বাড়ি করার কথা ভাবছেন, তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য।

in আমার বাংলা ব্লগ4 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

আজ আমি আপনাদের নিকট রড ও সিমেন্ট ক্রয়ের সময় করণীয় বিষয় নিয়ে আলোচনা করব, কারন আমি দীর্ঘ ১৪ বছর ধরে রড ও সিমেন্ট নিয়ে কাজ করছি। যারা নতুন ঘরবাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য আমার পোষ্টটি অনেক উপকারে আসবে বলে মনে করি।

white-male-1834102_1280.jpg

Image Source

সিমেন্ট ক্রয় করার সময় আমরা অনেক সময় মিস্ত্রীর কথা শুনে বিভিন্ন দোকানে গিয়ে সিমেন্ট ক্রয় করে থাকি। কিন্তু এটা জানি না যে, মিস্ত্রী যে দোকানে নিয়ে যাচ্ছে তার নিকট থেকে কম করে হলেও ১০ টাকা কমিশন পাবে। তাহলে কিভাবে সিমেন্ট ক্রয় করব? সিমেন্ট ক্রয় করার জন্য সব সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে যে, কোন দোকান থেকে সিমেন্ট কিনলে দোকানদার কম করে হলেও প্রতি ব্যাগে ১০ টাকা লাভ রাখবে আর সরাসরি ডিলারের নিকট থেকে নিতে গেলেও তিনি কম করে হলেও ১০ টাকা লাভ রেখে বিক্রি করবে।

তাহলে কার নিকট থেকে আপনি সিমেন্ট কিনলে সব থেকে কম দামে পাবেন আসুন সেটা জানা যাক। আপনি যখন কোন সিমেন্ট কিনতে যাবেন তখন ঐ সিমেন্ট এর কিছু কোম্পানীর প্রতিনিধির মোবাইল নম্বর ম্যানেজ করে তাদের সাথে যোগাযোগ করবেন। ওরা আপনার সাথে যোগাযোগ করে সিমেন্ট পৌছিয়ে দিবে। এক্ষেত্রে আপনার কোন খুচরা বিক্রেতা বা ডিলারের চেয়ে কম করে হলেও ২০ টাকা কমে সিমেন্ট পাবেন।

এ ছাড়াও প্রত্যেক কোম্পানীর নিজস্ব কর্পোরেট সেল থাকে এর মাধ্যমে আপনি সিমেন্ট ক্রয় করিলে ডিলার ও খুচরা বিক্রেতাদের চেয়ে কম করে হলেও ৫০ টাকা কমে পাবেন। তবে কোম্পানীর কর্পোরেট সেল এ সিমেন্ট নিতে হলে আপনাকে ৪০০ ব্যাগ অর্থাৎ ১ ট্রাক সিমেন্ট নিতে হবে। আর কোম্পানীর প্রতিনিধির নিকট থেকে ডিলারের মাধ্যমে সিমেন্ট নিতে হলেও ১০০ ব্যাগ নিতে হবে। আশা করি এভাবে সিমেন্ট ক্রয় করিলে আপনি অনেক কম টাকায় সিমেন্ট ক্রয় করিতে পারিবেন।

এবার আসা যাক রড ক্রয়ের দিকে, রড ক্রয়ের জন্য আপনাকে অবশ্যয় কোন স্বনামধন্য দোকানে যেতে হবে, যেখান থেকে সবাই রড কিনে প্রাতারিত হয় না এমন দোকানের সন্ধান করিতে হইবে। কোন মিস্ত্রীর মাধ্যনে রড ক্রয় থেকে বিরত থাকবেন কারন এখানেও কমিশনের ব্যবস্থা আছে। রড ক্রয়ের জন্য আপনি সরাসরি দোকানে গিয়ে স্কেলে ওজন দেখে নিবেন এবং ক্যাশ মেমোতে সঠিক ওজন লিখছে কিনা সেটা দেখে নিবেন। কারন ১ কেজি রডের দাম এখন প্রায় ৯৫ টাকা তাই ওজন দেখে নেওয়াটা আপনার দায়িত্ব।

Steel-02.jpg

এবার আসুন কিভাবে রড এ ফাঁকি দেওয়া হয়। কিছু কিছু দোকানে গিয়ে আপনি দেখবেন অন্যান্য দোকান ছাড়া সে ১ থেকে ২ টাকা কমে রড বিক্রি করছে এমন কম দাম দেখে সেখান থেকে রড কেনা থেকে বিরত থাকবেন কারন সে আপনার নিকট থেকে ২ টাকা কম রাখলেও ১ কেজি ওজন ফাঁকি দিয়ে ৫ টাকা লাভ করে নিয়ে যাচ্ছে। এ জন্য রড কেনার জন্য অবশ্যয় আপনাকে স্বনামধন্য কোন দোকান থেকে রড ক্রয় করিতে হইবে যারা ওজনে ফাঁকি দেয় না। আপনি চাইলে কোম্পানীর প্রতিনিধির মাধ্যমে কম দামে রড ক্রয় করিতে পারিবেন কিন্তু সে ক্ষেত্রে আপনাকে ১৩ টন রড ক্রয় করিতে হইবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।

Sort:  
 4 months ago 

অনেক সময় মিস্ত্রিদের কথা শুনে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আসলে তারা সবসময় সঠিক কথা বলে না। আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন।

 4 months ago 

অনেক অনেক ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে বাড়িঘর মানুষ তো একবার ই করে তাই সবার তেমন এ ব্যাপারে অভিজ্ঞতা থাকে না তাই মিস্ত্রীদের কথামত চলতে হয়। যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর কিছুই করার থাকে না।

Hi, @alamsat,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

 4 months ago 

Thanks

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.21
JST 0.035
BTC 91680.24
ETH 3137.17
USDT 1.00
SBD 3.00