পেন্সিলের সাথে থ্রিডি আর্ট // মুখমন্ডলের থ্রিডি চিত্রাংকন ( ১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

স্টিমেটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"

আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে মানুষের "মুখমন্ডলের থ্রিডি চিত্রাংকন" করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20211210_013247.jpg

তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই মুখমন্ডলের থ্রিডি চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের ভালো লাগবে।

IMG_20211210_113000.jpg

উপকরণ সমূহ

  • ড্রইং খাতা
  • কাঠপেন্সিল
  • পেন্সিল কাটার
  • কটনবার
  • রাবার
  • রুলার।

IMG_20211211_102928.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি ড্রইং পেপার এর উপর পেন্সিল এর সাহায্যে একটি রুলার দিয়ে আড়াআড়ি করে তিনটি সরলরেখা অঙ্কন করে নিলাম।

IMG_20211211_103356.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এরপর আমি নিচের সরলরেখা ঠিক মাঝখান বরাবর করে একটি লাভের পাতার মতো করে অঙ্কন করে নিলাম। এবং সেই সাথে তার ওপরে আরো একটি গোল বৃত্ত অংকন করে নিলাম।

IMG_20211211_103410.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর লাভের পাতার মতো যেটি অংকন করেছি সেটিকে মানুষের ঠোঁট অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি, এবং সেইসাথে এর উপরের বৃত্তটি অঙ্কন করেছি সেটিকে নাকের মত তৈরী করার চেষ্টা করেছি।

IMG_20211211_103421.jpg

চতুর্থ ধাপঃ

  • এরপর আমি নাকের উপরের অংশ এবং সেইসাথে দুটি চোখের আকৃতির দুটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এবং আগের অঙ্কন করা সরলরেখা গুলো একটি রাবার দিয়ে মুছে দিলাম।

IMG_20211211_103441.jpg

পঞ্চম ধাপঃ

  • এ পর্যায়ে এসে আমি ঠোঁট দুটিকে পেন্সিল দিয়ে গাড়ো করে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20211211_103500.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর আমি পেন্সিল দিয়ে ঘষে একটু কালো করে নাকটিকে ভালোভাবে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20211211_103514.jpg

সপ্তম ধাপঃ

  • মানুষটির মুখে এবং ঠোঁট গুলো অঙ্কন করা শেষে আমি এবার বন্ধ থাকার চোখ দুটিকে অঙ্কন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।

IMG_20211211_103806.jpg

অষ্টম ধাপঃ

  • এবার আমি চোখের ভ্রু এবং চোখের পাতার পাপড়িগুলোকে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

IMG_20211211_103844.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এখন আমি চিত্রাংকন টি সম্পূর্ণ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে এসে আমি ঠোটের নিচে ঠোঁটের প্রতিচ্ছবি তৈরি করার চেষ্টা করেছি এবং ঠোঁটের পাশে একটি তিল অংকন করে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

IMG_20211211_103934.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন সুস্থ ,থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@alauddinpabel
Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার মুখের থ্রিডি আর্টটি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে না যে এটি আর্ট করা। দেখে মনে হচ্ছে যে এটি একটি সাদা কালো ছবি। আপনি খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আর্টটি যার কারণে দেখতে এত বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি মুখের থ্রিডি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যে আমি অনেক আনন্দিত। এভাবে মন্তব্য করে যাবেন এবং পাশে থাকবেন। আশা করি আরো ভালো ভালো চিত্রাংকন আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার থ্রিডি অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে থ্রিডি অঙ্কন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যে ভাই আমিও মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার থ্রিডি আর্টটি অসাধারণ সুন্দর হয়েছে। দেখতপ একদম বাস্তব মনে হচ্ছে, খুবই সুন্দর ভাবে এটি অঙ্কন করেছেন।

 3 years ago 

অনেক খুশি হলাম আপনার মন্তব্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চিত্রাংকন টি আপনার ভালো হয়ে গেছে এজন্য। শুভকামনা অবিরাম।

 3 years ago 

মুখমন্ডলের থ্রিডি চিত্রাংকন অসাধারণ হয়েছে। সত্যিই আপনি অনেক দক্ষতার সাথে এই দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। থ্রিডি চিত্রাংকনগুলো আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই মুখমন্ডলের থ্রিডি চিত্রাংকন আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া দারুন একটি চিত্র আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাই একটু দক্ষ না হলে এসব কাজ আসলে করা যায় না। তাই চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো কিছু ও ইউনিক কিছু উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের আমি অনেক উৎসাহিত ও অনুপ্রাণিত। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

মুখমন্ডলের থ্রিডি চিত্র অঙ্কন অসম্ভব সুন্দর হয়েছে ভাই ।খুব দক্ষতার সাথে আপনি থ্রিডি চিত্র অংকন করলেন ।যেটা প্রতিটি ধাপে ধাপে বর্ণনা করেছেন বর্ণনার ধরনগুলো অসাধারণ ছিল। অসম্ভব ভালো লেগেছে এত সুন্দর চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।❤️❤️

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার চিত্রাংকন টি দেখে খুব অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করায়। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

অপূর্ব লাগছে আর্ট টি। এত নিখুঁত হাতের কাজ 👌👌👌। এভাবে ফুটিয়ে তোলা সহজ কাজ না কিন্তু। আপনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন দাদা। ভালো একটা চমক ছিল আমার জন্য। অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই খুশি হলাম। আপনাদের অসাধারণ মন্তব্যের অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি। সেই অনুপ্রেরণা থেকেই আপনাদের জন্য কিছু চমক দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপু আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার মুখমন্ডলের থ্রিডি চিত্র অংনটি সত্যি মনমুগ্ধকর। আপনি আমার বাংলা ব্লগ এর চিত্র অঙ্কন শিল্পী দের মধ্যে একজন। আপনি খুবই সুন্দর চিত্র অঙ্কন করেন যা প্রশংসার দাবি রাখে। আপনার চিত্রটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এবং আপনি খুব সুন্দর করে পর্যায়ক্রমে আমাদেরকে দেখিয়েছেন। আপনার মুখমন্ডলের থ্রিডি চিত্র অংকন এত সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যে আমি মুগ্ধ। আপনাদের এত অসাধারণ মন্তব্যে অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনিতো আর্টে এক্সপার্ট হয়ে গেছেন।আসলেই খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে অনেক ধৈর্য আর সময় এর প্রয়োজন হয়েছিল।

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের মাঝে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য 🙂

 3 years ago 

জ্বী আপু আপনি ঠিকই বলেছেন অনেক ধৈর্য্য ও সময় নিয়ে কাজ গুলো করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এই বিষয়টি বুঝতে পারার জন্য। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনি যে শিল্পটি তৈরি করেন তা খুব ভাল এবং ব্যাখ্যাটি খুব ঝরঝরে, আপনার তৈরি করা এই মুখের চিত্রটি আমি সত্যিই পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ 🌹

 3 years ago 

আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপনার এই চিত্রাংকন নিয়ে কি বলব সত্যি ভাষা খুজে পাচ্ছি না। অসম্ভব সুন্দর একটি মুখমন্ডলের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই বুঝতে পারছিনা আর কিভাবে প্রশংসা করবো। শুধুমাত্র পেন্সিল দিয়ে এত সুন্দর করে আপনি মুখমন্ডল ফুটিয়ে তুলেছেন এর কোন তুলনাই হয়না। আমাকে মুখমন্ডলের নাকের অংশটি বেশ আকর্ষণ করছে। অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য এত সহজ এবং সুন্দর উপায়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

তার মন্তব্যে প্রশংসায় আমি একে বারেই মুগ্ধ। অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে অনেক অনুপ্রেরণা পেয়েছি আপনার থেকে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76571.01
ETH 3026.93
USDT 1.00
SBD 2.61