উদ্ধৃতি ম্যান্ডেলার চিত্রাংকন// ম্যান্ডেলা চিত্রাংকন by @alauddinpabel (১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

স্টিমেটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি।
আমি আজকে যে চিত্রাংকনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে "উদ্ধৃতি ম্যান্ডেলার চিত্রাংকন"

IMG_20211001_204936.jpg

তাহলে চলুন দেরি না করে আমার ধাপে ধাপে উদ্ধৃতি ম্যান্ডেলার চিত্রাংকন করাটি দেখে নিন এবং সেই সাথে আপনারাও শিখে নিন।

IMG_20211001_205135.jpg

উপকরণ সমূহ

  • ড্রইং খাতা
  • কাঠপেন্সিল
  • পেন্সিল কাটার
  • পেন্সিল কম্পাস
  • রাবার
  • কালো জেল পেন।

received_2877536355891163.jpeg

ধাপ ১

প্রথমে আমি ড্রইং পেপারে পেন্সিল দিয়ে believe লেখাটি ডাবল করে দেখে নিলাম। এরপর এর নিচে একটি ছোট ঘর অংকন করলাম।
USER_SCOPED_TEMP_DATA_b1e5023461d57afc9ccc9e8efe881a9b6e598881829f15aeab38fe53172a8d3d.jpeg

ধাপ ২

এরপর আমি নিচে যে ছোট্ট ঘরটি অংকন করেছি সেই ঘরে IN YOURSELF লিখে দিলাম।
USER_SCOPED_TEMP_DATA_e52d22a2e54b9f94b192a6251694914e69ad93ba6b0535901d532e7e96db5686.jpeg

ধাপ ৩

এরপর আমি জেল পেন দিয়ে সবগুলো লেখাকে মোটা করে দিলাম।
USER_SCOPED_TEMP_DATA_412103fe55fa7df93164b412540b1ec2cfe9f9d75b6076054666888790e38cd5.jpeg

ধাপ ৪

এরপর আমি পেন্সিল কম্পাস দিয়ে লেখাগুলোর উপরের চারটি অর্ধবৃত্ত এবং নিচে সাতটি অর্ধবৃত্ত অংকন করে নিলাম।
USER_SCOPED_TEMP_DATA_8c6a8107bd98802289cc197c2f62d7fca95934e93319f39758e39223c60b19e9.jpeg

ধাপ ৫

এবার আমি লেখাগুলো নিচে যে অর্ধবৃত্ত অংকন করেছে সে গুলোকে চাঁদার সাহায্যে সমান মাপের বেশ কিছু দাগ টেনে নিলাম।
USER_SCOPED_TEMP_DATA_60ccb702e702198049084ebe1e08a123eff0e6b6bbdad0c08595b697832c25f9.jpeg

ধাপ ৬

এ পর্যায়ে আমি নিজের প্রত্যেকটি অর্ধবৃত্ত কে বিভিন্ন রকম ডিজাইনের মাধ্যমে সেগুলো কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
USER_SCOPED_TEMP_DATA_5ae05385930f99868d31eff9ec60d436fd6b42be6f94691e896c34abfff8ea4b.jpeg

USER_SCOPED_TEMP_DATA_b90a5385a354010704c03a011b928329c3e863c246edddd74786375e8f9876d1.jpeg

ধাপ ৭

এখন আমি লেখাগুলোর উপরের অংশে যে চারটি অর্ধবৃত্ত অংকন করেছি সেগুলোকে ও বিভিন্ন রকম ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

USER_SCOPED_TEMP_DATA_214247187903e3473fbccc4a15b535eab50ff63951a681ad75a11cb406427949.jpeg

ধাপ ৮

এখানে আমি যেটা করেছি সেটি হল বি লেখার উপরে দুটি ফুল অংকন করেছি এবং সেগুলো কে জেল পেন কালি দিয়ে গাড়ো করে দিয়েছি।
USER_SCOPED_TEMP_DATA_c9b7c2f2bf484b3bd926c77bea2d0d6dac31f346ddaa198a79e32a2c5ed7c259.jpeg

USER_SCOPED_TEMP_DATA_cb267970cd59a853fbb37a2f33e4fbe986782ee23482f82f437047e970ae20a9.jpeg

চূড়ান্ত ধাপ

এখন আমি যে ফুলগুলো অংকন করেছি ফুলগুলোর আশেপাশে কিছু পাতা অঙ্কন করে সেগুলো কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমার রেডি হয়ে গেল সম্পূর্ণ অংকনটি।
USER_SCOPED_TEMP_DATA_3773a23c4a2a0a871624ad7591bfd9f2150dfeb7bcee6c4921ab9d147ad4b55e.jpeg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ও সাপোর্ট দিতে ভুলবেন না।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@alauddinpabel

আমার পরিচয়
আমি আলাউদ্দিন পাবেল। আমার জন্ম ১৯৮৩ সালের পয়লা জানুয়ারি নোয়াখালী জেলা অন্তর্গত সোনাইমুড়ি থানার আওতাধীন বারগাঁও গ্রামে। বর্তমানে আমি গাজীপুরে আমার পরিবার নিয়ে বাস করছি। আমি পেশায় একজন ফার্মাসিস্ট তার পাশাপাশি পার্টটাইম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছি। আমার সবচেয়ে প্রিয় খেলাটি হলো ক্রিকেট খেলা। আমি ক্রিকেট খেলা দেখতে ও খেলতে খুব ভালোবাসি। সেই সাথে আমি আর্ট করতেও খুব ভালোবাসি। আমি সুস্বাদু রেসিপি তৈরি করতে ভালোবাসি এবং মাঝে মাঝে তৈরি করে আমার পরিবারের সাথে শেয়ার করে তারা খুব আনন্দিত হয়। আমি নিয়মিত লিখি না তবে স্টিমিট এ যোগ দেওয়ার পর থেকে মোটামুটি নিজে থেকে কিছু লেখার চেষ্টা করি।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে,,, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি তুলে ধরার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য 😊😊

 3 years ago 

আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ,খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি।দারুণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার চিত্র অঙ্কনটি অতুলনীয়। আপনার হাতে যাদু আছে এতে কোন সন্দেহ নেই। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আপনার ফটোগ্রাফ গুলো খুব আকর্ষণীয় ছিল। এই অংকণ টি ইষ্টিমের নতুন আর্কষ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

অনেক সুন্দর ছিল আপনি অনেক দক্ষতার সাথে ম্যান্ডেলা তৈরি করেছেন। আমাদের মাঝে খুবই সুন্দরভাবে পরিবেশন করেছেন
অনেক দক্ষতার সাথে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর হাট করেন ভাইয়া। আমি এর আগেও আপনার আট দেখেছি সব গুলো আমার অনেক ভালো লেগেছে আজকের টা অনেক ভালো হয়েছে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একেছেন।সাথে শুরু থেকে শেষ অবদি সুন্দর উপস্থাপন। খুবই ভালো লাগলো।

 3 years ago 

আপনার মন্তব্য আমার ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অসাধারণ একটি ছবি অংকন করেছেন ভাই। ছবিটি দেখে মনে হচ্ছে খুব পরিশ্রম করে তৈরি করেছেন ভাই। আপনার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে ভাই ।।লেগে থাকুন

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 62276.80
ETH 3005.63
USDT 1.00
SBD 3.62