শুরু না হয়েও শেষ হয়ে যাওয়া ভালোবাসার গল্প| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে আবারো একটি ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি অনেকটা শুরু না হয়েও শেষ হয়ে যাওয়া ভালোবাসার মতো।

broken-1739128__480.webp

Source

এই গল্পটির প্রধান চরিত্র স্বপ্না ও আকাশ। স্বপ্না ও আকাশ দুজনে এখন হাই স্কুলে পড়াশোনা করে। তারা দুজন দশম শ্রেণীর শিক্ষার্থী । আকাশ এই হাই স্কুলে প্রথম থেকে পড়াশোনা করে তবে স্বপ্না ট্রান্সফার নিয়ে দু মাস যাবত হলো এই স্কুলে ভর্তি হয়েছে। স্বপ্না যেদিন প্রথম স্কুলে আসে সেদিনই আকাশ প্রথম দেখাতে স্বপ্নাকে মনে মনে ভালোবেসে ফেলে। তবে আকাশ স্বভাবগতভাবে খুব লাজুক তাই কখনোই সে স্বপ্নকে তার মনের কথা জানাতে পারেনি। আর অন্যদিকে স্বপ্না আকাশকে পছন্দ করলেও সে কখনো তা কাউকে বুঝতে দেয়নি। স্বপ্না এবং আকাশ প্রতিদিন স্কুলে আসে , তারা একে অন্যকে দেখে কিন্তু একই ক্লাসে পড়া সত্ত্বেও তারা কেউ কারো সাথে কখনো কথা বলে না। এভাবেই দেখতে দেখতে অর্ধবার্ষিকী পরীক্ষার সময় চলে আসে।

পরীক্ষার সময় স্বপ্না এবং আকাশের পরীক্ষার সিট পাশাপাশি পড়ে। এই ঘটনায় আকাশ তো বেজায় খুশি , তবে স্বপ্নাও খুবই খুশি হয়েছিল কারণ এতদিনে সেও আকাশকে ভালবেসে ফেলেছে তবে তা প্রকাশ করেনি কখনো। এই প্রথম আকাশ স্বপ্নার পাশে বসে অনেকটা সময় কাটাতে পারছে বলে সে খুবই খুশি হয় , তবে হোক সেটা পরীক্ষার হল তাতে তার কোন যায় আসে না। আকাশ পরীক্ষায় নিজের খাতাতে লেখার থেকে স্বপ্নার দিকে বেশি তাকিয়ে থাকতো যার জন্য তাকে ক্লাস টিচারের কাছে অনেক বকাও খেতে হয়েছিল বারবার। আর এভাবেই করে তাদের পরীক্ষাও শেষ হয়ে যায়। কিন্তু আকাশ এখনো স্বপ্নার সাথে কোন কথাই বলে উঠতে পারিনি। সে স্বপ্নার সাথে কথা বলতে খুব লজ্জা পেতো এবং সাথে ভয়ও পেতো।এভাবে করে তাদের মাধ্যমিক দেওয়ার সময়ও চলে আসে। তখনো আকাশ এবং স্বপ্না দুজন দুজনকে দেখেই যেত কিন্তু কেউ কাউকে কিছুই বলত না। এভাবে করে মাধ্যমিক টাও শেষ হয়ে যায়।

মাধ্যমিকের পর যখন রেজাল্ট বের হয় তখন আকাশ এবং স্বপ্না তারা দুজনেই ভালো রেজাল্ট করে। এরপর আকাশ একটি ভালো কলেজে ভর্তি হয়ে যায় তার বাবা-মায়ের ইচ্ছেতে এবং সে তার বন্ধু-বান্ধবের থেকে সপ্নার খবর নেওয়ার চেষ্টা করে। স্বপ্না কোন কলেজে ভর্তি হয়েছে, সে এই ব্যাপারে তার বান্ধবীদের থেকে জানার চেষ্টা করে। আকাশ মনে মনে ভেবে নিয়েছিল সে এবার স্বপ্নাকে তার মনের কথা বলবে, তাই সে স্বপ্নার খোঁজ নেওয়ার চেষ্টা করে। কিন্তু আকাশ স্বপ্নার এক বান্ধবী থেকে জানতে পারে স্বপ্নার দুদিন আগে বিয়ে হয়ে গেছে। সে এখন শ্বশুর বাড়িতে। এ কথা জানতে পেরে আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ে। আকাশ অঝোরে কান্না করতে থাকে এবং মনে মনে বলতে থাকে আমি যদি তাকে আগে থেকে জানাতাম আমার মনের কথা তাহলে হয়তো এমনটা হতো না।

এরপর সাত বছর কেটে যায়। সাত বছর পর একদিন হঠাৎ আবারো স্বপ্না এবং আকাশের দেখা হয় একজন কমন ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে।। স্বপ্না এতদিনে পুরোপুরি গৃহিণী হয়ে উঠেছিল এবং তার কোলে ছিল ছোট্ট সন্তান। আর অন্যদিকে আকাশ এখন একজন সফল বিজনেসম্যান। তবে সে এখনো সিঙ্গেল। আর এত বছর পর এই প্রথম স্বপ্না এবং আকাশ দুজন দুজনের সাথে কথা বলে। আকাশ বলে, কেমন আছো? উত্তরের স্বপ্ন বলে, ভালো আর আপনি? কিন্তু এর উত্তরে আকাশ কিছু না বলেই একটা ছোট হাসি দিয়ে চলে যায়।

আকাশ এখনো স্বপ্নাকে ভালোবাসে। স্বপ্নার জায়গাটা সে আজও কাউকে দেয়নি।আর এভাবেই তার "শুরু না হয়েও শেষ হওয়া ভালোবাসার গল্প" এখানেই শেষ হয়।

IMG_20230131_215047.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 last year 

আসলে যদি আকাশ স্বপ্নাকে তার মনের কথা আরো আগে বলে দিত তাহলে শেষে আর এমন হতো না। তাদের দুজনের মনের কথা মনেই থেকে গেল কাউকে কেউ বলতে পারেনি। যখনই আকাশ কলেজে ভর্তি হয় তখনই সে ভাবে স্বপ্নকে সবকিছু খুলে বলবে কিন্তু এর পরিবর্তে এসে শুনতে পায় দুদিন আগে তার বিয়ে হয়ে গিয়েছে। অন্য আরেকটি ফ্রেন্ডের বিয়েতে তাদের দুজনের আবার দেখা হয়েছিল দীর্ঘ সাত বছর পর। যদিও কিছুটা কথা বলেছে কিন্তু ভালোভাবে কথা বলেনি। তাদের ভালবাসাটা শুরুতেই শেষ হয়ে গেল। খুবই খারাপ লাগলো এই জন্য। এমনিতে গল্পটা পড়তে ভালো লেগেছে।

 last year 

গল্পটি আপনি পড়েছেন এবং গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আকাশ এবং স্বপ্নার ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার আগেই ভেঙে গিয়েছে এটা জেনে ভীষণ খারাপ লেগেছে। তারা দুজন একে অপরকে শুরু থেকেই পছন্দ করতো। যদি এসে বলে দিত তাহলে এখন তারা দুজন জীবনসঙ্গী হতো একে অপরের। দুইজনই বলতে পারেনি যার ফলে স্বপ্নার বিয়ে হয়ে গিয়েছে। এবং আকাশ অনেক বড় বিজনেসম্যান হয়েছে। এমনিতে এরকম গল্প গুলো পড়তে আমার কাছে ভালো লাগে যদি একে অপরের সাথে মিল হয় তাহলে একটু বেশি ভালো লাগে। ছোট হলেও গল্পটা ভালই লিখেছেন।

 last year 

গল্পটি আপনি পড়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

এরপর অসংখ্য ভালোবাসা রয়েছে যা শুরু না হয়েই শেষ হয়ে যায়। তবে এক্ষেত্রে আকাশের দোষটাই বেশি, সে যদি মনের কথাগুলো বলতে পারতো তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারতো। যাক স্বপ্না ভালো আছে, আকাশ হয়তো নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাবে।
ভালো গল্প ছিল 👌

 last year 

হ্যাঁ এরকম অসংখ্য ভালবাসা রয়েছে স্কুল কলেজ লাইফে যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আপনি গল্পটি পড়েছেন এবং আপনার কাছে গল্পটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

এমন হাজারো ভালোবাসা রয়েছে যা শুরু নাহতেই শেষ হয়ে যায়। আকাশের স্বপ্ন ভালবাসা ও শুরু না হতেই শেষ হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে তারা দুজন দুজনকে বেশ ভালোবাসতো। ভাগ্যের লীলা খেলায় কেউ কারো জীবনসঙ্গী হতে পারল না।। কিন্তু জীবন তো আর থেমে থাকে না তাই আকাশ এখন বেশ ভালো বিজনেসম্যান এবং স্বপ্না এখন গৃহিনি।

 last year 

সত্যি কথা বলতে কি মানুষের জীবন বৈচিত্র্যময়। মানুষ বেঁচে থাকলে পারে তার মন যেমন চেঞ্জ হয় তেমন আশা-আকাঙ্ক্ষা জাগ্রত হয় ও চেঞ্জ হয় আর এরই মধ্য দিয়ে মনের অনেক আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না কখন মনের মধ্যে ভালোলাগা জাগ্রত হয় তা মনের অগোচরেই শেষ হয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি যেখানে অনেক মানুষের বাস্তব জীবনের মিল রয়েছে। যেখানে আকাশ আর স্বপ্নার বিষয়টাও একই রকম। যাইহোক গল্পটা পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আসলে লাজুক ছেলেদের সাথে এরকম ঘটনায় বেশিরভাগ ই ঘটে থাকে। কারণ তারা সহজে বলতেও পারে না আর মেয়েরা তো আগে বলবে না। তাই কি আর করার ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আপনার গল্পটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর গল্পটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 65900.16
ETH 3470.80
USDT 1.00
SBD 2.68