প্রাচীন কালের একটি উন্নত কার্যকরী প্রথার নিকৃষ্ট রূপ হলো আধুনিক যুগের "বর্ণভেদ প্রথা" ।
কথাটি একদম যথার্থ বলেছেন দাদা। ধর্ম, বর্ণ জাতপাত, প্রথা এই সবকিছু নিয়ে আমাদের মানুষদের এতটাই মাথাব্যথা যে আমরা যে সৃষ্টির সেরা জীব মানব জাতি আমরা সেটাই ভুলে যায়। তবে দাদা আপনি ছোটবেলা থেকেই একজন ভালো মনের মানুষ এবং একজন সত্তিকারের ভালো মানুষ। আপনার বাবার আদর্শ, আপনার পরিবারের শিক্ষাই আপনাকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিটা বাবা-মার উচিত তার সন্তানকে জাত ধর্মের কুসংস্কার থেকে দূরে রেখে সত্তিকারের মানবিক গুণে গুণান্বিত করে তোলা। তবেই আমাদের এই পৃথিবীর মানুষ মানুষের জন্য হয়ে উঠবে।
Thank You for sharing...