"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-১৩ // শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি// আমার অংশগ্রহণ।

in আমার বাংলা ব্লগ3 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামুয়ালাইকুম" আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার বাংলা ব্লগ কতৃক আয়োজিত শেয়ার করো বসন্তের সেরা ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি। আমি আজকে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি আশাকরি আপনাদের কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লাগবে। আমি @shuvo35 ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বসন্তের শুরুতে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

কথায় আছে ঋতুরাজ বসন্ত, বসন্ত ঋতুটি আমাদের জন্য খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ নিয়ে আসে। এবং সেইসাথে নিয়ে আসে অনেক সুন্দর সুবাসিত মনমুগ্ধকর ফুল যা আমাদের মন এবং হৃদয়কে ভরে তোলে। ফুল হলো একটি উদ্ভিদের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ। ফুল উদ্ভিদের বংশ বৃদ্ধি এবং ফল উৎপাদনে খুবই কার্যকরী একটি মাধ্যম। ফুল প্রকৃতিকে অপরূপ শোভায় সুবাসিত করে। ফুল ভালোবাসা না পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফুল আমাদের হৃদয়কে উৎসাসিত করে। ফুল আমাদের হৃদয়কে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সহযোগিতা করে। যখন কোথাও দেখি ফুলে ফুলে বাগান তখন মনটা সেখানেই বেঁধে পরে, ছেড়ে যেতে মন চায় না এই ফুলের বাগান। আমি ফুলের পাগল ফুলের ফুলের ভক্ত ফুল ভালোবাসি যেখানে যে ফুলটি দেখি তার সুবাস নেওয়ার চেষ্টা করি।

বন্ধুরা অনেক কথাই বললাম তাহলে চলুন আজকে আমি যে ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা একবার দেখে আসবেন।

১. কাঁটার মুকুট ফুল

IMG_20220301_155845.jpg

কাঁটার মুকুট ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল CROWN OF THORNS.

  • এ ফুলটি দেখতে গোলাকৃতি পাপড়ি এবং এই ফুলের গাছে খুব তীক্ষ্ণ কাটা রয়েছে। এই ফুলের শাখা-প্রশাখা গুলো কম বর্ধনশীল। কিন্তু ফুলটি দেখতে খুবই চমৎকার। তবে ফুলের গাছ থেকে ফুলটি ছিড়তে গেলে একটু ভয় পাবে, কারণ কাটা গুলো খুবই তীক্ষ্ণ। আমার সবচেয়ে পছন্দের প্রিয় ফুলের মধ্যে একটি।

২. ডালিয়া ফুল

IMG_20220301_152157.jpg

IMG_20220301_152317.jpg

ডালিয়া ফুলের বৈশিষ্ট্যঃ
ডালিয়া ফুলের বৈজ্ঞানিক নাম হল Dahlia pinnata.

  • এই ফুলটি আকারে সর্ববৃহৎ ও খুবই আকর্ষণীয় রঙের হয়ে থাকে। সাধারণত এইগুলো অনেক জাতের ফুল রয়েছে। এই ফুলের গঠন পরিবর্তনশীল হয়ে থাকে। এই ফুলের গাছে প্রতি ডাটায় একটি করে মাথা থাকে। ফুলটি দেখতে খুবই আকর্ষণীয় চমৎকার। আমার কাছে সবগুলো ফুলের মধ্যে এটি একটি পছন্দের ফুল।

৩. ফ্লক্স পপস্টার ফুল

IMG_20220301_152505.jpg

IMG_20220301_152616.jpg

ফ্লক্স পপস্টার ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Phlox drummondii.

  • ফুলটি দেখতে খুবই চমৎকার ফুলের গাছ গুলো খুব ছোট ছোট হয়ে থাকে এবং একসাথে অনেকগুলো ফুল গাছ থাকায় সবগুলো ফুল একসাথে ফোটে এবং দেখতে খুব আকর্ষণীয় লাগে। এই ফুলের ও বেশ কয়েকটি জাত রয়েছে। আমার কাছে এ ফুলটি খুবই ভালো লাগে, এটিও আমার পছন্দের ফুলের মধ্যে এটি একটি।

৪. গার্ডেন ভার্বেনা ফুল

IMG_20220301_153641.jpg

গার্ডেন ভারবেনা ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলটির বৈজ্ঞানিক নাম হল Verbena x hybrida.

  • এ ফুলটি দেখতে খুবই চমৎকার। এই ফুলের গাছ গুলো খুবই ছোট আকৃতির হয়ে থাকে এবং একটা ফুলের ডাটায় অনেকগুলো ফুল একসাথে ফুটে তাই দেখতে খুবই চমৎকার লাগে। আমার কাছে ফুলটি ও খুবই ভালো লেগেছে।

৫. জিনিয়া ফুল

IMG_20220301_153755.jpg

জিনিয়া ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলটির বৈজ্ঞানিক নাম হল Desert zinnia.

  • এ ফুলটিও সাধারণত ছোট আকৃতির ফুল হয়ে থাকে একটি ফুলের কাছে অনেকগুলো শাখা-প্রশাখা বের হয় এবং প্রত্যেকটা শাখা-প্রশাখায় একটি একটি করে ফুল থাকে এবং ফুলগুলো সব একসাথে জড়ো হয়ে একটা গোলাকার তৈরি হয়। যার কারণে ফুলটি দেখতে খুবই অসাধারণ লাগে। আমার কাছে এই ফুলটি খুবই ভালো লাগে।

৬. চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220301_153837.jpg

চন্দ্রমল্লিকা ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Chrysanthemum Morifolium.

  • এই ফুলগুলো আকারের দিক থেকে মিডিয়াম হয়ে থাকে। এই ফুলগুলো বেশকিছু সাদা পাপড়ি দ্বারা আবৃত। তাছাড়া এর মাঝখানে হলুদ কালারের আরও কিছু ফুল ফুটেছে যা ফুলটিকে আরো চমৎকার করে তোলে। এই ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলগুলো অনেক রকম জাতের হয়ে থাকে।

৭. কমন জিনিয়া ফুল

IMG_20220301_154016.jpg

কমন জিনিয়া ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Zinnia elegans.

  • এ ফুলটি খুবই কমন সবাই কমবেশি ফুলের সাথে পরিচিত আছেন এ ফুলটি দেখতে খুবই চমৎকার হয়ে থাকে। এই ফুলটি বেশকিছু পাপড়ি দ্বারা সুসজ্জিত সেজন্য একে দেখতে খুবই চমৎকার দেখায়। এ ফুলটি ও আমার খুব পছন্দের তালিকায় রয়েছে।

৮. স্যালভিয়া ফুল

IMG_20220301_154033.jpg

স্যালভিয়া ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Salvia Splendens.

  • এই ফুলের গাছ দুই ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয়। এই ফুলের জোড়ায় জোড়ায় লম্বা বোঁটার মাথায় পাতা হৃদয়াকৃতি। এই ফুল গাছের পাতার কিনারায় মিহি নকশা করা। এই ফুলগুলো নিচের দিক থেকে ফুল ফুটতে ফুটতে ওপরের দিকে যায়। মজার বিষয় হলো এই ফুলগুলো দেখে মনে হয় একটি ফুলের তোড়া।

৯. ক্যালেন্ডুলা ফুল

IMG_20220301_154050.jpg

IMG_20220301_154109.jpg

ক্যালেন্ডুলা ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Calendula officinalis.

  • এই ফুলগুলো গোল চাকতির মতো, চারিদিকে ছোট ছোট অসংখ্য পাপড়ি ও মাঝে পরাগ অবস্থিত থাকে। ফুটন্ত ফুলের সৌন্দর্য বেশ অনেক দিন স্থায়ী থাকে। কাট ফ্লাওয়ার হিসেবে ক্যালেন্ডুলা ব্যবহার উপযোগী। ফুলটি দেখতেও খুবই চমৎকার হয় আমার কাছে ফুলটিও বেশ ভালো লাগে।

১০. পপি ফুল

IMG_20220301_154452.jpg

IMG_20220301_154531.jpg

পপি ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Papaver somniferum.

  • এই ফুলটির দেখতে খুবই চমৎকার। চার পাঁচটি বড় বড় পাপড়ি দ্বারায় ফুলটি আবৃত। এই ফুলের পাপড়ির উপরে কিছু সাদা অংশের ফুলটিকে আরো চমৎকার ভাবে ফুটে তুলেছে। পপি ফুলের ফল দিয়ে সাধারণত নেশা জাতীয় দ্রব্য আফিন তৈরি হয় কিন্তু কিছু কিছু জাতের ফুল আছে যা নিরীহ যেকোনো থেকে এই ফলগুলো আহরণ করা হয় না এ সব ফুল সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয়। এই ফুলটিও আমার কাছে বেশ ভাল লেগেছে দেখতে অসম্ভব সুন্দর লাগে।

১১. গরুর পার্সলে ফুল

IMG_20220301_154558.jpg

গরু পার্সলে ফুলের বৈশিষ্ট্যঃ
ফুলের বৈজ্ঞানিক নাম হল Anthriscus sylvestris.

  • এই ফুলগুলো সাধারণত স্থানীয় উদ্ভিদের মধ্যে একটি, এই ফুলের গাছ গুলো খুবই ছোট হওয়ায় সাধারণত আশেপাশের গর্ত এবং তৃণভূমিতে পাওয়া যায়। এর ফুলগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য নয়। যখন তারা পরিষ্কার নীল বসন্তের আকাশের বিপরীতে সাদা মেঘের মতো দেখা যায় তখন দেখতে খুবই সুন্দর দেখায়। এই ফুলগুলির শক্তিশালী ও মাল্টি সু-ঘ্রাণ রয়েছে এবং পরাগায়নকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

১২. ৰাঙল ফুল

IMG_20220301_155938.jpg

ৰাঙল ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Ixora chinensis.

  • এ ফুল গুলো দেখতে খুবই চমৎকার হয় একসাথে বেশ কয়েকটি ফুল ফোটে যার কারণে ফুলটিকে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়। আমার কাছে ফলটি খুবই ভালো লাগে। ফুল গুলো অনেক জাতের হয়ে থাকে বিভিন্ন রঙের হয়ে থাকে।

১৩. নাগবল্লী ফুল

IMG_20220301_160740.jpg

নাগবল্লী ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Mussaenda.

  • এই ফুলটি দেখতে কিছুটা গাছের পাতার মতই। ফুলের পাপড়ি গুলো খুবই চমৎকার হয় দেখতে। রোদ বা আংশিক ছায়ায় এই ফুলের গাছ তাড়াতাড়ি বেড়ে উঠে। নাগবল্লী বর্ণবৈচিত্র্য তৈরিতে আদর্শ বাগানের জন্য উত্তম এবং সেইসাথে বাগানের সৌন্দর্য বর্ধনে অনেক ভূমিকা পালন করে।

১৪. লান্টানা বা পুটুস ফুল

IMG_20220301_161224.jpg

IMG_20220301_161306.jpg

লান্টানা বা পুটুস ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Lantana camara.

  • এই ফুলের গাছটি অপেক্ষাকৃত অনেক শাখাযুক্ত খাড়া ঝোপঝাড় দ্বারা আবৃত, এই জন্যই অনেক ক্ষেত্রে এটি আগাছা হিসেবে পরিচিত। তবে ফুলগুলো দেখতে খুবই চমৎকার যখন ফুলগুলো ফোটে থাকে তখন এটিকে আর ঝোপঝাড়ের মতো মনে হয় না।

১৫. রঙ্গন ফুল

IMG_20220301_161352.jpg

IMG_20220301_161545.jpg

রঙ্গন ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Ixora coccinea.

  • এই ফুলটি বাগানের শোভা বর্ধনের খুবই কার্যকর ভূমিকা পালন করে। ফুলটি দেখতে খুবই চমৎকার। এই ফুলের গাছটিও ঝোপঝাড়ে পরিপূর্ণ থাকে দেখতে কিছুটা আগাছার মত দেখা যায় কিন্তু তারপরেও ফুলটি যখন ফোটে তখন ওই ঝোপঝাড়টি অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে।

১৬. পেটুনিয়া ফুল

IMG_20220301_161909.jpg

IMG_20220301_161935.jpg

পেটুনিয়া ফুলের বৈশিষ্ট্যঃ
এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Petunia axillaris.

  • এই ফুলটি দেখতে খুবই চমৎকার এর কয়েকটি রঙের হয়ে থাকে আমি দুইটি রঙের ফুল পেয়েছি তা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই ফুলটি শাখাসহ কান্ড একটি ভেষজ উদ্ভিদ। কান্ডটি সাধারণত খাড়া, লতানো বা ঘন শাখাযুক্ত হয়ে থাকে।এই ফুলের পাতাগুলি পুরো প্রান্তযুক্ত, আকৃতি এবং আকারে ভিন্ন, ফুলের উপর পর্যায়ক্রমে সাজানো থাকে।

Location

বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি আমার আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে কোন এক ফটোগ্রাফির প্রতিযোগিতায়, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।

বিঃ দ্রঃ আমি ফুলের নাম ও বৈজ্ঞানিক নাম গুলো google থেকে সংগ্রহ করেছি।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@alauddinpabel
তারিখ০২-০৩-২০২২ ইং
Sort:  
 3 years ago 

আসলে এত এত ফুলের সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হলাম ।আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে ফুলের বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছে আপনি প্রতিযোগিতায় প্রথম সারিতে অবস্থান করবেন এত সুন্দর ফুলের ফটোগ্রাফির পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নাম জানতে পেরেছি এবং ফুল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে এত দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য

 3 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি বেশ কিছু ফুল সম্পর্কে আইডিয়া পেয়েছেন জেনে খুবই আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম।

 3 years ago 

প্রতিযোগিতার জন্য খুব অসাধারণ কিছু ফুলের উপহার দিয়েছেন আমাদের। প্রত্যেকটা ফুল আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। খুব যত্ন করে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই পোস্ট থেকে অনেকগুলো ফুলের নাম জানতে পারলাম। তবে আমার কাছে সবচাইতে পছন্দ হয়েছে আপনার ডালিয়া ফুলের ছবিটি। ছবিটি দেখতে চমৎকার লাগছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফী গুলোর মধ্যে আপনি ডালিয়া ফুলটি বেছে নিয়েছেন জানতে পেরে খুবই আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন বসন্ত হচ্ছে আমাদের ছয় ঋতুর মধ্যে একটি ঋতু। যে ঋতুকে আমরা ঋতুরাজ বলে থাকি। আর এই ঋতুতে আমাদের পরিবেশের পরিবর্তন অন্যান্য ঋতুর চেয়ে অনেক বেশি। এবং এই ঋতুতে আমরা হাজার রকমের ফুল এবং ফুলের গান উপভোগ করে থাকি। আপনি এতো সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলোর করেছেন যা সত্যিই খুবই আকৃষ্ট করছে। এবং প্রতিটি ফুলের খুব সুন্দর করে বর্ণনা দিয়ে গেছেন। আর আমাদের সাথে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ, প্রতিটা ফটোর নীচে আপনি অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা ফুল সম্পর্কে অনেক সুন্দর ভাবে জানতে পেরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ফটোগ্রাফির উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি আপনার দক্ষতায় দারুন সব ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফিতে বেশ দক্ষতা অর্জন করেছেন। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো। আপনি খুব সুন্দর করে প্রতিটা ফুলের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু বসন্তের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জানতে পেরে অনেক খুশি হয়েছি ভাই। অসংখ্য ধন্যবাদ অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাইয়া ।যারা‌ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারাই খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে ।আপনিও সুন্দর কিছু ফটো তুলে ধরেছেন আমাদের মাঝে।শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আপনার মুঠোফোনের মধ্যে আবদ্ধ করেছেন । ফটোগ্রাফি করার পাশাপাশি বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33