"এসো নিজে করি"রাজকন্যার পেন্সিল স্কেচ অঙ্কন | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই সুন্দর একটি অংকন নিয়ে। আশা করি আমার পেন্সিল স্কেচ টি আপনাদের খুবই ভালো লাগবে।যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অনেক অনেক খুশি হব।

IMG20211010184328.jpg

IMG20211010184515.jpg

উপকরণ:
১. এ ফোর সাইজের আর্ট পেপার
২. পেন্সিল
৩. রাবার
৪. রং পেন্সিল

ধাপ - ০১

IMG20211010155454.jpg

প্রথমে রাজকন্যার বডির অংশ হাত সহ আঁকিয়ে নিয়েছি ‌‌।

ধাপ - ০২

IMG20211010160505.jpg

এরপর রাজকন্যার ফ্রক এর অর্ধেক অংশ আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ০৩

IMG20211010161325.jpg

তারপর ফ্রক এর সম্পূর্ণ অংশটি আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ০৪

IMG20211010163658.jpg

এরপর রাজকন্যার মাথা ও চুলের খোপা আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ০৫

IMG20211010164645.jpg

এরপর রাজকন্যার মাথার চুলের খোপা ও মাথায় গুঁজে রাখা ফুলগুলো রং করে নিয়েছি।

ধাপ - ০৬

IMG20211010165140.jpg

এরপর রাজকন্যার ফ্রকের ভাঁজগুলো আঁকিয়ে নিয়েছি।

ধাপ - ০৭

IMG20211010165528.jpg

এরপর রাজকন্যার ফ্রক এর বডির অংশ লাল রং দিয়ে রং করে নিয়েছি এবং ফ্রকের ভাঁজের অংশগুলো লাল কলম দিয়ে হাইলাইট করে নিয়েছি।

ধাপ - ০৮

IMG20211010170142.jpg

এরপর সম্পূর্ণ ফ্রক লাল রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ - ০৯

IMG20211010170535.jpg

এরপর কটনবাট দিয়ে যেখানে যেখানে রং ফাঁকা ফাঁকা থেকে গেছে সেখানটা ভরাট করে দিয়েছি।

ধাপ - ১০

IMG20211010171712.jpg

এরপর কালো পেন্সিল রং সম্পূর্ণ চিত্র টি হাইলাইট করে নিয়েছি।

ধাপ - ১১

IMG20211010184834.jpg

এরপর সোনালী রং এর জরি দিয়ে পুরো চিত্রটা কে ফুটিয়ে তুলেছি। এভাবে খুব সহজেই একটি রাজকন্যার চিত্র আঁকিয়ে নিয়েছি।

ফলাফল

IMG20211010184726.jpg

IMG20211010184528.jpg

IMG20211010184515.jpg

IMG20211010184328.jpg


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20211010_221640.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিকাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, বর্তমানে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি,আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 3 years ago 

আপনার অঙ্কন করা রাজকন্যার ছবিটা অনেক সুন্দর হয়েছে।ধাপ আকারে অঙ্কন করার পদ্ধতিগুলো খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া। বিশেষ করে জামার মধ্যে যে জোরে গুলো ব্যবহার করেছেন এটি আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

বেশি ভালো লাগছে জরি দেওয়ার পরে।জাস্ট মনে হচ্ছে কোনো এক রাজকন্যার সত্যিকারের গাউন।জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে, বেশি ভালো হয়েছে গাউনটি।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

অনেক দক্ষতার সহিত অনেক সুন্দর একটি রাজকন্যার চিত্রাংকন করেছেন ভাইয়া। আপনার চিত্রাংকন দেখে সত্যি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে ।চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

ভাই আপনার অংকন গুলো খুবই চমৎকার হয়েছে। ধাপে ধাপে আপনি আমাদেরকে সব দেখিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর ছবি অংকন করে আমদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আঁকা রাজকন্যার চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনি অনেক সুন্দর রাজকন্যার তৈরি করেছেন ভাই দেখে অনেক ভালো লাগলো। রাজকন্যার পেন্সিল স্কেচ অঙ্কন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

রাজকন্যার পেন্সিল স্কেচ অঙ্কন টা দেখতে চমৎকার লাগছে। বেশি ভালো লাগছে জরি দেওয়ার পরে।বরাবরই আপনার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে। শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

অসাধারণ একটি কর্ম। ভাল ছিলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

অসাধারন হইছে ভাই।প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করছেন দারুন লাগছিলো পরে রঙ করছেন আরো বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

পেন্সিল দিয়ে রাজ কন্যা অংকন অসাধারণ হয়েছে। আপনি খুবই ভালো আর্ট করতে পারেন দেখছি। এতো সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার আঁকা চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ,ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59169.46
ETH 2597.10
USDT 1.00
SBD 2.42