নকশীকাঁথা by alaminridoy ||10% বেনিফিট shy-fox এবং 5% বেনিফিট abb-school এর জন্য||০৩-০৪-২০২২

আসসালামু আলাইকুম
আজ ০৩ই এপ্রিল ২০২২

প্রান প্রিয় সকল স্টিমিট বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাইক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অনেক সময় ভালো না থাকলেও কিছু কারনে ভালো থাকার অভিনয় করতে হয়। কখনো কখনো অন্যের ভালোতে নিজের ভালো থাকার কারন বানিয়ে নিতে হয়।আর এর নামই জীবন। আজকে আপনাদের সাথে আলোচনা করবো নকশীকাঁথা নিয়ে।

নকশী কাঁথা

embroidery-gb8f452b34_1920.jpg
Source

নকশীকাঁথা এই কথাটির সাথে সবাই পরিচিত। উপার বাংলা এবং এপার বাংলাদেশের এমন কেউ নেই যে নকশীকাঁথা সম্পর্কে অজ্ঞাতো। নকশীকাঁথা বাংলার মানুষের একটি সংস্কৃতির অংশ।সামগ্র বাংলার পরিচয় বহন করে এই একটি মাত্র নাম। নকশিকাঁথা ভারত ও বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ সেলাই শিল্প। এই কাথা সেলাই করা হয় বিভিন্ন রকমের রংয়ের সুতা দিয়ে।এছাড়াও গ্রামের মানুষ তাদের পুরানো কাপড় এর পাড় থেকে সুতা খুলে এই কাথা সেলাই করে।বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর এবং ভারতের পশ্চিম বঙ্গ নকশীকাঁথা জন্য বিখ্যাত।

নকশীকাঁথা এবং জীবন

seamstress-g3b2a04e02_1920.jpg
Source

সাধারণ ভাবে দেখা যায় যে নকশীকাঁথা একটি সেলাই শিল্প। কিন্তু এই প্রতিটি সেলাইয়ের ভাজে ভাজে রয়েছে একটা জীবনের সুখ দুঃখ। রয়েছে তার ভালোবাসা,স্নেহের পরশ। গ্রাম বাংলা মানুষ গুলোর জীবনের প্রতি মহূর্ত যেনো এই নকশীকাঁথা সাথে গাথা। আমি আমার ছোট বেলায় দেখেছি নানি,কাকিরা,এই কাথা সেলাইয়ের সময় তাদের জীবনের কত সুখে দুঃখের কথা বলে বলে এই কাথা সেলাতো,, এছাড়াও নতুন বউরা যখন সংসারিক কোনো ঝগড়া হতো তখন এই কাথা সিলাতো আর কান্নাকাটি করে বিরবির করে মনের কথা বলতো।যে কথা শুধু নকশিকাঁথা ও সেই শুনতো।এর এই কথা গুলো তাদের মধ্যেই গোপন রয়ে যাবে, না কেউ কখন জানতে পারবে, না কেউ কখন শুনতে পারবে।

viking-g3de2f7016_1920.jpg
Source

দিন দিন এই নকশীকাঁথার কথা মানুষ ভুলে যাচ্ছে। এই প্রজন্ম এই সংস্কৃতি সম্পর্কে জানেই না বললেই চলে। প্রতিনিহত এই শিল্প হারিয়ে যাচ্ছে।তাই আমাদের সকলের উচিত এই শিল্প কে নতুন প্রজন্মের মধ্যে বেশি বেশি প্রচার করা এবং এই শিল্পের প্রতি আগ্রহ সৃস্টি করা।

এখানে আমি আমার মনে কিছু কথা লুকুচুরি করতেছিলো।তাই সে লুকুচুরি কথা গুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের। আপনাদের ভালো লাগলেই আমি স্বার্থক।
@alaminridoy

Sort:  
 2 years ago 

আসলে একটা সময় নকশীকাঁথা খুব জনপ্রিয় ছিল। দিনে দিনে মানুষ ভুলে যাচ্ছে অনেক মেশিন ও শিল্প হওয়ার কারনে।আমরা সকলেই পরিচিত। আসলে গ্রাম বাংলার মানুষ তাদের জীবনের সাথে নকশীকাঁথা গভীরভাবে সম্পর্কযুক্ত।তাদের হাতের কাজ অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই।এই নকশী কাথার মাঝে অনেক কিছু জড়িয়ে আছে। আর এই নকশি কাঁথা এখন অনেকটা তার অস্তিত্ব হারাতে বসেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

ধন্যবাদ

 2 years ago 

আগে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে নকশী কাঁথার কাজ হতো। এখন আর তেমন একটা এই ধরনের দৃশ্য দেখা যায় না। বলতে গেলে নকশি কাঁথা এখন প্রায় বিলুপ্তির পথে। আপনি নকশিকাঁথার সম্পর্কে খুব সুন্দর উপস্থাপনা করেছেন। পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ ।

আসলে আমাদের এই অতীত কে আবারো জাগিয়ে তুলো উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58015.02
ETH 2381.83
USDT 1.00
SBD 2.42