দাদার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দাদাকে গোলাপ ফুলের বুকে উপহার

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। বিকেল থেকে আমার মনটা ভালো নেই, আমার মনটা খুবই খারাপ। আমার কথায় আমার শুভাকাঙ্ক্ষীরা কষ্ট পেয়েছে তাতে আমি গভীর ভাবে দুঃখিত।

আমার কথাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মহত্ত্বের পরিচয় দিয়েছেন আমাদের প্রাণপ্রিয়@black দাদা। আমি দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। দাদার প্রতি রইল পরম শ্রদ্ধা ও ভালোবাসা। দাদার প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা থেকে দাদা কে গোলাপ ফুলের বুকে উপহার ।

20211109_002246-COLLAGE~2.jpg

উপকরণ:
১. রঙিন পেপার
২. আঠা
৩. সিজার

ধাপ - ০১

IMG20211108180046.jpg

প্রথমে মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ০২

IMG_20211108_203538.jpg

এরপর কাগজটিকে ত্রিভুজের মতো ভাঁজ করে নিয়েছি।

ধাপ -০৩

IMG20211108180153.jpg

এরপর বাড়তি অংশ কেটে নিয়েছি।

ধাপ -০৪

IMG_20211108_210314.jpg

এরপর কাগজটাকে আবারো ত্রিভুজের মত ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৫

IMG_20211108_210339.jpg

একইভাবে আবারো কাগজটি ভাঁজ করে নিয়েছি অর্থাৎ কাগজটিকে ত্রিভুজের মত করে চার ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৬

IMG_20211108_210354.jpg

এরপর ভাঁজ করা কাগজটিতে একটি ফুলের পাপড়ির আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ০৭

IMG_20211108_210412.jpg

এরপর দাগ বরাবর কাগজটি কেটে নিয়েছি। এবার কাগজটি খুললেই তৈরি হয়ে গেল ফুল।

ধাপ - ০৮

IMG20211108181413.jpg

এভাবে আরো চারটি ফুল কাগজ থেকে কেটে নিয়েছি।

ধাপ - ০৯

IMG20211108181821.jpg

এরপর ফুলগুলোকে ছবিতে দেখানো উপায়ে কেটে নিয়েছি।

ধাপ - ১০

IMG20211108181918.jpg

এরপর ফুলের একটি পাপড়িতে আঠা লাগিয়ে নিয়েছি

ধাপ - ১১

IMG20211108182619.jpg

এরপর ফুলের আঠা লাগানো পাপড়ির সাথে অপর একটি পাপড়ি জুড়ে দিয়েছি।

ধাপ -১২

IMG20211108182649.jpg

এভাবে বাকি ফুলের পাপড়ি গুলো বানিয়ে নিয়েছে।

ধাপ - ১৩

IMG20211108182900.jpg

এরপর ফুলের সব থেকে বড় পাপড়ির মাঝখানে প্রথমে আঠা লাগিয়ে দিয়েছি।

ধাপ - ১৪

IMG20211108183110.jpg

এভাবে এক এক করে সব গুলো পাপড়ি বসিয়ে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ -১৫

IMG20211108192159.jpg

এভাবে আরো চারটি ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ১৬

IMG_20211108_210446.jpg

এরপর ফুলের স্টিক বানানোর জন্য মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ১৭

IMG_20211108_210509.jpg

এরপর কাগজটিকে মুড়িয়ে স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ - ১৮

IMG20211108192626.jpg

এভাবে আরো চারটি স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ - ১৯

IMG_20211108_210543.jpg

এরপর স্টিক গুলো আঠা দিয়ে ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ -২০

IMG20211108195226.jpg

এরপর কাগজ থেকে ফুলের জন্য পাতা কেটে নিয়েছি।

ধাপ -২১

IMG_20211108_210529.jpg

এরপর দুটি পাতা একত্রে আঠা দিয়ে জুড়ে দিয়েছি। একইভাবে সবগুলো পাতা জুড়ে নিয়েছি।

ধাপ - ২২

IMG20211108201653.jpg

এরপর পাতাগুলো ফুলের স্টিক এর সাথে জুড়ে দিয়েছি।

ধাপ - ২৩

IMG20211108200028.jpg

এরপর ফুলের বুকে বানানোর জন্য মাপমতো একটি রঙিন কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ২৪

IMG20211108200611.jpg

এরপর কাগজটিকে ছবিতে দেখানো উপায়ে মুড়িয়ে নিয়েছি।

ধাপ - ২৫

IMG20211108201545.jpg

এরপর সোনালী রং এর গ্লিটার পেপার দিয়ে ফুলের বুকে টি ডিজাইন করে নিয়েছি।

ধাপ - ২৬

IMG_20211108_203350.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা গোলাপ ফুল গোলাপ ফুলের বুকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এভাবে আমি খুব সহজেই রঙিন কাগজের সাহায্যে গোলাপ ফুলের বুকে বানিয়ে নিয়েছি।

ফলাফল

IMG_20211108_224021.jpg

IMG20211108214701.jpg

IMG_20211108_203302.jpg

IMG_20211108_202646.jpg

IMG20211108214553.jpg


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

Cc.
@black দাদা

IMG_20211102_194126.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 3 years ago 

বাহ্ বাহ্ চমৎকার হয়েছে গোলাপ ফুলের তোরা।অনেক সময় লেগেছে তৈরি করতে কিন্তু সৌন্দর্যতা সময়ের কথা ভুলে যায়। আপনার প্রতিভা প্রশংসার দাবিদার। এতো অল্প ভাবে ফুটিয়ে তুলেছেন মুগ্ধতার হওয়াটা স্বাভাবিক। ❤️❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

দাদার প্রতি আপনার অগাধ ভালোবাসা দেখে খুব ভালো লাগলো।আর দাদার প্রতি আপনার তৈরি শিল্পকর্ম টিও খুব সুন্দর হয়েছে।দেখে মনে হচ্ছে তরতাজা কোনো গোলাপ।খুব সুন্দর তৈরি করেছেন।বর্ণনা করার স্টাইল টিও সুন্দর ছিল আপনার।🥰

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার গোলাপ ফুলের বুকেতা নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে। তার থেকে বেশি ভালো লেগেছে আপনি দাদার প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে নিজের হাতে গোলাপ ফুলের বুকে বানিয়ে উপহার দিয়াছেন তাই দেখে। দাদা নিশ্চয়ই অনেক খুশি হবে এটি দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে বুকে বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। আপনার গোলাপ ফুল গুলো তৈরি খুবই সুন্দর ছিল। এবং কি আপনি অনেক সুন্দর কালার গুলো চয়েজ করেছেন। আমাদেরকে এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার গোলাপ ফুলের তুরা টি দেখতে খুবই সুন্দর লাগছে।আর দারুন ভাবে গুছিয়ে আপনি প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি দাদার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দাদাকে গোলাপ ফুলের বুকে উপহার দিয়ে অনেক সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

ফুলগুলি সুন্দর করে বানিয়েছেন। আপনার ফুলের রং গুলো যেরম সুন্দর হয়েছে উপস্থাপনা ততটাই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা হাতের কাজ আমাদের সামনে পরিবেশন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে আমি খুব সহজে শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ ভাইয়া আপনি আপনার অনেক শ্রম এবং অভিজ্ঞতা দিয়ে অনেক সুন্দর একটি ফুলের বুকে তৈরি করেছেন। তাই বলে বুকেটি দেখতে দারুন হয়েছে। আর এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক কষ্ট করেই আপনি এই ফুলের তোড়া তৈরি করেছেন । প্রতিটি ধাপ দেখতেও খুব ভালো লাগতেছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি৷ দাদার প্রতি ভালোবাসা সবসময়, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48