কবিতা আবৃত্তি // তনুজা বৌদির স্বরচিত কবিতা"প্রিয় রবি ঠাকুর"।

in আমার বাংলা ব্লগ2 years ago

স্টিমিটের সহযোদ্ধারা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি। সবাইকে রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।

আমরা সকলেই জানি গতকালকে আমাদের সবার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী চলে গেল। গতকাল @tanuja বৌদির স্বরচিত একটি কবিতা পোস্ট আকারে আমাদের মাঝে শেয়ার করেছিলেন সেই কবিতাটি পড়ে আমি নিজেও অনেক মুগ্ধ হয়ে যাই এবং সিদ্ধান্ত নিই যে আজকে এ কবিতাটি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়েছি , আশা করি আমার আজকের এই কবিতা আবৃত্তিটি আপনাদের কাছে ভালো লাগবে।

png_20220510_122555_0000.png

আসলে বৌদি তার কবিতাটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হওয়ার মতো। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্ব কবি আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প-উপন্যাস সবগুলোই আমরা অনেকেই পড়েছি এবং আমাদের প্রতিটি জীবন ধারার সাথে প্রত্যেকটা জিনিসের ওতপ্রোতভাবে মিল রয়েছে। চমৎকারভাবে আমাদের জীবনের চলার পথ গুলো তার কবিতা গল্প উপন্যাস এর মাধ্যমে সঠিক পথ আমাদের মাঝে তুলে ধরেছেন যাতে আমরা প্রত্যেকেই অনেক উপকৃত হয়েছি আর এরই ধারাবাহিকতায় আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম বার্ষিকীতে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং সেইসাথে তার জন্য প্রার্থনা জানাচ্ছি।

তাহলে চলুন আমরা কবিতা আবৃত্তিটি শুনে আসি।

কবিতার লিরিক

🌹 প্রিয় রবি ঠাকুর🌹'

______ @tanuja

বইয়ের পাতায় গানের সুরে বাংলার মাটি জুড়ে,
তুমি মিশে আছো কনায় কনায় বাঙালির অন্তরে।
আজও কানে অহরহ বাজে সেই মিঠে রবীন্দ্র সুর,
তোমার পদধ্বনি মিশে শান্তিনিকেতনে ধন্য হয়েছে বোলপুর।
তোমার শব্দে আজও কথা বলে ফুল পাখি গাছ পাতা,
তুমি না শোনালে জানতাম না কভু ওদের আত্মকথা।
ভারতমাতাকে বিশ্বের দ্বারে চিনিয়ে ছিল সেদিন,
ভুলবোনাকো পর জনমে জনমে তোমার অবদানের ঋণ।
তোমার গুণ সাগর যায়না মাপা অক্ষয় তব সৃষ্টি।
জ্ঞান চেতনা বিবেক বুদ্ধি
আলোক বর্ষ দূর - দৃষ্টি।
তোমার কলমের কালিতে লেখা শত শত উপন্যাস গল্প,
পুরো সাহিত্য জুড়ে রয়েছো তুমি নয়তো তা অল্প।
তোমার পরশে বাংলা ভাষা আজও সম্মান,
মরমে মরমে লেখা বাঙালির অমর অমূল্য অবদান।
তোমাকে পেয়েছি পাঠশালায় পড়া সহজ পাঠের ছন্দে,
দুলে দুলে মোরা গাইতাম ছড়া শিশুপাঠ আনন্দে।
সেই থেকে আসো মোদের সঙ্গী গল্প-কবিতা-গানে,
তুমি শিখিয়েছো চলার পথে জীবনের আসল মানে।
বাংলার গর্ব বাঙালির গর্ব সবার বিশ্বকবি,
মোদের হৃদয় আকাশে রবে তুমি সদা একটাই উজ্জ্বল রবি।
Source

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা আবৃত্তিটি শোনার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে।

শুভেচ্ছান্তে,@alauddinpabel
আমি আলাউদ্দিন পাবেল।
নোয়াখালী, চট্টগ্রাম, বাংলাদেশ 🇧🇩 থেকে।
তারিখঃ ১০-০৫-২০২২ ইং

Sort:  
 2 years ago 

ওয়াও তনুজা বৌদি স্বরচিত কবিতা আপনি দারুণভাবে আবৃতি করে আমাদের মাঝে উপস্থাপন করলেন। যেটা শুনে অনেক ভালো লাগলো কবিতা আবৃত্তি শুনতে আমার খুবই ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দিদির কবিতা টা অসাধারন ছিল রবি ঠাকুর আমাদের বাংলার গর্ব তার জন্যই প্রথম নোবেল আসে আমাদের দেশে সাথে আমরাও গরবিত কারন তার জমিদার বাড়ির পাশেই আমাদের বাসা।ধন্যবাদ আপনার আবৃতি দারুন ছিল।

 2 years ago 

রবি ঠাকুর হচ্ছে বাঙ্গালীদের রত্ন রত্না হারিয়ে গিয়েও তার আলো ছড়িয়ে দিয়ে গেছে পুরো বাংলায়। তিনি এমন এক সাহিত্যিক তার বিচরণ সাহিত্যের প্রতিটি পদে পদে রয়েছে।রবি ঠাকুরকে নিয়ে বৌদির অসাধারন একটি কবিতা আমাদের সবাইকে মুগ্ধ করেছে ।বৌদি কবি রবি ঠাকুরকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন এবং তা আপনার কন্ঠে আপনি আমাদের শুনিয়েছেন বিষয়টি অসাধারণ লেগেছে আমার কাছে। বৌদি লেখা আপনার কন্ঠ কম্বিনেশনে আমাদের মাঝে বিষয়টি ফুটে উঠেছে চমৎকারভাবে। এত সুন্দর ভাবে কবিতা টি আমাদের সাথে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

তনুজা বৌদির কবিতাটা বেশ সুন্দর। আপনি খুব সুন্দর করে আবৃত্তি করছেন।বেশ ভালো হয়েছে।ভালো লেগেছে।ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে তনুজা বৌদির স্বরচিত কবিতা"প্রিয় রবি ঠাকুর" কবিতা আবৃত্তি করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ভাই আপনি তো দেখছি অলরাউন্ডার হয়ে গেছেন সব কিছুতেই পারফেক্ট। আপনার কবিতা আবৃত্তি শুনে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসা নিয়েন ভাই। দোয়া রইলো আপনার জন্য

 2 years ago 

আমাদের প্রিয় বৌদির স্বরচিত কবিতা "প্রিয় রবি ঠাকুর"কবিতাটি আপনি অত্যন্ত সুন্দর করে আবৃত্তি করেছেন ভাই। আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। আমাদের বৌদির লিখিত কবিতাটি যেমন অসম্ভব সুন্দর হয়েছে, তেমনি আপনার কবিতাটি আবৃত্তি অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

কবিতা টি সত্যিই দারুন ছিল।আর আপনার আবৃত্তি সেটিকে আরো সুন্দর করে তুলেছে।অসাধারণ হয়েছে ভাই।জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।এরকম ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখুন

 2 years ago 

তোমার গুণ সাগর যায়না মাপা অক্ষয় তব সৃষ্টি।
জ্ঞান চেতনা বিবেক বুদ্ধি
আলোক বর্ষ দূর - দৃষ্টি।

  • বৌদি সবসময় আমাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে।রবি ঠাকুরকে নিয়ে যে কবিতাটি শেয়ার করেছে তাও খুবই চমৎকার ছিল আর আপনি খুব চমৎকারভাবে এই সুন্দর কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দুটো ব্যাপারে বেশ ভালো ছিল। একদিকে বৌদির কবিতা অন্যদিকে আপনার আবৃত্তি সমন্বয় অসাধারণ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতাটি আবৃত্তি করার জন্য।
 2 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা তনু জগদীশ কবিতাটি অনেক সুন্দরভাবে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে বেশ ভালই লেগেছিল। কত সুন্দর ভাবে আপনি কবিতাটি কবিতাটি আবৃত্তি করেছেন। এত সুন্দর একটি কবিতা আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60690.86
ETH 2905.70
USDT 1.00
SBD 2.39