"এসো নিজে করি"রঙিন কাগজের সাহায্যে ঝাউ গাছ তৈরি | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু-আলাইকুম।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমি@alamin-islam ইসলাম আছি আপনাদের সাথে।
আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আছি আপনাদের সাথে। আপনাদের সাথে অনেক কিছুই ভাগাভাগি করতে আমার খুবই ভালো লাগে। যেমন : অংকন করা, কোনো কিছু তৈরি করা, রান্নার রেসিপি, মুভি রিভিউ ও নাটক রিভিউ এমনকি সাথে থাকে জেনারেল রাইটিং। এগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু সময় আনন্দ অনুভূতির মধ্যে রাখতে ও থাকতে খুবই ভালোবাসি।

তেমনি আজকে আমি রঙিন কাগজের সাহায্যে খুবই সুন্দর একটি ঝাউ গাছ তৈরি করেছি, আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি সার্থকতা খুঁজে পাবো।

20211114_005226-COLLAGE~2.jpg

উপকরণ:
১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা

ধাপ- ০১

IMG20211112214915.jpg

প্রথমে একটি রঙিন কাগজ ছবিতে দেখানো উপায়ে গাছের আকৃতিতে কেটে নিয়েছি।

ধাপ- ০২

IMG_20211113_205258.jpg

একইভাবে আরো ১২ টি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০৩

IMG20211112215220.jpg

এরপর কাগজটির ডানপাশে লম্বালম্বিভাবে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ- ০৪

IMG20211112220043.jpg

এরপর এই আঠার পর আরেকটি কেটে নেওয়া কাগজ লাগিয়ে নিয়েছি। এভাবে এক এক করে সব গুলো কাগজ লাগিয়ে নিয়েছি।

ধাপ-০৫

IMG20211112221011.jpg

এরপর গাছের পাতাগুলো কে হালকা চাপ দিয়ে ফোল্ড করে নিয়েছি।

ধাপ- ০৬

IMG_20211113_205749.jpg

এরপর গাছটির শেষ প্রান্তে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ- ০৭

IMG20211112222800.jpg

এরপর অন্য একটি সাদা পেপার এর সাথে গাছটা লাগিয়ে নিয়েছি।

ধাপ- ০৮

IMG20211112225052.jpg

এরপর হলুদ রঙের একটি রঙিন পেপার চারিদিক সমান করে কেটে নিয়েছি।

ধাপ-০৯

IMG20211112225122.jpg

এরপর কাগজটি কে মাঝখান থেকে আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১০

IMG20211112225215.jpg

এরপর ভাঁজ করা অংশের বাঁদিকের কোন ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১১

IMG20211112225239.jpg

এরপর ত্রিভুজের মতো করে ভাঁজ করা কাগজটি খুলে সেই কাগজটি কে মাঝখান থেকে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১২

IMG_20211113_210705.jpg

এরপর কাগজটি কে খুলে নিয়েছি। কাগজটিকে খুললেই দেখতে পাবো ভাঁজ করার কারণে কাগজটিতে একটি ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে। এই ক্রস চিহ্ন টা বোঝার সুবিধার্থে কলম দিয়ে চিহ্ন করে নিয়েছি।

ধাপ-১৩

IMG20211112225348.jpg

এরপর কাগজটিকে ছবিতে দেখানো উপায়ে ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১৪

IMG20211112225412.jpg

এরপর কাগজটির ডানপাশে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১৫

IMG20211112225440.jpg

এরপর বামপাশেও কাগজটিকে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১৬

IMG_20211113_210802.jpg

এরপর কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ ভেঙে নিয়েছি । এরপর কাগজটিকে যে সোজাসুজি কাটা হবে সেখানে চিহ্ন করে নিয়েছি।

ধাপ-১৭

IMG_20211113_210822.jpg

এরপর এই দাগ বরাবর কাগজটি কে কেটে নিয়েছি।

ধাপ-১৮

IMG_20211113_210832.jpg

এরপরে কেটে নিয়ে অংশ খুলে নিলেই তৈরী হয়ে গেলো তারা।

ধাপ- ১৯

IMG20211112223025.jpg

এরপর এই তারাটিকে গাছের মাথায় লাগিয়ে দিয়েছি।

ধাপ- ২০

IMG20211112223658.jpg

এরপর গাছটির ভূমির অংশ বানানোর জন্য গোল করে দুইটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ২১

IMG20211112224232.jpg

এরপর আঠা দিয়ে একটি কাগজের সাথে অপর কাগজ জুড়ে দিয়েছি।

ফলাফল

IMG_20211114_004825.jpg

এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল রঙিন কাগজের সাহায্যে খুবই সুন্দর একটি ঝাউ গাছ।

IMG_20211114_004716.jpg


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20211029_004919.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজের সাহায্য আপনি খুব সুন্দর বাস্তবএর মতো একটি ঝাউ গাছ বানিয়েছেন।যা দেখতে আসলেই খুব সুন্দর লাগছে

ধাপ গুলো খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো গাছটি খুব সুন্দর হয়েছে ।আমি কয়েকদিন ধরে ভাবছি বানাবো বানাবো কিন্তু কঠিন দেখে আমি আর বানায়নি ।আপনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে গাছটি বানিয়ে ফেলেছেন দেখতে ভালো লাগছে। প্রতিটি ধাপে ধাপে আপনি এমন করে দেখিয়েছেন যে এখন আমি মনে হচ্ছে আপনার টা দেখে দেখে বানাতে পারব চেষ্টা করলে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

ও মাই গড একদম হুবুহু লাগছে ঝাউ গাছটি। খুব পছন্দ হয়েছে আমার।সত‍্যিই আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। সুন্দর বিশ্লেষণ ছিল ঝাউ গাছ সম্পর্কে। শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 3 years ago 

কাগজের সাহায্যে ঝাউ গাছ তৈরি করেছেন দেখতে তো বেশ ভালোই হয়েছে ভাই আমার অনেক পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago 

এটি আপনার দুর্দান্ত কাজ, আপনার ভাল কাজ চালিয়ে যান, আমার বন্ধু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ঝাউ গাছ খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আর বেশ সময় নিয়েও কাজটি করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার রঙিন কাগজের ঝাউ গাছ বানানো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটা কারুকার্য উপহার হিসেবে দিয়েছেন। এবং তাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজের সাহায্যে খুব সুন্দর ঝাউ গাছ তৈরি করেছেন।সবুজে সবুজময় আপনার সেই ঝাউ গাছ।সত্যিই অসাধারণ মনমুগ্ধকর♥♥

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

ভাই সুন্দর লাগছে আপনার তৈরী কাগজের ঝাউ গাছটি । বরফের দেশে এই ধরনের গাছ বেশী দেখা যায়। তবে সেগুলো কিনা আমি জানি না যেটির নাম পাইন ট্রি । যাই হোক আপনার তৈরী গাছের প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে ভালই বানিয়েছেন। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ বাহ অসাধারণ হয়েছে আপনার কাগজের গাছটি। একটা খুব সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50