পেন্সিল আর্ট // গরম চা সহ একটি কাপ হাতে ধরে রাখার চিত্রাংকন।(। ১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "গরম চা সহ একটি কাপ হাতে ধরে রাখার চিত্রাংকন" করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20220316_160543.jpg

আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে

IMG_20220316_160607.jpg

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB,4B)
  • পেন্সিল কাটার
  • রুলার ও
  • রাবার।

IMG_20220316_160104.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল ও রুলার এর সাহায্যে ছোট-বড় মিলিয়ে পাঁচটি সরলরেখা অঙ্কন করে নিলাম। প্রত্যেকটি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে ৮, ৫.৫, ৫, ৩ ও ২ সেন্টিমিটার। সুতরাং এই সরলরেখা গুলো দিয়ে আমি কিভাবে কি করেছি তা আমার তোলা ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন।

IMG_20220316_160118.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার আমি এই সরল রেখাগুলোর দিয়ে যেই চিত্রটি অঙ্কন করেছি তার ভিতরে একটি মুষ্টি করা হাত অঙ্কন করে নিলাম।

IMG_20220316_160129.jpg

তৃতীয় ধাপঃ

তারপর যে সরলরেখা গুলো অংকন করেছি একটি রাবার দিয়ে সবগুলো আবার মুছে দিলাম।

IMG_20220316_160242.jpg

চতুর্থ ধাপঃ

এবার আমি হাতের সামনে থেকে একটি কাপ অঙ্কন করে নিলাম।

IMG_20220316_160253.jpg

IMG_20220316_160304.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি কাপটির মধ্যে পেন্সিল দিয়ে ঘষে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220316_160317.jpg

IMG_20220316_160324.jpg

#;ষষ্ঠ ধাপঃ

  • এবার আমি পেন্সিল দিয়ে কাপের উপরে কিছু ধোঁয়া উড়ে যাওয়ার চিত্র অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, যাতে করে বোঝা যায় যে চায়ের গরম ভাবটা উড়ে যাচ্ছে। এবং কাপটির মধ্যে বেশ কিছু ফুলের চিত্র অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220316_160348.jpg

চূড়ান্ত ধাপঃ

" এবার আমি মুষ্টি করা হাতটি পেন্সিল দিয়ে ঘষে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এতে করেই তৈরি হয়ে গেল আমার আজকের চিত্রাংকনটি।

IMG_20220316_160418.jpg

IMG_20220316_160457.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ১৬-০৩-২০২২ ইং
Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি তো প্রফেশনাল আর্টিস্ট।তা আপনার আর্ট দেখলে বেশ বোঝা যায়।আমার কাছে খুব ভালো লাগে আপনার এই জীবন্ত ফুটিয়ে তোলা আর্টগুলো।খুব সুন্দর করে পেন্সিলের সেপগুলি আপনি দিয়ে থাকেন।আজকের টিও খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

না আপু আমি প্রফেশনাল আর্টিস্ট নই আপনাদের মতই একজন। এই টুকটাক একটু আর্ট করি, আর্ট করতে আমার খুবই ভাললাগে, ভালোলাগা থেকেই আসলে আপনাদের অসাধারণ গঠনমূলক মন্তব্যের উৎসাহিত অনুপ্রাণিত হয়ে এতটুক আসতে পেরেছি। দোয়া করবেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

 3 years ago 

পেন্সিল দিয়ে আঁকা চিত্র গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে গরম চায়ের কাপ এর চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার অঙ্কিত চিত্র টি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গরম চা সহ একটি কাপ ধরে রাখার চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে চায়ের কাপ ধরে রাখা হাতটি অংকন অসাধারণ হয়েছে। অংকনের প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

গরমচা সহ একটি কাপের খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন চিত্র দেখে খুবই ভালো লাগলো সত্যিই এই পড়ন্ত বিকেলে গরম গরম এক কাপ চা হলে ভালোই হতো ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। এক কাপ চা চাইছেন তো কোন ব্যাপার না চলে আইসেন একসময় বসে দুজনে খেয়ে নেবো নে।

 3 years ago 

গরম চা সহ একটি কাপ হাতে ধরে রাখার চিত্রাংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে ভাইয়া। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সব সময় পাশে থাকে গঠনমূলক মন্তব্য উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার করা পেন্সিল আর্ট গুলো একদম প্রফেশনাল লেভেলের হয়ে থাকে । আপনি আজকে আমাদের মাঝে হাত দিয়ে ধরে রাখা গরম কাপ এর একটি চিত্র অংকন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক চমৎকার ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা অবিরাম। খুবই গঠনমূলক ও অসাধারণ মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া,খুবই চমৎকার একটি অঙ্কন করেছেন,গরম চা সহ একটি কাপ হাতে ধরে রাখার চিত্রাংকন। যা দেখে আমার চা খাওয়ার নেশা ধরে গেল। আপনার কাপে গরম চায়ের ধোয়া দেখেই মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খেয়ে আসি। সত্যি ভাইয়া আপনি খুবই সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং এই চিত্রাংকনটি কিভাবে সম্পন্ন করা যায় তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার জন্য শুভকামনা রইল। মন্তব্যটি পড়ে অনেক মুগ্ধ হয়েছি ভাই। অবশ্যই একদিন দুজনে মিলে বসে গরম গরম চা খেয়ে আড্ডা দেওয়া যাবে সময়-সুযোগ করে। ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রতিদিনের মত আপনার আজকের এই চিত্রটি আমার খুব ভালো লেগেছে। গরম চায়ের একটি কাপ হাতে ধরে যেভাবে আপনি অঙ্কন করেছেন তা বেশ দারুন হয়েছে। আপনার হাতে জাদু আছে বলতেই হবে। খুব দক্ষতার সাথে আপনি অঙ্কন করেন আর তা প্রতিটি চিত্রে তা ফুটে উঠে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল এভাবেই এগিয়ে যাবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু খুবই গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই রাত জেগে থাকতে থাকতে মাথা নষ্ট। এক কাপ চা যদি খাওইতেন মজা লাগতো৷ যাইহোক, অসম্ভব ভালো লাগলো আপনার অঙ্কিত গরম চায়ের কাপ। মনে হচ্ছে এখনি চা বানিয়ে খাই। 😋😋

 3 years ago 

ভাই এতো রাত জাইগেন না এতে করে পরবর্তীতে অনেক সমস্যা হবে। আর চা খাওয়ার কথা বলছেন অবশ্যই একদিন বসে দুজনে আড্ডা মারতে মারতে চা খাওয়া যাবে সময় সুযোগ করে। অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমি খুবি চা প্রিয় একজন মানুষ। আপনার অংকন কৃত গরম চা সহ চায়ের কাপ টি দারুন লাগছে দেখতে। মনে হচ্ছে আসলেই যেন ধোয়া উড়ছে। শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনার মত মানুষই তো দরকার আমার পোষ্টের মন্তব্যের জন্য আপনাদের মন্তব্য পেয়ে খুবই আনন্দিত হই, অনেক উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90497.28
ETH 3136.30
USDT 1.00
SBD 2.97