এসো নিজে করি // রঙিন কাগজ দিয়ে তৈরি একটি মাছ। (১০% পে-আউট 'লাজুক-খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম"আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি সুস্থ আছি এবং সুন্দরভাবে জীবন যাপন করছি। আজকে আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি একটি "রঙিন কাগজ দিয়ে তৈরি একটি মাছ" উপস্থাপন করতে যাচ্ছি।

আসলে অনেকদিন হয়ে গেল আমি তেমন কোনো ডাই করিনি। আমার ছেলেটা আজকে এমন ভাবে বায়না করল যে ওকে কিছু একটা বানিয়ে দিতেই হবে। তাছাড়া সেই কান্নাকাটি শুরু করলো তখন কি আর করা ছেলেকে শান্ত করার জন্য তাকে বললাম যে ঠিক আছে তুমি বলো আমি তোমাকে কি বানিয়ে দেবো। তখন সে মোবাইল নিয়ে এই মাছটি ইউটিউব থেকে বের করে আমাকে দিলো এটা বানিয়ে দেওয়ার জন্য। কি আর করা যেই কথা সেই কাজ এরপর আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে গেলাম মাছ বানানোর জন্য। আপনারা হয়তো ছবিতে লক্ষ্য করেছেন আমার ছেলেটি মাছটি পেয়েছে এতটা খুশি সে আমার সাথে সেলফি তুলবে এবং সেই খুশিটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম।

IMG_20220320_162823.jpg

তাহলে আমার প্রিয় বন্ধুরা চলুন কিভাবে আমি এই রঙিন কাগজ দিয়ে কিভাবে মাছ তৈরি করেছি তা আপনাদেরকে ধাপে ধাপে উপস্থাপন করি। আশা করি আমার আজকের এই ডাইটি আপনাদের কাছে ভাল লাগবে।

IMG_20220320_155610.jpg

IMG_20220320_155505.jpg

উপকরণ সমূহঃ

  • রঙিন কাগজ (স্কাই ব্লু, বেগুনি, কালো ও সাদা)
  • সাইন পেন
  • কাঠপেন্সিল
  • স্টাপলার মেশিন
  • সিজার
  • সুতা ও
  • ঘাম বা আঠা।

IMG_20220320_172644.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি আকাশী নীল রঙের রঙিন কাগজ নিয়ে এর মাঝখানে দুই ভাগ করে, দুই ভাগটিকে সুন্দর করে ভাঁজ করে নিলাম। এরপর ভাঁজ হয়ে গেলে আমি এক পাশে ঘাম লাগিয়ে দুইটাকে সামনাসামনি জোড়া লাগিয়ে দিলাম। এরপর আমি একটি সুতা দিয়ে ঠিক মাঝখানে এটিকে বেঁধে নিলাম। তারপর আবার দুই পাশ থেকে ঘাম দিয়ে আটকে এটিকে গোল করে তৈরী করে নিলাম। এটি হচ্ছে মাছের মাঝখানের অংশ।

IMG_20220320_170350.jpg

IMG_20220320_170339.jpg

IMG_20220320_170316.jpg

IMG_20220320_170242.jpg

IMG_20220320_170222.jpg

IMG_20220320_170139.jpg

IMG_20220320_170122.jpg

IMG_20220320_170110.jpg

IMG_20220320_170048.jpg

IMG_20220320_170025.jpg

IMG_20220320_164819.jpg

IMG_20220320_164753.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার আমি আরেকটি বেগুনি রংয়ের রঙ্গিন কাগজ নিয়ে ৫X৭ সেন্টিমিটার পরিমাণ কাগজ কেটে নিলাম তারপর প্রথম ধাপের মত করে কাগজটিকে ভাঁজ করে এর মাথায় একটি স্ট্যাপলার পিন মেরে তৈরী করে নিলাম।

IMG_20220320_164735.jpg

IMG_20220320_164645.jpg

IMG_20220320_164619.jpg

IMG_20220320_164601.jpg

তৃতীয় ধাপঃ

এবার আমি আবারও বেগুনি রংয়ের রঙিন কাগজ নিয়ে ৭X৯ সেন্টিমিটার পরিমাণ কাগজ কেটে নিয়ে এরপর পেন্সিল দিয়ে মাছের উপর আরেকটি পাখনা অঙ্কন করে নিলাম। তারপর কেচি দিয়ে সমান করে কেটে নিলাম। এরপর একটি সাইন পেন দিয়ে কিছু দাগ একে দিলাম।

IMG_20220320_164528.jpg

IMG_20220320_164513.jpg

IMG_20220320_164450.jpg

IMG_20220320_164431.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি বেগুনি রংয়ের আরো একটি কাগজ ৫x৫ সেন্টিমিটার পরিমাণ কাগজ কেটে নিয়ে সেখানে মাছের মুখ দেওয়ার জন্য একটি লাভের মত করে অঙ্কন করে নিলাম। এরপর সেই অংকন বরাবর কেচি দিয়ে কেটে নিলাম।

IMG_20220320_164414.jpg

IMG_20220320_164356.jpg

IMG_20220320_164324.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি বেগুনি রংয়ের আরো একটি কাগজ ১৩X১৬ সেন্টিমিটার পরিমাণ কাগজ কেটে নিয়ে এরমধ্যে মাছের লেজ অঙ্কন করে নিলাম। তারপর একটি কেচি দিয়ে সেই অংকন বরাবর কেটে নিলাম। এরপর সাইন পেন দিয়ে কিছু দাগ দিয়ে দিলাম।

IMG_20220320_180001.jpg

IMG_20220320_175711.jpg

IMG_20220320_163353.jpg

IMG_20220320_163331.jpg

ষষ্ঠ ধাপঃ

এবার আমি মাছের চোখ দেওয়ার জন্য ছোট্ট কিছুর সাদা কাগজ ও কালো কাগজ গোল করে কেটে নিলাম এবং ঘাম দিয়ে কালো কাগজটি সাদা কাগজের উপর বসিয়ে মাছের চোখ অঙ্কন করে দিলাম।

IMG_20220320_163309.jpg

চূড়ান্ত ধাপঃ

  • আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমি সবগুলো অংশ আলাদা আলাদা করে তৈরি করে নিয়েছি। এবার আমি অ্যাসেম্বলি করব, তার মানে সবগুলোকে একটা একটা করে অংশ লাগিয়ে পুরো মাছটি তৈরি করব। প্রথমে আমি মাছের গোল বডিটা যেটা তৈরি করেছি সেটা নিয়ে এক এক করে লেজ, পাখনা, মুখ ও চোখটা ঘাম দিয়ে আটকে দিলাম।

IMG_20220320_163252.jpg

IMG_20220320_163227.jpg

IMG_20220320_163202.jpg

IMG_20220320_134058.jpg

IMG_20220320_162823.jpg

  • তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রঙিন কাগজ দিয়ে তৈরি একটি মাছ। আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে।

আমার পোস্টটি দেখে পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ও সাপোর্ট দিতে ভুলবেন না। কারন আপনাদের ভাল ভাল মন্তব্য পেলে এরকম আরো নতুন নতুন কাজ করতে উৎসাহ ও উদ্দীপনা জেগে ওঠে।

সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগএসো নিজে করি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
মেড বাই@alauddinpabel
তারিখ২০-০৩-২০২২ ইং
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের মাছ দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এটা তৈরি করেছেন। এত সুন্দর একটি রঙিন কাগজের মাছ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভিন্ন রকমের একটি মাছ বানিয়েছেন ভাই।রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই মাছটি দারুন ছিল।শুরু থেকে শেষ পর্যন্ত এটি তৈরি করার পদ্ধতি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে মাছটি দারুন লেগেছে জেনে খুবই খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মাছ বানিয়েছেন। আপনার মাছ দেখতে খুব সুন্দর হয়েছে। আমরা রঙিন কাগজ ব্যবহার করে অনেক কিছু বানাতে পারি। আমার কাছে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে অনেক ভালো লাগে। আপনার আজকের ডাই আসলে সত্যিই দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি করেছেন ।রঙ্গিন কাগজের মাছ তৈরি করা আমার খুব ভালো লেগেছে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে মাছ তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। সেই সাথে আপনার সৃজনশীলতা প্রকাশ করিয়েছেন। এত সুন্দর একটি মাছের অরিগামি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজের অনেক রকম কাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এর মধ্যে কিছু ইউনিক কাজ কিছু লোক তুলে ধরে, তেমনি আপনার এ কাজটি খুব ইউনিক হয়েছে। কেননা যে মাছটি আপনি বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে, এটি সম্পূর্ণ ইউনিক। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে বানানো মাছ আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভাই অনেক মুগ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর মাছ তৈরি করা যায় তা আমার আগে জানা ছিল না। আজ আমি আপনার কাছ থেকে নতুন একটি পোস্ট শিখে নিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার মাছটি আপনি দেখে ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম।

 2 years ago 

প্রথম ছবি দুটো দেখে এটা কেমন মাছ সেটা বোঝা যাচ্ছিল না। তবে তিন নম্বর ছবিটা দেখার পর এটা যে একটি মাছের প্রতিকৃতি সেটা বোঝা যাচ্ছে। যাই হোক জিনিসটা চমৎকার বানিয়েছেন। সম্পূর্ণ অন্য ধরনের একটি কাজ হয়েছে এটি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যাক তিন নাম্বার ছবিটি দেখে আপনি মাছের প্রতিকৃতিটা বুঝতে পেরেছেন জেনে আমি আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছটা বেশ ভালো তৈরি করেছেন ভাই। এই ধরনের মাছ বাস্তবে খুব একটা দেখা যায়। মাছ তৈরির প্রতিটা ধাপ সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই বাস্তবে এ ধরনের কোন মাছ দেখা যায় না এগুলো জাস্ট একটু নিজের মতো করে তৈরি করে বিনোদন দেওয়া এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 2 years ago (edited)

ভাই আপনি খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা মাছ চাইলে ওয়ালমেট হিসেবেও ব্যবহার করলে মন্দ হয় না।
আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই মাছটি ওয়ালমেট হিসাবে টাঙ্গিয়ে রাখলে খুবই সুন্দর দেখাবে। অসংখ্য ধন্যবাদ অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছেন। আমি আপনার তৈরি করা এই মাছ খুবই মনোযোগ দিয়ে দেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ভাবে এই মাছ তৈরি করেছেন। অনেকটা সময় নিয়ে এই মাছ তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56963.59
ETH 2355.27
USDT 1.00
SBD 2.38