পেন্সিলের সাথে থ্রিডি আর্ট // একটি তুষার পর্বতের থ্রিডি চিত্রাংকন ( ১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমেটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। আমি এই চিত্রাংকনটি পেন্সিল এবং জেল পেন এর সমন্বয়ে করার চেষ্টা করেছি তবে এর সাথে আমি থ্রিডির সংযুক্ত করে আরো ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি কাঠপেন্সিল ও জেল পেন এর সমন্বয় "একটি তুষার পর্বতের থ্রিডি চিত্রাংকন" করে দেখানোর চেষ্টা করেছি।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই পর্বতের থ্রিডি চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ
- ড্রইং খাতা
- কাঠপেন্সিল
- পেন্সিল কাটার
- কটনবার
- রুলার
- জেল পেন ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে ড্রইং পেপারের উপর কয়েকটি পর্বতের কিছু অংশ অংকন করলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি ওই পর্বতগুলো নিচের অংশটি তারমানে এর চতুর্দিকে অংশগুলো অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এখন আমি এ পর্যন্ত যা অংকন করলাম তার সবগুলোই একটি জেল পেন দিয়ে তার উপরে আবার অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপঃ
- তারপর জেল পেন দিয়ে অংকন করার পর পেন্সিলের যে অতিরিক্ত দাগ গুলো দেখা যায় সেগুলো আমি একটি রাবার এর সাহায্যে মুছে নিলাম।
পঞ্চম ধাপঃ
- এবার আমি পর্বত গুলোর উপরে পেন্সিল এর সাহায্যে কিছু কিছু জায়গায় ভালো করে সেড তৈরি করার চেষ্টা করলাম।
ষষ্ঠ ধাপঃ
- এখন আমি পর্বতের নিচের অংশগুলো বা পর্বত এর চতুর্দিকের অংশটি পেন্সিল এর সাহায্যে কিছু ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
সপ্তম ধাপঃ
- এ পর্যায়ে এসে আমি একটি কটনবার দিয়ে যে সেড গুলো অংকন করেছিলেন সেগুলো ঘষে ঘষে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
অষ্টম ধাপঃ
- তারপর আমি পর্বত এর আশেপাশে খালি জায়গা গুলোতে কিছু গাছ অংকন করার জন্য বেশকিছু দাগ দিয়ে নিয়েছি, এবং দাগগুলোর প্রত্যেকটাকে এক একটা গাছ তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
নবম ধাপঃ
- এরপর প্রত্যেকটা গাছের একটা সাইডে সূর্যের বিপরীতে গাছের প্রতিচ্ছবি অঙ্কন করে থ্রিডি এর সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছি। তারপর একটি স্কেলের সাহায্যে এর উপরের ও সাইটের অংশগুলো মার্ক করে নিলাম।
চূড়ান্ত ধাপঃ
- তারপর একটা কেচি দিয়ে যে সাইটের উপরে মার্ক করে নিয়েছি সেগুলোকে সুন্দর করে কেটে নিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের তুষার পর্বতের থ্রিডি চিত্রাংকনটি।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
বিভাগ | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১০এস |
লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @alauddinpabel |
থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার থ্রিডি আর্ট টি অসাধারণ হয়েছে ভাইয়া। প্রতিটি ধাপ পরিস্কার ভাবে লিখেছেন এবং নিখুঁত ভাবে অংকন করেছেন। শুভ কামনা রইলো।
আপনার জন্য শুভকামনা আপু অবিরাম। আপনার অসাধারণ গুরুত্বপূর্ণ মন্তব্যে আমি উৎসাহ পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
থ্রিডি আর্ট তেমন কেউ শেয়ার করে না তবে আপনার পোস্ট দেখতে অনেক সুন্দর লাগছে। পেন্সিল এর সাহায্যে এতো সুন্দর আর্ট আগে দেখিনি। আপনার দক্ষতা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে আমি মুগ্ধ ও আরো বেশি উৎসাহ পেয়ে থাকি। আপনার জন্য শুভকামনা।
আমি যখনই খেলার মাঠে এরকম থ্রি-ডি ছবি দেখি তখন আমার কাছে খুব অবাক লাগে কিভাবে এত সুন্দর করে একটি চিত্রের মাধ্যমে কোন বিষয়কে থ্রি-ডি আকারে ফুটিয়ে তোলা যায়। অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।
একেবারে আসল পাহাড়ের মত। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ অসাধারণ মন্তব্যের জন্য। বেশ ভাল লেগেছে আপনার মন্তব্যটি আমি আপনার মন্তব্যে আসলে মুগ্ধ।
পেন্সিলের সাথে থ্রিডি আর্ট খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি আপনার মন্তব্যটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এইজন্য আমি আসলে খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি তুষার পর্বতের থ্রিডি চিত্রাংকন করেছেন দারুন হয়েছে ভাই গাছ গুলো বেশ সুন্দর লাগছে। আমার ভিশন পছন্দ হয়েছে। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো
জি ভাই আপনাদের দোয়া পাশে আছে, ইনশাআল্লাহ আরো ভালো ভালো চিত্রাংকন উপহার দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা।
আপনি বরাবরই চিত্রাঙ্কনে অনেক দক্ষ। সেটা আপনার প্রতিটি পোস্ট দেখেই বোঝা যায়। তবে আজকের যে বরফের পর্বতের চিত্র অংকন এটি অসাধারণ ওয়াও। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
কি বলবো আপু বলার ভাষা হারিয়ে ফেলেছি আপনার মন্তব্য পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্য আমাকে আরো অনুপ্রাণিত করেছে। শুভকামনা অবিরাম।
এত সুন্দর করে থ্রিডি চিত্রাংকন করেছেন ভাই,দেখেই মুগ্ধ হয়ে গেলাম।চিত্রটি অংকন করার পদ্ধতিও ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার জন্য অসংখ্য শুভকামনা, আমিও আপনার মন্তব্যে মুগ্ধ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি খুব সুন্দর করে থ্রিডি আর্টটি করেছেন, পুরা প্রফেশনাল লেভেলের হয়েছে ভাইয়া, এই রকম পোস্ট আরো চাই