"এসো নিজে করি" ক্যান্ডেল লাইট তৈরি | |15% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি।আজকে আমি আমাদের মাঝে খুবই সুন্দর একটি ক্যান্ডেল লাইট শেয়ার করলাম।আশা করি আপনাদের খুবই ভালো লাগবে,যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ভুলবেন না।

IMG_20211216_041627.jpg

ক্যান্ডেল লাইট,আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত,ক্যান্ডেলের তাপে সিটি গোল্ডের চেইন গলে ছিড়ে যায়

উপকরণ সমূহ:

১.শক্ত মোটা কার্টুন কাগজ
২.জিআই মোটা তার
৩.কাটা কম্পাস.
৪.সিজার
৫.কালো টেপ
৬.পুথি
৭.গুলো গান
৮.ওয়ান টাইম চামচ
৯.ক্যান্ডেল

তাহলে চলুন ক্যান্ডেল লাইট বানানো শুরু করা যাক:

ধাপ- ০১

IMG_20211214_005739.jpg

প্রথমে গোলাকার দুটি কাটুন কেটে নিয়েছি।

ধাপ- ০২

IMG20211214010507.jpg

মোটা জি আই তার সংগ্রহ করেছি।

ধাপ- ০৩

IMG20211214010835.jpg

মোটা জি আই তার কাটুনের অপর রেখেছি।

ধাপ-০৪

IMG20211214011319.jpg

মোটা জি আই তার গুলো কার্টুনের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-০৫

IMG20211214013252.jpg

আঠা দিয়ে লাগানোর পর উপরে অপর একটি গোলাকার কার্টুন দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-০৬

IMG20211214013321.jpg

ধাপ- ০৭

IMG20211214014412.jpg

জি আই তার গুলো একটু বাঁকাকরে নিয়েছি।

ধাপ-০৮

IMG20211214015831.jpg

জি আই তারের সাথে কালো টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-০৯

IMG20211214023116.jpg

এখন লাল পেপারের সাহায্যে সুন্দর ভাবে আটকে নিয়েছি।

ধাপ-১০

IMG20211214030629.jpg

IMG20211214030650.jpg

কাটুন এর উপর সবুজ পেপার সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ১১

IMG20211214004926.jpg

এটি রাউন্ড কসটেপ এর বাক্স নিয়েছি।

ধাপ-১২

IMG_20211214_011205.jpg

গোলাকার গরেলাল কাগজের পেপার কেটে নিয়েছি।

ধাপ-১৩

IMG_20211214_011359.jpg

গোলাকার কার্টুন এর উপর লাল কাগজের পেপার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ১৪

IMG_20211214_013938.jpg

IMG_20211214_014010.jpg

রাউন্ড কসটেপ লাল রঙের পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি।

ধাপ- ১৫

IMG20211214030809.jpg

অনেকগুলো ওয়ান টাইম প্লাস্টিক চামচ সংগ্রহ করি।

ধাপ-১৬

IMG20211214031639.jpg

চামচ গুলো এভাবে কেটে নিয়েছি।

ধাপ- ১৭

IMG20211214032441.jpg

IMG20211214032454.jpg

IMG20211214032512.jpg

চামচ গুলো গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-১৮

IMG20211214033440.jpg

IMG20211214033444.jpg

চামচ গুলো দ্বিতীয় সারিতে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ১৯

IMG20211214034724.jpg

IMG20211214034732.jpg

চামচ গুলো তৃতীয় সারিতে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ২০

IMG_20211215_224509.jpg

IMG_20211215_231710.jpg

ছোট ছোট কাগজের টুকরো কেটে নিয়েছি, এবং তারপর আঠা দিয়ে সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি।

ধাপ-২১

IMG20211215232946.jpg

IMG_20211215_233015.jpg

IMG_20211215_233034.jpg

IMG20211215233124.jpg

IMG_20211215_233221.jpg

IMG_20211215_233244.jpg

এরপরে গ্লু গান দিয়ে লাল রঙের পুঁথি লাগিয়ে নিয়েছি।

ধাপ- ২২

IMG20211215234308.jpg

পূর্বে তৈরি করা ফুল ও পাতা আটা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ২৩

IMG20211215235450.jpg

IMG20211215235508.jpg

গ্লিটার পেপার দিয়ে কেটে রাখা স্টার গুলো লাগিয়ে নিয়েছি।

ধাপ- ২৪

IMG20211216000453.jpg

দেখার সৌন্দর্য বৃদ্ধি করানোর জন্য সাদা ও লাল রংয়ের পুঁথিগুলো সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ২৫

IMG20211216003414.jpg

এখন সিটি গোল্ডের চেইন দিয়ে সুন্দরভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-২৬

IMG20211216003556.jpg

এখন আমার ক্যান্ডেল লাইট তৈরীর সকল জিনিসপত্র প্রস্তুত হয়ে আছে।

ফলাফল

IMG20211216004220.jpg

IMG20211216004244.jpg

IMG20211216004311.jpg

IMG20211216004403.jpg

IMG20211216011537.jpg

IMG20211216013704.jpg

IMG20211216013735.jpg

IMG20211216013821.jpg

এখন চামচ গুলো দিয়ে তৈরি করা ফুল সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবং মাঝখানে ক্যান্ডেল বসিয়ে দিয়েছি। এভাবে কঠোর পরিশ্রম ও সময়ের মাধ্যমে তৈরি হয়ে গেল ক্যান্ডেল লাইট।

ক্যান্ডেলসহ ফলাফল

IMG20211216013955.jpg

IMG20211216014013.jpg

এখন কঠোর পরিশ্রম ও সময় মাধ্যমে তৈরি করা ক্যান্ডেল লাইট এর মাঝে ক্যানডেলটি জ্বালিয়ে দিয়েছি, এই ক্যান্ডেল লাইট তৈরি করতে আমাকে অনেক জ্বালা-যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তাই শেষ সময়ে ক্যান্ডেল জ্বালিয়ে সকল জ্বালা যন্ত্রণার প্রতিশোধ নিতে সার্থক হলাম।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ,সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

আজকের মত বিদায় নিচ্ছি,,

ধন্যবাদান্তে,

IMG_20211125_024124.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি,আমার সাথে যোগাযোগ করুন:

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

Sort:  
 3 years ago 

ক্যান্ডেল লাইট তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি অনেক দক্ষতার সাথে ক্যান্ডেল লাইট তৈরি করছেন ভাইয়া। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর একটি ক্যান্ডেল লাইট তৈরি করেছেন। সত্যি আপনার কাজের প্রশংসা না করে পারছি না। অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

অসাধারণ প্রতিভা দিয়ে আপনি এই ডাই টি বানিয়েছেন ভাই। খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে এটি বানাতে।আপনি যেমনটি চেয়েছেন ঠিক তেমনটা বানাতে পেরেছেন ভাই।
আপনার জন্য শুভকামনা রইল 💜

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

ভাই,আপনার আইডিয়াগুলো জাস্ট অসাধারণ। আপনে অনেক সৃজনশীলতার একটা কাজ করেছেন। অনেক ধৈর্য সহকারে ধাপে ধাপে কাজটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ক্যান্ডেল লাইটটা অনেক সুন্দর লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

বাহ আপনার ক্যান্ডেল লাইট টি অসাধারণ হয়েছে ।এত সুন্দর ইউনিক একটি লাইট এর আগে আমি কখনও দেখিনি। এটা তৈরি করতে আপনার বেশ সময় ও কষ্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ।তার পরেও আপনি খুব সুন্দর করে দক্ষতার সঙ্গে কাজটি করেছেন।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর প্রতিটি ধাপ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করলাম খুব সুন্দর করে নিখুঁত করে আপনি প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ক্যান্ডেল লাইট আমাদের সামনে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

দারুন সুন্দর তৈরি করেছেন এ ক্যান্ডেল লাইট।প্রচুর পরিশ্রম করতে হয়েছে। বেশ কিছু চামচ দেখতে পেলাম। আইডিয়াটা দারুণ। প্রতিটি ধাপ ছিল অনবদ্য। সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য আমাদের সাথে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি খুবই দক্ষতার সাথে ক্যান্ডেল লাইট তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

ক্যান্ডেল লাইট তৈরি অনেক সুন্দর হয়েছে আর ছবিসহ যেভাবে ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন এটা পড়ে অতি সহজেই বুঝতে পেরেছি আপনার পোস্ট সম্পর্কে। শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

  • খুব অসাধারণ একটি ক্যান্ডেল লাইট তৈরি করেছেন। আমার খুব ভালো লেগেছে।আপনি খুব ভালো একটি শিল্পী। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য ভাই
 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

ক্যান্ডেল লাইটি টি খুবই দারুন হয়েছে ভাইয়া। এক কথায় অসাধারণ। আমার কাছে খুবই পছন্দ হয়েছে জিনিসটি। অন্ধকারের ভিতর ক্যান্ডেল টি আরও বেশি ভালো লাগছে দেখতে। এত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি করে
দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

ওয়াও আপনি তো অসাধারণ একটি ল্যাম্প তৈরি করেছেন সত্যিই আপনার আজকের এই সৃজনশীল প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম একেবারে। এবং প্রতিটা ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, উপস্থাপনাটা অনেক ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56596.99
ETH 2394.78
USDT 1.00
SBD 2.32