"এসো নিজে করি"রঙিন কাগজের সাহায্যে বাড়ি তৈরি | |15% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি, আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজের সাহায্যে খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাসস্থান বা বাড়ি আমাদের বেঁচে থাকার পেছনে অত্যাবশ্যকীয় একটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। আমরা সারাদিন যে যায় কর্ম ক্ষেত্রে কাজ করি না কেন দিন শেষে আমাদের একটু বিশ্রামের জন্য সুখে ও শান্তিতে থাকার জন্য আমাদের সবারই বাড়ির অভিমুখে ছুটতে হয়। তাহলে চলুন কিভাবে আমি রঙিন কাগজের সাহায্যে খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করেছি তা আপনাদের দেখাবো:

IMG_20211230_185402.jpg

IMG20211230005634.jpg

IMG20211230005325.jpg

উপকরণ সমূহ:
১. রঙিন কাগজ
২. সিজার
৩. গ্লু গান

ধাপ- ০১

IMG_20211229_230359.jpg

স্টিক বানানোর জন্য প্রথমে মাপ মতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20211229_230408.jpg

এরপর কাগজটিকে মুড়িয়ে স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20211229_230421.jpg

একইভাবে অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ-০৪

IMG20211229201720.jpg

এরপর স্টিক গুলো মাপ মতো কেটে একসাথে গ্লু গান এর সাহায্যে জুড়ে দেওয়াল বানিয়ে নিয়েছি।

ধাপ-০৫

IMG20211229202153.jpg

এরপর কাগজের স্টিক দিয়ে বানানো দেওয়াল ঘরের আকৃতি করে কেটে নিয়েছি।

ধাপ-০৬

IMG20211229205536.jpg

ঘরের কাঠামো পরিপূর্ণ করার জন্য স্টিক দিয়ে আরো কিছু দেওয়াল মতো তৈরি করে নিয়েছি।

ধাপ-০৭

IMG20211229213728.jpg

এরপর এই সবগুলো দেওয়ালের কাঠামো জুড়ে ঘর বানিয়ে নিয়েছি।

ধাপ- ০৮

IMG_20211229_230507.jpg

এরপর সম্পূর্ণ ঘর নীল ও নেভি ব্লু কালার দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20211229_230522.jpg

এরপর রঙিন কাগজ দিয়ে ঘরের দরজা, জানালা ও বারান্দা বানিয়ে নিয়েছি এবং আঠার দিয়ে সেগুলো ঘরের সঙ্গে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

IMG_20211229_230555.jpg

এরপর বারান্দা সাজানোর জন্য রঙিন কাগজ দিয়ে ঘাস ও ফুলগাছ বানিয়ে নিয়েছি।

ধাপ-১১

IMG20211229225801.jpg

এরপর ঘাস ও ফুল গাছ বারান্দার সাথে আঠা দিয়ে লাগিয়ে বারান্দা সাজিয়ে নিয়েছি।

ধাপ- ১২

IMG20211229230937.jpg

এরপর আরেকটি ফুল বানিয়ে ঘরের মাথায় লাগিয়ে দিয়েছি। এভাবে আমি রঙিন কাগজ দিয়ে একটি বাড়ি তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20211230_184113.jpg

IMG20211230005634.jpg

IMG20211230005325.jpg

IMG20211230005315.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20211224_025922.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি, আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে এত সুন্দর ঘর বানানো যায় আমার ধারনাই ছিলোনা। খুব ভালো লেগেছে ঘরে বেশি
ভালো লেগেছে বারান্দার ডেকোরেশন। শুভ কামনা
আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি হয়েছি, ধন্যবাদ আপনাকে।

আপনার কাগজ দিয়ে তৈরি ঘরটি সত্যিই অসাধারণ ছিল।ঘরের রং টা অনেক সুন্দর হয়েছে। আশা করি সামনের দিনগুলোতে আরো ভাল কিছু উপহার দিবেন আমাদের।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে আপনি এত সুন্দর একটি ঘর বানিয়েছেন মনে হচ্ছে আপনি ঘর বানানোর একজন অভিজ্ঞ কারিগর। বেশ জটিল একটি কাজ আপনি অনেক সহজ হয়ে করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাজ আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভাই একটু আধটু চেষ্টা করেছি আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম, ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

খুব নিখুঁত করে কাগজ দিয়ে একটি ঘর বানিয়েছেন। দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন করে ঘরটা বানিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

অসাধারণ হয়েছে ভাইয়া আপনার বাড়ি। যা রঙিন কাগজ দিয়ে তৈরি। আপনার উপস্থাপনা বেশ দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ঘর তৈরি করেছেন। আপনার তৈরি ঘরটি দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। রঙ্গিন কাগজ দিয়ে ঘর তৈরি প্রতিটি ধাপে আমি সম্পূর্ণ রূপে মুগ্ধ হয়ে গেছি। সত্যি অসাধারণ প্রতিভা আপনার। রঙ্গিন কাগজ দিয়ে ঘর তৈরির 11 নম্বর ধাপে ঘরের সাথে ঘাস এবং ঘাসফুল লাগে দেওয়ার বিষয়টি আমার কাছে সবচাইতে মজার মনে হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি সৃজনশীল মূলক পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি হয়েছি, ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

সর্বপ্রথমে আমি আপনাকে একটি শুভ নববর্ষ চান, আপনি শেয়ার যে ব্লগ খুবই আকর্ষণীয়, আমি আপনার দিন ভাল গিয়েছিলাম আশা করি

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে স্বাগতম

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48