ওয়ান টাইম চামচ দিয়ে লেডি বাগ পোকা তৈরি | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, তবে আজ আমি আপনাদের মাঝে ভিন্ন আঙ্গিকে এসেছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ওয়ানটাইম চামচ দিয়ে একটি লেডি বাগ পোকা তৈরি করেছি। এই লেডি বাগ পোকা আমরা বিভিন্ন ফুল গাছ, বিভিন্ন বড় বড় গাছ এবং নানা রকম উদ্ভিদের গায়ে দেখতে পাই। লেডি বাগ পোকা নানা রঙের হয়ে থাকে তবে আমার কাছে লালরঙের লেডি বাগ পোকা দেখতে বেশি ভালো লাগে। ছোটবেলায় এই লেডি বাগ পোকা নিয়ে আমরা অনেক খেলা করেছি। ছোটবেলায় আমাদের বাড়ির পাশের একটি গাছে প্রচুর পরিমাণে এই লেডি বাগ পোকা দেখা যেত। হঠাৎ করে আজ এই লেডি বাগ পোকার কথা মনে পড়ে গেল। আর তাই আমি আজ ওয়ানটাইম চামচ দিয়ে লাল রংয়ের লেডি বাগ পোকা তৈরি করেছে। আশাকরি ওয়ান টাইম চামচ দিয়ে তৈরিকৃত লেডি বাগ পোকাটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20220418_164105.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ওয়ান টাইম চামচ দিয়ে লেডি বাগ পোকা তৈরীর প্রস্তুত প্রণালী:-

উপকরণ সমূহ:

১. ওয়ান টাইম চামচ
২. পোস্টার রং
৩. সিজার
৪. আঠা

ধাপ-০১

IMG20220418162753.jpg

প্রথমে তিনটি ওয়ানটাইম চামচ নিয়েছি।

ধাপ-০২

IMG_20220418_163844.jpg

এরপর চামচ তিনটিকে এভাবে কেটে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220418_162511.jpg

এরপর চামচ তিনটি লাল ও কালো রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20220418_162522.jpg

এরপর লাল রং করা চামচ দুটোর উপর কালো রং দিয়ে ফোঁটা ফোঁটা ডিজাইন করে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20220418_162532.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে একটির উপর আরেকটি চামচ আঠা দিয়ে লাগিয়ে লেডি বাগ এর বডি তৈরি করে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20220418_162559.jpg

এরপর লেডি বাগ এর মুখ বানানোর জন্য একটি ওয়ানটাইম চামচ এভাবে কেটে নিয়েছি।

ধাপ-০৭

IMG_20220418_162610.jpg

এরপর কালো রং দিয়ে লেডি বাগ এর মুখ এঁকে নিয়েছি।

ধাপ-০৮

IMG20220418162344.jpg

এরপর লেডি বাগ এর মুখ লেডি বাগ এর বডির অংশের সাথে আঠা দিয়ে জুড়ে দিয়েছি। এভাবে আমি ওয়ানটাইম চামচ দিয়ে একটি লেডি বাগ পোকা তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20220418_163921.jpg

IMG20220418162317.jpg

IMG20220418162140.jpg

IMG20220418162251.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

IMG_20220406_130949.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 3 years ago 

প্রথমেই কনফিউশনে পড়ে গেছিলাম। কিছুটা সময় তাকিয়ে থাকার পরে কনফিউশন ভাঙলো। কনফিউশন ভাংলো কিন্তু কতটা যে অবাক হয়েছি তা বলার নয়। আপনার এত সুন্দর দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।

 3 years ago 

আমার কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম, আপনার সুন্দর মূল্যায়ন আমাকে মুগ্ধ করেছে, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও দারুণ আইডিয়া দেখছি আপনার।আপনি ওয়ান টাইম চামচ দিয়ে এত দারুণ লেডি বাগ পোকা তৈরি করেছেন আমি তো বিস্মিত হয়ে গেলাম। এত চমৎকার একটি পোকা মনে হচ্ছে সত্যি একটি পোকা পাতার উপর বসে আছে। রং খুব গাঢ় করে লাগিয়েছেন।তাই অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দরতম মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি আনন্দিত হলাম শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার এই ওয়ান টাইম চামচ দিয়ে তৈরি বাগ পোকা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। বাগ পোকা দেখতে অনেক চমৎকার হয়েছে। আপনি অনেক নিখুঁতভাবে এটি তৈরি করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ভাই আপনার মন্তব্য পেয়ে আমি অনেক উৎসাহ অনুপ্রেরণা পেলাম আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া । আমি তো প্রথমে ভেবে ছিলাম আপনি লেডি বাগ পোকার ছবি তুলেছেন। পরে আপনার টাইটেল পরে বুঝলাম আপনি ওয়ান টাইম চামচ দিয়ে লেডি বাগ পোকা তৈরি করেছেন। আমি আপনার পুরো পোস্ট দেখে অবাক। সত্যি ভাইয়া আপনার আইডিয়া অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেডি বাগ পোকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার সৃজনশীলতাই লেডি বাগ পোকা তৈরি আপনার সত্যি কারের পোকা বলে মনে হয়েছে জেনে আমি অনেক খুশি ও আনন্দিত হলাম, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ আইডিয়া প্রথমবার দেখে আমি ভেবেছিলাম এটা কোন ম্যাক্রো ফটোগ্রাফি। আপনি খুব চমৎকার করে ওয়ান টাইম চামচ দিয়ে লেডি বাগ পোকা তৈরি করয়েছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। লেডি বাগ পোকা তৈরির প্রত্যেকটি ধাপ খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি করা লেডি বাগ পোকা দেখে আপনি পোকার মাইক্রো ফটোগ্রাফি বলে ধরে নিয়েছিলেন এর মাঝে আমি খুজে পেলাম আমার সৃজনশীলতা আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি ভাই আপনি অনেক অসাধারণ একটি ওয়ান টাইম চামচ দিয়ে লেডি বাগ তৈরি করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে আপনার লেডি বাগ তৈরি আমার কাছে ভীষণ ভালো লেগেছে যা আমি বলে বুঝাতে পারব না। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি লেডি বাগ এর ফটোগ্রাফি করেছেন। করে দেখি এটা আপনার তৈরি একটা লেডি বাগ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমার তৈরি করা লেডি বাগ পোকা দেখে প্রথমে আপনি ভেবেছিলেন আমি ফটোগ্রাফি করেছি এই সুন্দর মন্তব্যের মাঝে খুজে পেয়েছি আমার সৃজনশীলতা, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও! ভাই এক কথায় অসাধারণ। আমিতো প্রথম ভেবেছি আপনি মনে হয় লেডি বাগ পোকার কোন ফটোগ্রাফি করছেন। পরে আপনার হেডিং ও পোস্ট ভিজিট করে যেটা বুঝতে পারলাম আপনি ওয়ান টাইম চামচ দিয়ে এটি তৈরি করেছেন। ভাই এত চমৎকার যে বোঝানো যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার একটি আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনিও প্রথমে আমার তৈরি করা লেডি বাগ পোকা দেখে ভেবেছিলেন হয়তো ফটোগ্রাফি করেছি, এই সুন্দর মন্তব্যের মাঝে খুজে পেয়েছি আমার সৃজনশীলতা, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আমি ভাবতেই পারিনি এটা হাতে তৈরি করা লেডি বাগ পোকা। আপনার এই নিপুন কাজটি সত্যিই অনেক প্রশংসার দাবিদার রাখেন এবং আপনার প্রতিটি ধাপ সুন্দর ও নিরবিচ্ছিন্ন ভাবে উপস্থাপন করেছেন সবকিছু মিলে অতুলনীয় নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছেন আপনি সফলও হয়েছেন আপনি একজন সফল ব্যক্তি আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

জ্বী আপু আপনি ভাবতে না পারলেও এটাই বাস্তবতা এটা আমি হাতে তৈরি করেছি, আপনার সুন্দর ও উৎসাহ মূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক আনন্দিত, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি ডাই প্রজেক্ট এটি। আর শেষে গাছের মধ্যে বসিয়ে দেওয়ায় আরো সুন্দর লাগছে। মনে হচ্ছে সত্যিই একটি পোকা এটি। আপনার পোষ্টের মাধ্যমে আজকে কিছু শিখতে পারলাম আমি। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশা করি সবসময় এভাবে সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়ে যাবেন।

 3 years ago 

আমার প্রশ্নের মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন জেনে আমি অনেক অনেক আনন্দিত, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79