একটি উড়ন্ত পাখির ম্যান্ডেলা // ম্যান্ডেলা চিত্রাংকন by @alauddinpabel (১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)
হ্যালো, স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম"আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি সুস্থ আছি এবং সুন্দরভাবে জীবন যাপন করছি। বরাবরের মতো আমি কমবেশি প্রায় আর্ট করে থাকি। তো সেই আর্ট গুলো দেখে আপনাদের অসাধারণ মন্তব্য গুলো আমাকে আরো উৎসাহিত অনুপ্রাণিত করেছে। তারই ধারাবাহিকতায় আজকেও একটি আর্ট করলাম এবং সেটি আপনাদের সামনে শেয়ার করার ইচ্ছা জাগলো। তো আমি আবারো একটি ম্যান্ডেলা চিত্রাংকন নিয়ে হাজির হলাম।
আমি আজকে যে চিত্রাংকনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে "একটি উড়ন্ত পাখির ম্যান্ডেলার চিত্রাংকন"।
তাহলে চলুন দেরি না করে আমার ধাপে ধাপে "একটি উড়ন্ত পাখির ম্যান্ডেলার চিত্রাংকন" করাটি দেখে নিন এবং সেই সাথে আপনারাও শিখে নিন। অবশ্যই মনোযোগ সহকারে আপনার আমার আর্ট টি দেখবেন এই আশা করি এবং আমার বিশ্বাস আপনাদের আমার আজকের এই চিত্রাংকনটি ভাল লাগবে।
উপকরণ সমূহ
১. ড্রইং খাতা
২. কাঠপেন্সিল
৩. পেন্সিল কাটার
৪. পেন্সিল কম্পাস
৫. রাবার
৬. কালো জেল পেন
৭. রুলার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটা ড্রইং পেপার নিয়ে তার মধ্যে একটি উড়ন্ত পাখির অঙ্কন করে দেখানোর চেষ্টা করলাম। এখানে প্রথমে পেন্সিল দিয়ে অংকন করার উদ্দেশ্য হল যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটা রাবারের সাহায্যে মুছে পুনরায় আবার ঠিক করা যায়, কিন্তু যদি কলম দিয়ে একবার অঙ্কন করা হয় তাহলে আর সেটা মুছা যায় না।
দ্বিতীয় ধাপঃ
- এরপর পাখিটির চোখটি অংকন করলাম এবং পেন্সিল দিয়ে অঙ্কন করা সমস্ত অংকন গুলোকে একটি জেল পেন এর সাহায্যে আবার পুনরায় অংকন করলাম।
তৃতীয় ধাপঃ
- এবার আমি জেল পেন দিয়ে পুনরায় অংকন করার পর একটি রাবারের সাহায্যে পেন্সিলের দাগ গুলোকে ভালোভাবে মুছে দিলাম এবং জেল পেন এর সাহায্যে পাখিটির চতুর্দিকের দাগগুলো আরো মোটা করে অঙ্কন করে দিলাম।
চতুর্থ ধাপঃ
- এখন আমি পাখিটির পেট এবং বুকের অংশে একটি কাটা কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে বেশ কিছু অর্ধবৃত্ত অংকন করলাম। তারপর জেল পেন এর সাহায্যে এর কিছু ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
পঞ্চম ধাপঃ
- এখানে আমি পাখিটির লেজের অংশটাকে কিছু ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি পাখিটির পাখনার প্রত্যেকটা পেখম গুলোকে কিছু ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
সপ্তম ধাপঃ
- তারপর পাখিটি পাখনার সবচেয়ে বড় পেখমটি এবং এর মাথার উপরের অংশ কিছু ম্যান্ডেলা ডিজাইনে অঙ্কন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
অষ্টম ধাপঃ
- এবার আমি পাখিটির মাথা নিচের অংশ ও গলার অংশটাকে এবং লেজের খালি অংশটা কিছু ম্যান্ডেলা ডিজাইন অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
চূড়ান্ত ধাপঃ
- তারপর আমি পাখিটির পুরো শরীরের মাঝখানের অংশ যেটা ফাঁকা ছিল সেটাকে ও ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এতে করে আমার আজকের একটি উড়ন্ত পাখির ম্যান্ডেলা চিত্রাংকন সম্পন্ন হয়ে গেল।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন
শুভেচ্ছান্তে,@alauddinpabel
বিভাগ | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১০এস |
লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
ফটোগ্রাফার | @alauddinpabel |
মাশাল্লাহ অসাধারণ এঁকেছেন ভাইয়া। সত্যিই খুবই সুন্দর লাগছে উড়ন্ত পাখির চিত্র চিত্রটি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই আমার চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে, এজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। শুভকামনা অবিরাম।
চমৎকার একটি চিত্রাঙ্কন হয়েছে। ম্যান্ডেলার নকশা গুলো দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি ভাই। খুব সুন্দর হয়েছে দেখতে।শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনার অসাধারণ মন্তব্যে আমি মুগ্ধ, খুব ভালো লেগেছে শুনে আমার চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে।
ভাই আপনার অঙ্কন করা উড়ন্ত পাখির ম্যান্ডেলাটি অসাধারণ হয়েছে ভাই। এই কাজটি অনেক সময় সাপেক্ষ । ধাপে ধাপে খুব সুন্দর ভাবে অঙ্কনের পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন ভাই ম্যান্ডেলা চিত্রাঙ্গন গুলো করতে অনেক সময়ের প্রয়োজন সেইসাথে ধৈর্যের প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
আপনার উড়ন্ত পাখির চিত্র অংকন দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনার প্রশংসা করতেই হবে। আপনি খুবই দক্ষতার সাথে চিত্র অঙ্কন করেছেন।
জি ভাই আপনার প্রশংসায় আমি পঞ্চমুখ, অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
আপনার উড়ন্ত পাখির মান্ডালা আর্ট টি দারুন হয়েছে। আপনি খুব ভালো আর্ট করতে পারেন ।আপনার আর্টের অনেক দক্ষতা আছে আপনার আর্ট টি দেখেই বোঝা যাচ্ছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্য শুভকামনা আপু। আমি খুব মুগ্ধ হয়েছি শুনে আমার চিত্রাংকন টি আপনার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
খুব ভালো একটি অংকন দেখলাম ♥️
মেন্ডেলা দিয়ে আসলেই যে কত কিছু করা যায় কি বলবো। পাখিটি খুব সুন্দর ছিল দেখতে। আপনাদের সুন্দর কাজ দেখে সত্যিই আমি ভীষণ অনুপ্রাণিত হই।
আপনার জন্য শুভকামনা সবসময়ই রয়েছে ❣️
জি ভাই আপনাদের মন্তব্যে আমিও খুব অনুপ্রাণিত হই, এজন্যই চেষ্টা করি আরো ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভাইয়া,আপনি এত সুন্দর ভাবে পাখির ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছেন দেখে আমি একদম অবাক হয়ে গেছি। আপনার ম্যান্ডেলা চিত্রগুলো সবসময় অসাধারণ সুন্দর হয়। ম্যান্ডেলার চিত্র তৈরি করার দক্ষতা আপনার অনেক বেশি। ভাইয়া, ম্যান্ডেলার চিত্র অংকন করার আপনি বর্ণনাসহ করে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইল আপনার জন্য।
আমার চিত্রাংকন গুলো সব সময় আপনার কাছে ভালো লাগে এটা শুনে আমি সত্যিই অনেক মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপু আপনার অসাধারণ মন্তব্যে আরো অনুপ্রাণিত হই, তাই চেষ্টা করি আরো ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে।
একটি উড়ন্ত পাখির মান্ডালা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। মান্ডালা অঙ্কন করতে আমারও বেশ ভালো লাগে। আপনার অঙ্কনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইল।
মান্ডালা চিত্রাংকন করতে আপনার বেশ ভালো লাগে এটা শুনে খুবই ভালো লাগছে, আমারও খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার অসাধারণ মন্তব্যের জন্য, আপনার জন্য শুভকামনা রইল।
আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ ভাই। আপনি উড়ন্ত পাখির ম্যান্ডেলা চিত্রটি খুবই সুন্দর ভাবে আঁকিয়েছেন। আপনার চিত্রটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য আমার আরো বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অসাধারণ গঠনমূলক মন্তব্যের আমিও মুগ্ধ। এটা শুনে খুব ভালো লাগছে যে আমার চিত্রাঙ্গনটি আপনার ভাল লেগেছে, আপনার জন্য শুভকামনা।
দারুন একটি পাখি এঁকেছেনতো ভাইয়া। ডিজাইন গুলো একেবারে আনকমন হয়েছে ।আপনার পাখিটিই অনেক সুন্দর হয়েছে ডিজাইনের আগে অনেক সুন্দর লাগছিল পাখিটিকে ডিজাইন করার পরে অন্যরকম সুন্দর লাগছে। খুবই চমৎকার ভাবে আপনি ছোট ছোট ডিজাইনগুলো করলেন দেখে ভালো লেগেছে ।শুভকামনা রইল।
বরাবরই আপনি আমার প্রত্যেকটা চিত্রাঙ্কনে অনেক অসাধারণ অসাধারণ মন্তব্য করে থাকেন, এবারও তার ব্যতিক্রম কিছু নয়। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের জন্য।