টক-ঝাল-মিষ্টি বড়ইয়ের আচার | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে হঠাৎ করে চোখে পড়ল এক কোণে কিছু পাকা বরই রয়েছে। পাকা বরই গুলো বেশ কিছু মাস আগে প্যাকেট জাত করে সংরক্ষণ করা হয়েছিল ডিপ ফ্রিজে। আজকে বড়ই গুলো দেখে ভীষণ বরইয়ের আচার খাওয়ার ইচ্ছা জাগল। বরইয়ের আচার আমার খুবই পছন্দের। তাই হুট করে বাজারে গিয়ে আচার বানাতে যা যা উপকরণ লাগে সব কিনে আনলাম। এরপর বাড়িতে এসে সব গুছিয়ে নিয়ে বসে পড়লাম আচার বানাতে। আমি খুব সহজ উপায়ে বরই আচার বানানোর চেষ্টা করেছি এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আশা করি, আমার তৈরি টক ঝাল মিষ্টি বরই আচারের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক টক ঝাল মিষ্টি বরই আচারের রেসিপি-

IMG_20220122_194950.jpg

উপকরণ সমূহ:

১. পাকা বরই
২. চিনি
৪. পাঁচফোড়ন
৫. শুকনা মরিচ
৬. জিরা
৭. লবণ
৮. সরিষার তেল

ধাপ-০১

IMG20220122144703.jpg

প্রথমে পাকা বরই এর বোটা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ-০২

IMG20220122144729.jpg

এরপর পাকা বরই গুলো পানিতে ধুয়ে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220122_161034.jpg

এরপর বরই গুলো রান্নার জন্য কড়াইয়ে দিয়েছি।

ধাপ- ০৪

IMG_20220122_161051.jpg

এরপর পরিমাণমতো পানি দিয়ে ৫ মিনিটের জন্য চুলার মিডিয়া আঁচে বড়ই গুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি।

ধাপ- ০৫

IMG_20220122_161120.jpg

বরই গুলো ভাপানো হয়ে গেলে একটি জালির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20220122_161225.jpg

এরপর ওই একই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি।

ধাপ- ০৭

IMG_20220122_161251.jpg

তেল গরম হয়ে গেলে গরম তেলে প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি।

ধাপ- ০৮

IMG_20220122_161323.jpg

শুকনা মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছি রসুন কুঁচি।

ধাপ- ০৯

IMG20220122150619.jpg

এরপর অ্যাড করেছি পাঁচফোড়ন। সবগুলো উপকরণ ভালো করে সরিষার তেলে ভেজে নিয়েছি।

ধাপ-১০

IMG_20220122_161408.jpg

মসলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছি আগে থেকে ভাপিয়ে রাখা বড়ই।

ধাপ- ১১

IMG_20220122_161523.jpg

এরপর বরই গুলো চামচ দিয়ে পিষে নিয়েছি।

ধাপ-১২

IMG_20220122_161557.jpg

এরপর বরই গুলোর মধ্যে অ্যাড করেছি চিনি।

ধাপ-১৩

IMG_20220122_161845.jpg

এরপর মিডিয়াম আঁচে চিনি বরই এর সাথে ভালো করে মিশিয়ে গলিয়ে নিয়েছি।

ধাপ-১৪

IMG20220122152043.jpg

এরপর বরইয়ের আচারের স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য একটি আলাদা পাত্রে শুকনা মরিচ, পাঁচফোড়ন ও জিরা ভালোভাবে ভেজে নিয়েছি।

ধাপ-১৫

IMG20220122152230.jpg

এরপর মসলাগুলো একত্রে পাটায় বেটে গুড়া মশলা বানিয়ে নিয়েছি।

ধাপ-১৬

IMG_20220122_161754.jpg

এরপর এই মসলাটি বরই আচারে ছড়িয়ে দিয়েছি।

ধাপ-১৭

IMG_20220122_161722.jpg

এরপর বড়ই আচারের সাথে ভালোভাবে‌ গুড়া মসলা মিশিয়ে দিয়েছি।

ধাপ-১৮

IMG_20220122_161702.jpg

এরপর পাঁচ মিনিট ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি বরইয়ের আচার।

পরিবেশন:-

IMG20220122170456.jpg

IMG20220122170448.jpg

IMG20220122170438.jpg

IMG20220122170506.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।

ধন্যবাদান্তে,,

IMG_20220109_213406.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 2 years ago 

টক-ঝাল-মিষ্টি বড়ইয়ের আচার দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাই আপনার বড়াই এর আচার দেখতে অনেক সুন্দর লাগতেছে । যেটা দেখে আমার জিভে জল চলে আসলো । কারণ এই বড়াই এর আচার টা খেতে আমাকে অনেক ভালো লাগে । তবে কখনো তৈরি করার চেষ্টা করিনি শুধু কিনে কিনে খেতাম । তবে আপনার টা দেখে তৈরি করার চেষ্টা করব। দাগ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই,

 2 years ago 

➡️ ভাই সত্যি বলতেছি জিভে জল চলে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটি জল আসলেও খেতে পারব না। কেন যে এগুলা দিয়ে মাথা খারাপ করেন ভাই। অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

আমি যদিও আচার কম খাই তবে, একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। আপনার এই আচার দেখে তো লোভ লাগতেছে ভাই। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। লোভনীয় একটি জিনিস শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও আচার! দেখেই তো জিভে জল চলে আসলো। আচার আমার অনেক ভালো লাগে বিশেষ করে বাড়িতে তৈরি করা আচার গুলো। আপনি বড়ইয়ের আচার টা এত অসাধারণ ভাবে করেছেন বলার বাহিরে। আমার কাছে এরকম আশা আর অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি করা আচার দেখে আমারও তৈরি করতে ইচ্ছে করলো। অনেক ভালো লাগলো আপনার আজকের আচার রেসিপি।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

আচার তো সাধারণত মেয়েদের খাবার, আপনার হাতে কেন ভাই??🤔🤔

যাইহোক দুষ্টুমি করলাম ভাইয়া। আপনার রেসিপিটি জাস্ট অসাধারণ ছিল। দেখে শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😊😊

 2 years ago 

আমার বউ আচার খেতে খুবই পছন্দ করেন,তাই তার জন্য বানালাম, ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

টক-ঝাল-মিষ্টি বড়ইয়ের আচার দেখে জিভে জল চলে আসলো। অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া।বড়ইয়ের আচার আমার খুবই প্রিয়। আপনি অনেক সুন্দর করে আপনার রান্নার প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও ভাই 😶😋😋😋খুবই লোভনীয় একটি রেসিপি করেছে আপনি অতী চমৎকার হয়েছে প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার বড়োই এর আচার তৈরির রেসিপিটি আমার অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে প্রতিটি স্টেপ শেয়ার করেছেন। আমার কাছে আপনার উপস্থাপনা অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47