আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অনেকদিন পর বাড়ি আসলাম। বাড়ির পাশে শেখ রাসেল শিশু পার্ক। যখন আমি দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা অবস্থায় ছিলাম তখন শেখ রাসেল শিশু পার্ক ছিল না। ওই জায়গাটা আমাদের স্কুলের খেলার মাঠ ছিল, ওই খেলার মাঠটা ঘিরে শেখ রাসেল শিশু পার্ক করা হয়েছে। শেখ রাসেল শিশু পার্ক থেকে কিছু ফটোগ্রাফি করেছে তা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220112_195239.jpg

ছবি:- ০১

IMG_20220112_143203.jpg

এই ছবিতে আমার হাতে ধরে রাখা একটি শাপলাফুল আপনারা দেখতে পাচ্ছেন। শাপলা ফুল আমাদের জাতীয় ফুল। শাপলা ফুল খুবই পছন্দের সুগন্ধিযুক্ত।

ছবি:- ০২

IMG_20220112_143124.jpg

এই ছবিতে আপনারা শেখ রাসেল শিশু পার্কের গেট দেখতে পাচ্ছেন। এই শেখ রাসেল শিশু পার্ক আমার বাড়ির সাথে অবস্থিত।

ছবি:- ০৩

IMG_20220112_143105.jpg

এই ছবিতে আপনারা একুরিয়াম এর মধ্যে বিভিন্ন রংবেরঙের মাছ দেখতে পাচ্ছেন। যা আমার খুবই পছন্দের ও শখের কাজ।

ছবি:- ০৪

IMG_20220112_143047.jpg

এই ছবিতে তিনটি তোতা পাখি দেখতে পাচ্ছেন। এই তোতা পাখি গুলো কথা বলতে পারে, একদিন সময় করে আপনাদের মাঝে তোতা পাখির কথা ভিডিও করে শোনাবো।

IMG_20220112_143032.jpg

এই ছবিতে সিঙ্গেল তোতা পাখি দেখতে পাচ্ছেন, তোতা পাখির সাথে দুষ্টুমি করার সময় ছবিটি তোলা হয়েছে।

ছবি:- ০৫

IMG_20220112_142918.jpg

এই ছবিতে দুইটি কালো রংয়ের ময়না পাখি দেখতে পাচ্ছেন। এই ময়না পাখি দুটি কথা বলতে পারে। বিশেষ করে যখন বলা হয় ময়না কথা কয়না তখনই তারা কথা বলতে থাকে।

ছবি:- ০৬

IMG_20220112_142429.jpg

এই ছবিতে খুবই আকর্ষণীয় ফুল দেখা যাচ্ছে, ফুলের পাতা গুলো পান পাতার মতো, আর ফুল গাছটি দেখতে হুবহু মাটির নিচকার আলুর গাছের মতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফুল গাছটির নাম জানা নেই, ফুলগুলো আঙ্গুর ফলের মতো ঝোপা আকারে আছে। ফুলের রংটি বেশ আকর্ষণীয় লেগেছে আমার কাছে।

ছবি:- ০৭

IMG_20220112_142825.jpg

এই ছবিতে কৃত্তিম ব্যাঙ দেখা যাচ্ছে যা খুবই আকর্ষণীয়। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তাই আমার ফোনের ক্যামেরা বন্দী করে নিয়েছি।

ছবি:- ০৮

IMG_20220112_142712.jpg

এই ছবিতে বিদেশি ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন আপনারা, বিদেশি ঘুঘু পাখি দেখতে বেশ চমৎকার ও আকর্ষণীয়। এখন প্রাকৃতিক পরিবেশের যে অবস্থা ঘুঘু পাখি দেখায় মেলে না।

ছবি:- ০৯

IMG_20220112_142544.jpg

এটা বিদেশি হলুদ গাছের ফুলের স্টিক। এই হলুদ গাছ তবে করে লাগানো থাকে।

ছবি:- ১০

IMG_20220112_142348.jpg

এই ছবিতে আপনারা চীনা মুরগি দেখতে পাচ্ছেন, চেনা মুরগি আমি এই প্রথম বারের মত দেখলাম। বিশ্বাস করেন চীনা মুরগি আমার দেখা সবচেয়ে বড় মুরগি।

ছবি:- ১১

IMG_20220112_142247.jpg

এই ছবিতে আপনারা কৃত্তিম ঘোড়া দেখতে পাচ্ছেন। কৃত্তিম ঘোড়া দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে।

ছবি:- ১২

IMG_20220112_142217.jpg

এই ছবিতে আপনারা খুবই সুন্দর গোলাপি রঙের গোলাপ ফুল দেখতে পাচ্ছেন। গোলাপ ফুলটি দেখতে আমার কাছে অনেক সুন্দর ও সতেজ লেগেছে।

ছবি:- ১৩

IMG_20220112_142131.jpg

এই ফুলটি আমার কাছে কৃষ্ণচূড়া ফুলের মত লাগছে। কিন্তু অবাক করার বিষয় এই ফুল গাছের পাতার চেয়ে ফুলের সংখ্যা অনেক বেশি। যদি আপনারা এই ফুলের নাম কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

ছবি:- ১৪

IMG_20220112_142102.jpg

আপনারা যে ফুলের ছবি দেখতে পাচ্ছেন এই ফুলটি সুন্দর ও সুগন্ধি বিশিষ্ট। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।

ছবি:-১৫

IMG20220112140536.jpg

এই ছবিতে আপনারা শিউলি ফুলের বিচি দেখতে পাচ্ছেন, শিউলি ফুল আমার খুবই পছন্দের, ছোটবেলায় সকাল বেলায় শিউলি ফুল গাছ তলায় থেকে কুড়িয়ে নিয়ে এসে ফুলের মালা বানাইতাম। শিউলি ফুলের সুগন্ধি আমার কাছে সকল ফুলের সুগন্ধি সে আকর্ষণীয় লাগে। সুগন্ধি ভারী মিষ্টি মনে হয়।

ছবি:- ১৬

IMG20220112140314.jpg

ছবি:- ১৭

IMG20220112140246.jpg

ছবি:- ১৮

IMG20220112140137.jpg

এই ছবিতে আপনারা ছোট বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চারা এই খেলনা গুলা দেখলে খেলনায় চড়তে খুবই মজা ও আনন্দ উপভোগ করে।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin
LocationSheikh Russel Shishu Park, Bheramara, kushtia

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20211222_234951.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  

অসাধারণ ফটোগ্রাফি করেছেন।সব গুলো ছবি অনেক ভালো হয়েছে তবে পাখির ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা আপনার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

বাহ ,ভাই আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন ।আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। আমি ব্যক্তিগতভাবে ফুল অনেক ভালোবাসি আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুল দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ওয়াও ভাইয়া ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । খেয়ে মন জুড়িয়ে গেল। বিশেষ করে 3 নং ছবিটি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে কিছুটা ভালো লাগতেছে। অনেক সুন্দর সবগুলো ছবি। তোতা পাখি গুলো খুব সুন্দর দেখাচ্ছে। এইসব কিছু একসাথে দেখেই মনটা ভালো হয়ে গেলো। অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে এত সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

আপনার রেনডম তোলা ছবিগুলো বেশ সুন্দর ছিল। বিশেষ করে ফুলের ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

খুবই সুন্দর ফটোগ্রাফি। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলোই অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 
ভাইয়া আপনার তোলা আজকের রান্ডম ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনারই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

ভাইয়া আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও আপনি অনেক দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56796.26
ETH 2497.29
USDT 1.00
SBD 2.23