"এসো নিজে করি"রঙিন কাগজের সাহায্যে বেড তৈরি | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন চমৎকার পদ পোস্ট উপহার দিতে সক্ষম হচ্ছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজের সাহায্যে খুবই সুন্দর একটি বেড তৈরি করেছি, আমার কাছে বেড তৈরি করাটা খুবই সুন্দর ও ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।



IMG_20211020_211428.jpg



IMG_20211020_210731.jpg

তাহলে চলুন আর দেরি না করে রঙিন কাগজের সাহায্যে বিশ্রাম নেওয়ার বেড তৈরি করি:

উপকরণ:
১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা



ধাপ - ০১

IMG20211020183512.jpg

বেড বানানোর জন্য প্রথমে দুইটি ম্যাচ বক্স নিয়েছি।



ধাপ - ০২

IMG20211020184441.jpg

এরপর একটি ম্যাচ বক্স এর গায়ে আঠা লাগিয়ে নিয়েছি।



ধাপ - ০৩

IMG20211020184535.jpg

IMG_20211020_205119.jpg

এরপর একটি ম্যাচ বক্স এর সাথে অপর ম্যাচ বক্সটি উপর থেকে আঠা দিয়ে জুড়ে দিয়েছি।



ধাপ - ০৪

IMG_20211020_205033.jpg

এরপর ম্যাচ বক্সটিকে মোড়ানোর জন্য একটি রঙিন কাগজ মাপ মতো কেটে নিয়েছি।



ধাপ - ০৫

IMG_20211020_205144.jpg

এরপর কাগজটির গায়ে আঠা লাগিয়ে নিয়েছি।



ধাপ - ০৬

IMG20211020190640.jpg

এরপর এই আঠা লাগানো কাগজের সাথে ম্যাচ বক্স টি মুড়িয়ে নিয়েছি।



ধাপ - ০৭

IMG20211020191919.jpg

এরপর বেডের মাথার কাছের অংশের ডিজাইন করার জন্য মাপমত একটি শক্ত কাগজ কেটে নিয়েছি।



ধাপ -০৮

IMG_20211020_205218.jpg

এরপর এই শক্ত কাগজটিকে সাদা পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি।



ধাপ -০৯

IMG_20211020_205249.jpg

এরপর বেডের মাথার অংশটি আঠা দিয়ে বেডের সাথে জুড়ে দিয়েছি।



ধাপ - ১০

IMG_20211020_201901.jpg

এরপর বেডের মাথার অংশটিকে ছবিতে দেখানো উপায়ে কালো পেন্সিল রং দিয়ে একটি কিউট কার্টুনের মুখ আঁকিয়ে ডিজাইন করে নিয়েছি।



ধাপ - ১১

IMG20211020201303.jpg

এরপর বেডশীট বানানোর জন্য মাপমতো একটি রঙিন কাগজ কেটে নিয়েছি।



ধাপ - ১২

IMG20211020201545.jpg

এরপর চিকন করে সাদা কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে বেডশীটের এক পাশে বর্ডার দিয়ে নিয়েছি।



ধাপ - ১৩

IMG_20211020_211004.jpg

এরপর আঠা দিয়ে বেডশীটটি বেডের সাথে জুড়ে দিয়েছি।



ধাপ -১৪

IMG_20211020_215042.jpg

এরপর কালো পেন্সিল রং দিয়ে বেডশীটের উপর ডিজাইন করে নিয়েছি।



ধাপ -১৫

IMG20211020203234.jpg

এরপর বালিশ বানানোর জন্য মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।



ধাপ - ১৬

IMG20211020203138.jpg

এরপর কাগজটিকে মুড়িয়ে আঠা লাগিয়ে বালিশ বানিয়ে নিয়েছি।



ধাপ - ১৭

IMG_20211020_211654.jpg

এরপর বালিশগুলো বেডের উপর রেখে দিয়েছি।
এভাবে তৈরি করে নিয়েছি খুব সুন্দর দেখতে একটি রঙিন কাগজের বেড।



ফলাফল

IMG_20211020_211503.jpg

IMG_20211020_211428.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin


IMG_20211021_224752.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  

ভাইয়া কি বলব অসাধারণ বেড তৈরি করেছেন আপনি। যা সত্যি একটা প্রতিভার ব্যাপার। অনেক চিন্তা ধারা করে সুন্দর একটা পোস্ট বানিয়েছেন আজকে। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 3 years ago 

অও, আপনার তৈরি বেডটি খুবই সুন্দর হয়েছে।দেখতে বেশ কিউট লাগছে।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে

 3 years ago 

বাহ্ ভাইয়া অনেক সুন্দর একটি বেড তৈরি করেছেন তো। ডিজাইন টা অনেক ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে। ভাবতেছি এরকম একটি বেড তৈরি করতে হবে। কালার কম্বিনেশন অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

রঙিন কাগজের ও ম্যাচ এর সাহায্যে আরাম করার বেডটি খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন।তবে আপনার বেডসিটের ডিজাইন পাখি উড়তেছে এই ডিজাইন টা আমার খুব ভালো লেগেছে।♥♥

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি কাগজ ব্যবহার করে খুব আশ্চর্যজনকভাবে অরিগামি তৈরি করেন এবং এমনকি এটি আসলটির মতো খুব সুন্দর, বন্ধুরা সর্বদা শুভকামনা

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বেড তৈরি করেছেন। বেডের উপর বিছানা ছিটের ডিজাইনও চমৎকার। সবমিলিয়ে অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 3 years ago 

ম্যাচের বক্স এবং রঙিন পেপার দিয়ে আপনি অসাধারণ একটি বেড তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্ট অনেক সুন্দর ছিল। তাই আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

দেখার মত একটি ব্যাড তৈরি করেছেন আপনি ভাইয়া। রঙিন কাগজ এবং ম্যাচের বক্স দিয়ে যে এত সুন্দর ব্যাড তৈরি করা যায় সেটা কখনো কল্পনাও করিনি। আর আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। এত সুন্দর আপনার হাতের কাজ টি আমাদের উপহার দিয়েছেন সত্যি এটা প্রশংসার দাবিদার। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

রঙিন কাগজের সাহায্যে বেড তৈরি করেছেন আমার অনেক পছন্দ হয়েছে ভাই, আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বেড বানানোটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে বেশি কিউট লেগেছে বেডের উপরের উঁচু অংশটি। দেখতেই চোখ আটকে যাচ্ছে যেনো। আমার খুব পছন্দ হয়েছে বেডটি।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60826.76
ETH 2393.38
USDT 1.00
SBD 2.62