার মোবাইলটা বাসায় ডাইনিং টেবিলের উপরে রেখে অফিসে চলে যায়। এদিকে ইমতিয়াজ সাহেবের মোবাইলে একটি কল আসে, কলটি রিসিভ করে তার ছোট্ট মেয়ে তারপর তার মেয়ে থেকে তার স্ত্রী ফোনটি ধরে আর এই ফোনটি করেছিল একটি বীমা কোম্পানির প্রতিনিধি মেহেজাবিন ওরফে নমনী।

Screenshot_2022-06-12-16-48-14-377_com.google.android.youtube.jpg

এই ফোনের মাধ্যমে তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যদিও ফোনটি করেছিল একজন বীমা কোম্পানির প্রতিনিধি একটি মেয়ে কিন্তু তারা সেটা বুঝতে না পেরে ইমতিয়াজ সাহেবকে সন্দেহ করা শুরু করলো। এদিকে ইমতিয়াজ সাহেব অফিসে গিয়ে অফিসের সেই মেয়েটি আগে থেকেই এসে বসে রয়েছে শুধুমাত্র একটা বীমা করানোর জন্য, কিন্তু ইমতিয়াজ সাহেব মেয়েটিকে বীমা করানোর সুযোগ দিচ্ছিল না, বিভিন্ন কথাবার্তা বলে সময় কাটিয়ে দিচ্ছিল। এদিকে ইমতিয়াজ সাহেবের বাসায় তার স্ত্রী এবং তার শ্যালক মিলে এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তার স্ত্রী এই বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেয় তার ভাই আরফান নিশো ওরপে তপুকে।

Screenshot_2022-06-12-16-50-17-649_com.google.android.youtube.jpg

এরপর তপু মেহেজাবিন ওরফে নমনীর নাম্বারে ফোন দিতে থাকে। এদিকে নমনী ফোন ধরে তপুকে কিছুটা রাগান্বিত হয়ে ফোন দিতে না করে কিন্তু ওই সময়ে নমনী ইমতিয়াজ সাহেবের অফিসে ইমতিয়াজ সাহেবের সামনে বসেছিল। ইমতিয়াজ সাহেব নমনীর মোবাইলে বারবার ফোন আসছে দেখে সে নমনী থেকে মোবাইলটা নিয়ে তপুকে অনেক বকাবকি করে কিন্তু ইমতিয়াজ সাহেব জানত না যে ফোনের ওই পারে তার শ্যালক তপু। এই ঘটনাটা ঘটার পর তপু তার দুলাভাই এর কন্ঠ শুনতে পেয়ে চিনতে পারে এবং বিষয়টি আরো জটিল হয়ে ওঠে। এবং তাদের ভাইবোনের মধ্যে এই বিষয়টি নিয়ে আরও বেশি সন্দেহ তৈরি হয়।

Screenshot_2022-06-12-16-50-28-823_com.google.android.youtube.jpg

Screenshot_2022-06-12-16-51-15-297_com.google.android.youtube.jpg

এদিকে পরেরদিন ইমতিয়াজ সাহেবের স্ত্রী এবং তার শ্যালক ইমতিয়াজ সাহেবকে এ বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন করে এবং বিষয়টি সম্পর্কে তার কাছ থেকে জানতে চায় এক পর্যায়ে মেয়েটিকে তাদের বাসায় আসতে বাধ্য করে ইমতিয়াজ সাহেবকে বলার জন্য। ইমতিয়াজ সাহেব পরিস্থিতি খারাপ দেখে নমনীকে ফোন দিয়ে আসতে বলে। এদিকে নমনী ফোন পেয়ে একটু চিন্তায় পড়ে যায় এবং সে তার বান্ধবীর সাথে বিষয়টি শেয়ার করে তারপর ইমতিয়াজ সাহেবের বাসায় আসে। তারপর তপু মেয়েটিকে বিষয়টির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ভালো-মন্দ বিচার বিশ্লেষণ না করে মেয়েটিকে অনেক অপমান অপদস্ত করে। এতে করে নমনী কান্নাকাটি করতে করতে বাসা থেকে বেরিয়ে যায় এবং সে অফিসে গিয়ে তার সিনিয়র বসকে বলে যে সে আর চাকরি করবে না সে এই কষ্ট সহ্য করতে পারছে না।

Screenshot_2022-06-12-16-56-42-083_com.google.android.youtube.jpg

Screenshot_2022-06-12-16-58-54-991_com.google.android.youtube.jpg

তার সিনিয়র বস বিষয়টি ভালোভাবে শুনে তাকে আশ্বস্ত করে এবং অনেক বুঝিয়ে চাকরিতে থাকার পরামর্শ দেয় এবং তাকে সময় নিতে বলে। নমনী তার সিনিয়র বসের কথা শুনে চাকরি না চেড়ে এই অপমানকে তার হাতিয়ার ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে এক পর্যায়ে ইমতিয়াজ সাহেবের অফিসে গিয়ে তার পলিসি করতে সক্ষম হয়। নমনী যখন ইমতিয়াজ সাহেবের পলিসি শেষ করে তার অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তার অফিসের বাইরে তপুর সামনে আবার পড়ে যায়। তপু বিষয়টি দেখে তাকে প্রশ্ন করে কেন সেখানে এসেছে এবং কি চায় কেন সে তাদের কথা শুনলোনা এ বিষয় নিয়ে তাকে আবার অনেক ফোর্স করতে থাকে। একটা পর্যায়ে নমনী তাকে বলে সকল মানুষকে এই জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, আমাকেও তাই করতে হয়। আপনার অপমানের জন্য আমার ঘরে বসে থাকলে আমার তো পেট চলবে না।

Screenshot_2022-06-12-17-01-10-181_com.google.android.youtube.jpg

এই বল সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তপু কিছুটা বিচলিত হয়ে বিষয়টি ভাবতে থাকে এবং তার কিছুটা অনুশোচনা হতে থাকে। এদিকে তার বোন ও তপুকে মেয়েটির সাথে এতটা খারাপ ব্যবহার করার জন্য অনুশোচনা করে এবং তপুকে বলে কাজটা ভালো করা হয়নি। যাইহোক এই ঘটনার পরে নমনী তার চাকরিতে সফলতা আসে এবং সে এক পর্যায়ে ইমতিয়াজ সাহেবের অনেক বড় প্রজেক্ট এর দায়িত্ব পেয়ে যায় এবং আস্তে আস্তে তার জীবনের পরিবর্তন ঘটতে থাকে। একটা পর্যায়ে সে যে ফিল্ডওয়ার্কার ছিল সেখান থেকে প্রমোশন পেয়ে যায়। এভাবে চলতে চলতে দীর্ঘ চার বছর পর সে বীমা কোম্পানির আইডল হিসেবে নির্বাচিত হয় এবং তাকে সংবর্ধনা দেওয়া হয়। আসলে নমনী খুবই খুবই গরিব পরিবারের সন্তান ছিল এবং সে সব সময় তার বাবার একটি কথায় এই জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিল।

Screenshot_2022-06-12-17-07-19-145_com.google.android.youtube.jpg

Screenshot_2022-06-12-17-08-03-914_com.google.android.youtube.jpg

হঠাৎ করে একদিন নমনীর ফোনে ফোন আসে যে ইমটিয়াজ শাহেব অনেক অসুস্থ এটা জানতে পারার পর সেই ইমতিয়াজ সাহেবকে দেখার জন্য হসপিটালে ছুটে যায় এবং সেখানে ইমতিয়াজ সাহেবের শ্যালক তপু এবং তার স্ত্রী হাসপাতালের সামনে বসে তার স্ত্রী কান্না করছিল সেটা দেখে নমনী তাদেরকে সান্তনা দিলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাদেরকে সবরকম সহায়তার আশ্বাস দিল। কিন্তু কোনভাবেই ইমতিয়াজ সাহেবকে আর বাঁচানো গেল না। এরপর ও নমনী তাদের পাশে দাঁড়ালো এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাদেরকে সব রকম সহায়তা দিয়ে তার দায়িত্ব পালন করার চেষ্টা করলো। এরপর তপু নমনীকে যে অপমান অপদস্থ করেছিল সে তার ভুল বুঝতে পেরে নমনীর কাছে বারবার ক্ষমা চাচ্ছিল এবং একটা পর্যায়ে নমনীয় এবং তপুর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরী হলো। মূলত নবনী একটা ভালো বন্ধু হিসেবে ইমতিয়াজ সাহেবের পরিবারের পাশে বন্ধুর মতো দাঁড়ালো।

Screenshot_2022-06-12-17-10-12-821_com.google.android.youtube.jpg

Screenshot_2022-06-12-17-11-25-357_com.google.android.youtube.jpg

সবগুলো ছবি স্ক্রিনসট এর মাধ্যমে করা।

ব্যক্তিগত মতামত

এই নাটকটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হলো এই নাটকে কিন্তু আমাদের অনেক অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি শিক্ষণীয় বিষয় গুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আসলে প্রথমত হচ্ছে কাউকে কোন বিষয়ে ভালোভাবে না জেনে সন্দেহ করা এটা অনেক বড় একটি সমস্যা তৈরি হয় এর কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তাই এই নাটকের অংশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

দ্বিতীয়ত হচ্ছে, যেই ঘটনা ঘটুক না কেন মাথা গরম না করে বা কাউকে অপমান অপদস্থ না করে ভালোভাবে এর একটা সমাধান করা উচিত ছিল তপুর। কিন্তু তপু সেটা করেনি, না করে মেয়েটিকে অনেক অপমান অপদস্থ করেছিল এতে করে নমনী অনেক কষ্ট পেয়েছিল।
তৃতীয় হচ্ছে কাজ করতে গেলে কোন কাজ কে ছোট করে দেখা উচিত না এবং কাজ করতে গেলে বার বার ব্যর্থতা আসবে। সেই ব্যর্থতায় ভেঙ্গে না পড়ে নিজেকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে তাহলেই সফলতা আসবে। এখানে নমনী বার বার ভেঙে পড়েছিল কিন্তু তার সিনিয়র বসের উৎসাহ ও অনুপ্রেরণা সে তার সফলতা ফিরে পেয়েছে। যদিও এই ক্ষেত্রে তপুর অপমান তার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। এইজন্য সে তপু কে ধন্যবাদ জানিয়ে ছিল।

পাশাপাশি আমাদের সকলেরই জীবনের কোন নিশ্চয়তা নেই তাই আমাদের প্রত্যেকেরই বিপদ-আপদের কথা চিন্তা করে সব সময় কিছু সঞ্চয় করে রাখা উচিত অথবা আমাদের এরকম একটা ইন্সুরেন্স পলিসি করে রাখা উচিত যাতে করে ভবিষ্যতের এর থেকে আমরা অনেক বড় একটা সাপোর্ট আশা করতে পারি।

আমার ব্যক্তিগত রেটিং

আমি নাটকটিকে ৯.৫/১০ দিলাম।

সম্পূর্ণ নাটকের লিংক

ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই নাটকটির রিভিউ পড়ে মন্তব্য করতে ভুলবেন না। রিভিউটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

শুভেচ্ছান্তে,@alauddinpabel
আমি আলাউদ্দিন পাবেল।
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 থেকে।
তারিখঃ ১২-০৬-২০২২ইং

Sort:  
 2 years ago 

এই নাটকটি আমি অনেক আগেই দেখেছিলাম। খুবই দারুণ একটি নাটক। মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কাউকে না জেনে এভাবে সন্দেহ করে পিছনে পড়ে থেকে অনেক বড় সমস্যার সৃষ্টি করেছে।

তবে শেষের কাহীনিটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ জেনে খুব খুশি হলাম আমার নাটকের রিভিউটি আপনার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

ভাই আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট করছেন আমাদের মাঝে। আসলে মেহেজাবিন ও আফরান নিশোর অনেক চমৎকার একটি নাটক। তাদের নাটক মাঝে মাঝে দেখা হয় তবে আজ এই নাটকটি আপনি শেয়ার করেছেন এটি সম্পর্কে এখনো কোনো ধারণা আমার কাছে নেই। কারণ এখন এই নাটকটি দেখা হয়নি। আপনার কাছ থেকে পড়ে ভাল লাগল সময় পেলে দেখে নেব।

 2 years ago 

অবশ্যই সময় পেলে দেখে নেবেন খুবই চমৎকার একটি নাটক এবং এই নাটকের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে সক্ষম হব। ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে রিভিউ পোস্ট টি পড়ার জন্য।

 2 years ago 

আমার কাছে নাটকটি একদম নতুন লাগলো ভাইয়া। এর আগে কখনো এই নাটক আমার দেখা হয়নি। নাটকের পুরো কাহিনী পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি অবশ্য এই নাটকটি দেখার চেষ্টা করব ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু নাটকটি আমার কাছেও অনেক নতুন লেগেছে কারণ এই নাটকে বেশ কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদেরকে আমাদের জীবন গড়তে অনেক ভূমিকা রাখবে।

 2 years ago 

আসলে নাটকটা অনেক শিক্ষণীয়। এই নাটক থেকে আমরা শিক্ষা নিতে পারবো, পুরো ঘটনা না জেনে কাউকে সন্দেহ করা উচিত নয়। এবং সব পরিস্থিতি মাথা গরম না করে ঠান্ডা মাথায় সামাল দিতে হয়।
নাটকটি আমার দেখা হয়নি আপনি চমৎকারভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি আপু অবশ্যই সময় পেলে নাটকটি দেখে নেবেন। একদম ঠিকই বলেছেন অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারবো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বন্ধু" নাটকের রিভিউ দেখে ভালো লাগলো। যদিও এখনো নাটকটি দেখিনি। আপনার রিভিউ দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আর টাইটেল এ বানান ঠিক করে নিয়েন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আমার রিভিউটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশি হলাম ভাই। সময় করে নাটকটি দেখে নিবেন আশাকরি ভাল লাগবে ধন্যবাদ আপনাকে।

সন্দেহ বর্তমান যুগের মারণাস্ত্র। নিমিষেই বন্ধুত্ব ,পরিবার ,পরিবেশ ,সবকিছু ধ্বংস করে দিতে পারে। তাই এমন মারণাস্ত্র মনে তৈরি হওয়ার আগেই। যাচাই-বাছাই নামক অস্ত্র ব্যবহার করা উচিত।

 2 years ago 

একদম যথার্থ কথা বলেছেন নজরুল ভাই সন্দেহ নামক মারণাস্ত্রটি আসার আগেই যাচাই-বাছাই নামক অস্ত্র দিয়ে তাকে একদম নিঃশেষ করে দিতে হবে। অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে বিষয়টি চমৎকার ভাবে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

মেহজাবিন আর নিসো বরাবরই আমার কাছে খুবই প্রিয়, তাদের দুজন এর নাটক আমার কাছে দারুণ লাগে। তবে বন্ধু নাটকটি এখনো দেখা হয় নি। আসলে সময় হয়ে ওঠে না মুভি দেখার পর নাটক দেখার৷ যাইহোক অনেক সুন্দর করে গুছিয়ে পুরো রিভিউটি উপস্থাপন করলেন। ধন্যবাদ।

 2 years ago 

আমার নাটকের রিভিউটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আরো খুশি হব সময় করে দেখে নিবেন আশাকরি অনেক ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন নিশো এবং মেহজাবিন এই দুটো কেরেক্টারের নাটক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব শীঘ্রই নাটকটি দেখব আশা করি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমারি নাটকের ভিডিওটির মাধ্যমে আপনাকে নাটকটি প্রতি আকৃষ্ট করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ সময় করে নাটকটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভালো নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর রিভিউ দেখে আমার খুবই ভালো লেগেছে। পুনরায় এমন রিভিউ আমি পেতে চাই।

 2 years ago 

জি ভাই আপনাদের এত এত উৎসাহ ও অনুপ্রেরণা রিভিউ না দিয়ে কি আর থাকতে পারব। আশা করি আরো ভালো ভালো রিভূ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে আমাদের ভেতর সন্দেহ নামক ভূত খুব তাড়াতাড়ি ঢুকে যায় যা ক্ষতি করে বসে খুব তাড়াতাড়ি। আর মাথা গরমের বিষয়টি আমার ক্ষেত্রেও ঘটে, খুব চেষ্টা করি সামলাতে কিন্তু পারিনা। নাটকের রিভিউ চমৎকার ছিল ভাই।
শেখার অনেক কিছু আছে এখানে।
ধন্যবাদ ভাই।
দোয়া রইল 🥀

 2 years ago 

আসলে ভাই মাথা গরম থাকলে তখন কোন কিছুই মাথার মধ্যে থাকে না কোন একটা অঘটন ঘটিয়ে ফেলি। এটা খুবই খারাপ একটি ব্যাপার। নাটকের রিভিউটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনি ঠিকই বলেছেন অনেক কিছু শিখার আছে এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43