পেন্সিল আর্ট // একটি ছোট্ট বাচ্চা ও কিউট হাঁসের ছানার মধ্যে ভালোবাসার চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
ছোট বাচ্চা ও পশুপাখি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, তবে এক্ষেত্রে পশু পাখি অনেকে এগুলোকে ভয় পাওয়ার কারণে এদের কাছ থেকে কিছুটা দূরে থাকে। কিন্তু দূর থেকে এদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার কম নেই, তার মধ্যে যদি হয় একটি ছোট্ট হাঁসের ছানা তাহলে তো আর কথাই নেই। হাঁসের ছানা ও ছোট বাচ্চাদের মধ্যে আমি মনে করি তেমন কোন তফাৎ নেই এ দুটোই আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। সত্যি বলতে হাঁসের ছানা যতই দেখবেন ততই কিন্তু এর দিকে আপনার তাকিয়ে থাকতে মন চাইবে, এক কথায় মুগ্ধ হয়ে যাওয়ার মত। হাঁসের ছানা আমার কাছে এই কারণেই বেশি ভালো লাগে যখনই এদেরকে আমরা হাত দিয়ে ধরি বা আমাদের হাতের উপরে রাখি তখন এরা তাদের ঠোঁট দিয়ে আমাদের হাতে যখন ঠোকর দিয়ে কিছু খেতে চায় ওই মুহূর্তটা আমার কাছে বেশি ভালো লাগে।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB, 6B)
- পেন্সিল কাটার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে ছোট বাচ্চাটির মাথা সহ মুখমন্ডল অংকন করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি বাচ্চাটির মাথার চুল, চুলের স্টাইল এবং ফিতা দিয়ে চুল বাধার দৃশ্যটি অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এবার আমি বাচ্চাটির দুটো হাত এবং শরীরের কিছু অংশ অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি বাচ্চাটির দুটো পা ও পায়ের জুতা এবং শরীরের বাকি অংশ অংকন করে নিলাম।
পঞ্চম ধাপঃ
- এবার আমি বাচ্চাটির হাতের কাছে ছোট্ট একটি হাঁসের ছানা অঙ্কন করে নিলাম। যা দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটি ছোট্ট হাঁসের ছানাকে কিছু খাবার দিচ্ছে।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি হাঁসের ছানাটি চোখ এবং এর পাখা গুলো সেই সাথে পায়ের নিচের অংশটি পেন্সিল দিয়ে ঘসে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চূড়ান্ত ধাপঃ
- এ পর্যায়ে এসে আমি বাচ্চাটির এবং হাঁসের ছানাটির পায়ের নিচে কিছু মাটির চিত্র অঙ্কন করেছি। সেই সাথে হাঁসের ছানাটি আরো কিছু ডিজাইন অংকন করে আমি আমার চিত্রাংকনটি সম্পন্ন করলাম।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
বিভাগ | পেন্সিল আর্ট |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১০এস |
লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
আর্টিস্ট | @alauddinpabel |
তারিখ | ২২-১০-২০২২ ইং |
ঠিকি বলেছেন পশু পাখি বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই এটা পছন্দ করি।খুব ভাল লাগে এগুলো তবে আমি কখুনো আকতে পারিনা জানিনা কি জন্য।খুব আফসোস হয়।আপনার অংকন অনেক সুন্দর হয়েছে ভাই।খুব গুছিয়ে উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো
আসলে ভাই এরকম আর্ট আমিও কিন্তু আগে করতে পারতাম না। সর্বপ্রথম থাকতে হবে ইচ্ছা শক্তি, ধৈর্য এবং সেই সাথে পর্যাপ্ত সময় নিয়ে আস্তে আস্তে আর্ট করে এগিয়ে যেতে হবে। প্রথমে হয়তো সুন্দর হবে না কিন্তু যতদিন যাবে ততই আস্তে আস্তে আপনারা আর্টগুলো সুন্দর হয়ে উঠবে। চেষ্টা করেন আশা করি পেরে যাবেন ইনশাল্লাহ।
পেন্সিল দিয়ে খুবই সুন্দর অঙ্কন করেছেন ভাই। একটি বাচ্চা ও হাঁসের চিত্রটি যেন ফুটে উঠেছে। দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ চিত্র অংকন করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ভালো লাগলো আজকে আপনার পোস্টটি।
আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আপনাদের উৎসাহ উদ্দীপনায় এরকম আর্টগুলো করার উৎসাহ পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
অনেকদিন পর আপনার পেন্সিল আর্ট দেখতে পেলাম। প্রত্যেকবারের মতোই অসাধারণ আর্ট করেছেন আপনি। আপনি ঠিকই বলেছেন ছোট বাচ্চা এবং পশু পাখিকে সবাই খুব পছন্দ করে। আপনি দুটো পছন্দের জিনিসকে একসাথে করে আর্ট করেছেন। ছোট বাচ্চা এবং হাঁসের ছানা কে খুবই সুন্দর লাগছে দেখতে। নিখুঁতভাবে সম্পূর্ণ আর্ট টি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন দীর্ঘ প্রায় একমাস আমি ব্যক্তিগত সমস্যার কারণে কাজ করতে পারিনি তবে এখন থেকে আশা করি প্রতিনিয়ত আপনাদেরকে আর্ট গুলো উপহার দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি বলতে ভাই আমি আজকে মুগ্ধ হয়ে গিয়েছি আপনার তৈরি এত সুন্দর পেন্সিল আর্ট দেখে। একটি হাঁসের বাচ্চা ও ছোট্ট মেয়ের ভালবাসার চিত্রাংকন আমাকে আজকে মুগ্ধ করেছে। এমনিতেই ছোট বাচ্চারা পশুপাখি খুবই পছন্দ করে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার চিত্র অংকটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন আপনার মন্তব্যটি পড়ে আমিও মুগ্ধ হয়েছি ভাই। অসংখ্য ধন্যবাদ এতটা অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ খুব অসাধারণ আপনি অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে একটি ছোট বাচ্চাও কিউট হাঁসের ছানার চিত্র অঙ্কন করেছেন। আপনি ঠিক বলেছেন ছোট বাচ্চা ও পশু পাখি পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তবে আপনার চিত্র অংকনটি একদম অসাধারণ লাগলো আমার কাছে। অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার চিত্রাংকন আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুবই খুশি হলাম আসলে এটাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
ছোট বাচ্চা এবং হাঁসের ছানা পছন্দ করে না এরকম মানুষকে খুব কমই আছে। বিশেষ করে আমার কাছে হাঁসের ছানা খুবই চমৎকার লাগে। বিশেষ করে হাঁসের ছানা গুলো যখন প্রথম হাঁটতে শেখে তখন যদি সেগুলোর গায়ে লাল রং দেওয়া হয় তাহলে দেখতে আরো বেশি কিউট লাগে। আপনার এই অংকন দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি বরাবরই আপনি অনেক সুন্দর অঙ্কন করেন। চমৎকার অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আপনি দেখি আমার মত আমারও ভাই হাঁসের ছানা খুবই পছন্দ। যখন ছোট অবস্থায় ডিম থেকে ফুটে বাচ্চা বের হয় তখন হাসের ছানাগুলোকে হাতের উপরে নিলে খুব আদর লাগে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ এতটা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার প্রস্তুত করা পেন্সিল স্কেচ গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে চলি।। সত্যি আপনার চিত্রগুলা দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর চিত্র প্রস্তুত করেন দেখে নজর সরানো মুশকিল।।
একটি কিউট বাচ্চা মেয়ে এবং কিউট হাসের খুবই সুন্দর পেন্সিল স্কেচ প্রস্তুত করেছেন ।আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আপনার জন্য শুভেচ্ছা রইল। এতটা অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরে বাহ অসাধারণ!!!
আপনি কাঠ পেন্সিলের সাহায্য একটি ছোট্ট বাচ্চা ও কিউট হাঁসের ছানার ছবি আর্ট করেছেন ৷একটি ছোট্ট বাচ্চা ও কিউট হাঁসের ছানার মধ্যে৷ আর এটা ঠিক কিছু কিছু পশু পাখি দেখতে খুব ভালো লাগে ৷ যেমন হাসেঁর ছানা যখন বাড়িত মা আধার খাওয়ায় ৷ সত্যি অনেক ভালো লাগে ৷
অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
অসম্ভব সুন্দর ছিল
হাঁসের ছানা আমারও খুবই পছন্দের সে সাথে বাচ্চাদেরও খুবই আমার ভালো লাগে তাই দুটোকে মিলে কম্বিনেশন করে একটি আর্ট প্রস্তুত করে ফেললাম। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম আপনার জন্য।
ওয়াও ভাইয়া চিত্রটি দেখে মনে হচ্ছে আমার ভাগ্নি ।কারন আমার ভাগ্নি ও হাঁস মুরগির বাচ্চার সাথে এরকম দুষ্টুমি ও খেলা করে। একেবারে বাস্তবে একটি চিত্র ফুটিয়ে তুলেছেন ।এত নিখুঁতভাবে কিভাবে অঙ্কন করেন ভাইয়া। আপনার পেন্সিল আর্টের দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আপনার মত এত সুন্দর চিত্রাংকন করতে পারতাম তাহলে মনের মাধুরী মিশিয়ে কত কিছুই না অংকন করতাম।
সত্যি বলতে এই আর্টগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়, সেই সাথে অনেক কষ্ট করে করতেও হয়। আপনাদের কাছে আমার চিত্রাংকন গুলো ভালো লাগে এবং সেইসাথে আপনাদের এতটা উৎসাহ অনুপ্রেরণার কারণে কষ্টকে কষ্ট মনে না করে প্রতিনিয়ত আপনাদের মাঝে চিত্রাঙ্কন করে যাচ্ছি সেটাই আপনাদের ভালো লাগছে এটাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ শুভকামনা অবিরাম আপনার জন্য।