ম্যান্ডেলা আর্ট // জ্যামিতিক নকশা অংকন (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো, স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম" আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি সুস্থ আছি এবং সুন্দরভাবে জীবন যাপন করছি।

বরাবরের মতো আমি কমবেশি প্রায় আর্ট করে থাকি। তো সেই আর্ট গুলো দেখে আপনাদের অসাধারণ মন্তব্য গুলো আমাকে আরো উৎসাহিত অনুপ্রাণিত করেছে। তারই ধারাবাহিকতায় আজকেও একটি আর্ট করলাম এবং সেটি আপনাদের সামনে শেয়ার করার ইচ্ছা জাগলো। তো আমি আবারো একটি ম্যান্ডেলা চিত্রাংকন নিয়ে হাজির হলাম। আমি আজকে যে চিত্রাংকনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে " জ্যামিতিক নকশা অংকন"।

IMG_20220114_182144.jpg

তাহলে চলুন দেরি না করে আমার ধাপে ধাপে "জ্যামিতিক নকশা অংকন" করাটি দেখে নিন এবং সেই সাথে আপনারাও শিখে নিন। অবশ্যই মনোযোগ সহকারে আপনার আমার আর্ট টি দেখবেন এই আশা করি।

IMG_20220111_024648.jpg

উপকরণ সমূহ

  • ড্রইং খাতা
  • কাঠপেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন
  • পেন্সিল কম্পাস
  • কটনবার
  • রুলার
  • পেন্সিল কাটার।

IMG_20220114_190858.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি ড্রয়িং পেপার নিয়ে এর চতুর্দিকে ২১ সেন্টিমিটার করে মেজারমেন্ট করে নিলাম। এরপর একটি পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসের দৈর্ঘ্য ৪.৫০ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম।

IMG_20220114_190409.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর ঐ বৃত্তটিকে কেন্দ্র করে একই মেজারমেন্টে আরো ৬ টি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG_20220114_190335.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার আমি যে 6 টি বৃত্ত অঙ্কন করেছি ঐ 6 টি বৃত্তকে কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধে আরো ১২ টি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG_20220114_190316.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি এ পর্যন্ত যে বৃত্তগুলো অংকন করলাম শুধুমাত্র মাঝখানের বৃত্তটা বাদ দিয়ে সবগুলো বৃত্তকে একটি জেল পেন দিয়ে আবার অঙ্কন করে নিলাম। এবং সেইসাথে মাঝখানের পয়েন্ট থেকে সর্বশেষ আরো একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। আর মাঝখানের পেন্সিল দিয়ে অঙ্কন করা বৃত্তটি রাবার দিয়ে ভালো করে মুছে দিলাম।

IMG_20220114_190235.jpg

IMG_20220114_190212.jpg

পঞ্চম ধাপঃ

  • এরপর আমি মাঝখানে একটা গ্যাপ থেকে ওই গ্যাপের মাঝ বরাবর সবগুলোতে একটা সরল রেখা টেনে দিলাম। এরপর সরলরেখার পাশ থেকে একটি ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220114_190152.jpg

IMG_20220114_190115.jpg

IMG_20220114_185953.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এবার আমি বৃত্তটির মাঝখানের পয়েন্ট থেকে যে গ্যাপগুলো ছিল সেগুলোকে একটি জেল পেন দিয়ে সবগুলোকে ভরাট করে নিলাম এবং তার উপরের গ্যাপগুলোকে কিছু বিন্দু বিন্দু ফোটা দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220114_185915.jpg

IMG_20220114_185857.jpg

সপ্তম ধাপঃ

  • এভাবে আমি প্রত্যেকটা গ্যাপগুলকে পেন্সিল ও জেল পেনের সাহায্যে বিভিন্ন রকম ডিজাইনের অঙ্কিত করে এবং সেইসাথে কটনবার দিয়ে পেন্সিলে করা অংকন গুলোকে হালকা করে দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220114_185838.jpg

IMG_20220114_185815.jpg

IMG_20220114_182729.jpg

IMG_20220114_182557.jpg

IMG_20220114_182519.jpg

IMG_20220114_182438.jpg

IMG_20220114_182413.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এভাবে প্রত্যেকটা গ্যাপে বেশকিছু ম্যান্ডেলা চিত্রাংকন করে ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং সেইসাথে কটনবার দিয়ে পেন্সিলে অংকন করা চিত্র গুলোকে হালকা করে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220114_182355.jpg

IMG_20220114_182302.jpg

IMG_20220114_182225.jpg

  • এ পর্যায়ে আমার জ্যামিতিক নকশা অংকন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ও সাপোর্ট দিতে ভুলবেন না।

সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@alauddinpabel
Sort:  
 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর করে আপনার ম্যান্ডালা আর্ট টি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অসাধারণ মন্তব্য আমাকে অনেক মুগ্ধ করেছে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ভাইয়া,চোখ ধাধানো এক ম্যান্ডেলা আর্ট করেছেন কিন্তু৷ এটি দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগতেছে। জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করে খুব সুন্দরভাবে আপনি এই কাজটি করেছেন।আমার কাছে পুরো কাজ খুব ভালো লেগেছে।

 3 years ago 

জি আপু আপনি ঠিকই ধরেছেন চোখধাঁধানো একটি কাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ছোটবেলায় রুলার কম্পাস নিয়ে এরকম কিছু একটা বানাতাম।আর আপনি ঠিক ওই রকমই ম্যান্ডেলা বানিয়েছেন।আর ম্যান্ডেলার কারুকাজ খুব সুন্দভাবে করেছেন এর জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

ভাই আপনাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিতে পারছি বলে নিজের কাছে খুব ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা

 3 years ago 

জ্যামিতিক নকশা টি দারুন। সাধারণত এ ধরনের ডিজাইন জামা কাপড় বা শাড়ির উপরে মাঝে মাঝে দেখা যায়। এই ধরনের বিভিন্ন নকশা তৈরি করার জন্য ছেলেবেলায় এক ধরনের বৃত্তাকার টুলস ব্যবহার করতাম। শুধু কলম ঢুকিয়ে ঘোরালেই এ ধরনের নকশা তৈরি হয়ে যেত। ভালোই লাগলো আপনার কাটা কম্পাস দিয়ে তৈরিকৃত জ্যামিতিক নকশা টি। ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই ছোটবেলায় বেলায় এইগুলো করতাম। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট জ্যামিতিক নকশা অংকন করেছেন ভাই দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার ভাল লাগাই আমার উৎসাহ অনুপ্রেরণা।

 3 years ago 

একই ব্যাসার্ধ নিয়ে ছয়টি বৃত্ত অঙ্কন করেছেন এটা আমার কাছে প্যাচ লাগে। অঙ্কন করার সময় পেরে উঠেনি। আপনার কাছ থেকে আরও স্পষ্ট আইডিয়া পেয়ে গেলাম। বৃত্তের ভিতরে ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে ভাইয়া ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার কথাটি শুনে আমি খুবই খুশি হলাম। সে সাথে আপনাকে যে বিষয়টি বুঝাতে পেরেছি এজন্যই ধন্য মনে হচ্ছে নিজেকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58171.46
ETH 2472.55
USDT 1.00
SBD 2.42