পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, তবে আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে আঁকা পোস্টার রং দিয়ে তৈরিকৃত একটি পেইন্টিং নিয়ে এসেছি ‌। এই পেইন্টিং এর মাধ্যমে আমি পাহাড়ি ঝর্ণা, নদী এবং প্রকৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি পেইন্টিং করতে খুবই ভালোবাসি। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করতে আমার কাছে সব থেকে ভালো লাগে। বিশেষ করে পেইন্টিং করলে আমার মনটাও খুব ভালো থাকে। তাই আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। আশাকরি, পোস্টার কালার দিয়ে তৈরিকৃত পাহাড়ি ঝর্ণা ও নদীর পেইন্টিংটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG20220417155808.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পেইন্টিং:-

উপকরণ সমূহ:

১. খাতার উপরের কভার পেজ
২. পোস্টার কালার
৩. রং করার তুলি
৪. পেন্সিল

ধাপ-০১

IMG_20220417_160009.jpg

প্রথমে পেন্সিল দিয়ে দৃশ্যের কাঠামো তৈরি করে নিয়েছি।

ধাপ-০২

IMG20220417144717.jpg

এরপর চকলেট রং এবং কালো রং দিয়ে পাহাড় রং করে নিয়েছি।

ধাপ-০৩

IMG20220417145334.jpg

এরপর নীল-সাদা ও হলুদ রং দিয়ে আকাশ রং করে নিয়েছি।

ধাপ-০৪

IMG20220417150543.jpg

এরপর সাদা রং দিয়ে ঝর্ণা এঁকে নিয়েছি।

ধাপ- ০৫

IMG20220417151458.jpg

এরপর সাদা, নীল ও সবুজ রং দিয়ে নদীর পানি এঁকে নিয়েছি।

ধাপ- ০৬

IMG20220417153059.jpg

এরপর হলুদ ও চকলেটে রং মিশিয়ে রাস্তা রং করে নিয়েছি এবং রাস্তার দুই পাশে সবুজ রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-০৭

IMG20220417153740.jpg

IMG20220417153723.jpg

এরপর রাস্তার দুই পাশে লাল, সাদা ও হলুদ রং দিয়ে ফুল এঁকে নিয়েছি।

ধাপ-০৮

IMG20220417154617.jpg

এরপর রাস্তার একপাশে কালো রং দিয়ে রেলিং এঁকে নিয়েছি।

ধাপ-০৯

IMG20220417155352.jpg

এরপর কালো রং দিয়ে আকাশে পাখি এঁকে নিয়েছি। এভাবে আমি পোস্টার কালার দিয়ে পাহাড়ি ঝর্ণা এবং নদীর প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করে নিয়েছি।

ফলাফল

IMG20220417155825.jpg

IMG20220417155909.jpg

IMG20220417155808.jpg

IMG_20220417_160654.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

IMG_20220406_130949.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন ভাইয়া। খুবই চমৎকার লাগছে দেখতে। বিশেষ করে রাস্তাটি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি। দারুন লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আপু আমার পেইন্টিং এর ভেতরের দৃশ্যের রাস্তাটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার তৈরি পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি আমার অনেক পছন্দ হয়েছে ভাই। আপনি অসাধারণ ভাবে পেইন্টিংটি সম্পন্ন করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি আনন্দিত, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

আপনি অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন পোস্টার রং দিয়ে। আপনার এই দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার অঙ্গন আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি হলাম, আপনার সুন্দরতম মন্তব্য আমাকে অনেক উৎসাহ ও প্রেরণা যুগিয়েছে, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি পেইন্টিং আমাদের উপহার দিয়েছেন। আপনি মনে হয় নতুন পেইন্টিং করা শিখতে দেন। চেষ্টা চালিয়ে যান অবশ্যই একদিন সফল হবেন। নতুন হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্য আমাকে অনেক অনেক অবাক করেছে, আমি কমিউনিটির প্রথম দিক থেকেই পেইন্টিং করে থাকি, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া পোস্টার রং দিয়ে আপনার প্রাকৃতিক দৃশ্য আর্টটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ঝর্ণাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া যে রাস্তাটি এঁকেছেন রাস্তাটিও খুব সুন্দর লাগছে দেখতে । সব মিলিয়ে আপনার আর্টটি আকর্ষণীয় লাগছে।

 3 years ago 

ঝরনা ও রাস্তাটি দেখতে আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

আলামিনভাই পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আশা করি নিয়মিত করলে অনেক ভালো কিছু হবে। ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন নিয়মিত প্যাকটিস করলে একদিন সফলতা অর্জন হবে , আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পোস্টার রং দিয়ে বেশ ভালই পেইন্টিং করতে পারেন। আপনার পেইন্টিং গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। পোস্টার রং দিয়ে আপনি অসাধারণ কিছু পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার আজকের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুব ভালো লেগেছে। অনেক চমৎকারভাবে পেইন্টিং এর সবগুলো ধাপ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পেইন্টিং আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য আমাকে আমার কাজের প্রতি উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং খুব দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে অত্যন্ত দক্ষতার সহকারে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। আসলে আপনার আর্টিস্ট করার দক্ষতা অনেক বেশি‌‌। খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপসমূহ স্থাপন করেছেন ‌‌। দেখে খুবই ভালো লাগলো‌ এত অসাধারন আট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ‌‌‌

 3 years ago 

আমার পেইন্টিং আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম কিন্তু আপনার ইনফর্মেশন ভুল ছিল আমি কোন জল রং ব্যবহার করি নাই আমি পোস্টার রং ব্যবহার করেছি, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া, প্রাকৃতিক দৃশ্যের অংকন গুলো আমারও খুব ভালো লাগে।আপনার অঙ্কন করা পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য এটি সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। এই রকম দৃশ্য দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। ভাইয়া, পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন এই ধরনের প্রাকৃতিক-দৃশ্য-অংকন দেখলে মনটা ভরে যায়, আপনার থেকে সুন্দর সুন্দর মন্তব্য পেলে আমি আমার কাজের প্রতি উৎসাহ অনুপ্রেরণা পাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি পোস্টার রং দিয়ে খুব চমৎকার প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা সত্যিই ভীষণ প্রশংসনীয় কাজ ছিল ।
আপনার রং এর ব্যবহার ভীষণ চমৎকার লেগেছে আমার কাছে।
দোয়া রইল আপনার জন্য।

 3 years ago 

রং এর ব্যবহার আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79