"এসো নিজে করি"জল রং দিয়ে মুনলাইট এর দৃশ্য অংকন | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়ায় করি সব সময়। আজকে আমি আপনাদের মাঝে জল রং দিয়ে খুবই সুন্দর একটি অঙ্কন উপহার দেব। আশা করি আপনাদের সবার কাছে আমার অংকটি ভালো লাগবে। আমার অংকন টি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে আমি আমার সার্থকতা খুঁজে পাব আপনাদের মাঝে।

IMG_20211103_183057.jpg

IMG_20211103_183021.jpg

IMG_20211103_182954.jpg

তাহলে চলুন অংকন টি শুরু করা যাক:

উপকরণ:
১. আর্ট পেপার
২. জলরং
৩. তুলি
৪. পেন্সিল
৫. কসটেপ

ধাপ - ০১

IMG_20211103_183200.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে নিলাম এবং আর্ট পেপারের চারিপাশে কসটেপ লাগিয়ে দিলাম যেন
জলরং বাড়তি কাগজে না লেগে যায়।

ধাপ - ০২

IMG20211103155528.jpg

এরপর আমি হালকা হাতে একটি চাঁদ ও পাহাড়ের উপরে গাছ আঁকিয়ে নিয়েছি।

ধাপ -০৩

IMG20211103160527.jpg

এরপর গোলাপি রঙের জল রং দিয়ে কাগজের নিচের অংশে কিছুটা রং করে নিয়েছি।

ধাপ -০৪

IMG20211103161133.jpg

এরপর একইভাবে নীল রঙের জল রং দিয়ে কাগজের আরো কিছু অংশ রং করে নিয়েছি।

ধাপ - ০৫

IMG20211103163403.jpg

এরপর নীল ও সবুজ রং দিয়ে কাগজের বাকি অংশটি রং করে নিয়েছি।

ধাপ - ০৬

IMG_20211103_182236.jpg

এরপর কালো জল রং দিয়ে পাহাড়ের উপরের গাছটি রং করে নিয়েছি।

ধাপ -০৭

IMG_20211103_182318.jpg

এরপর কালো ও সাদা রং দিয়ে পাহাড়টি রং করে নিয়েছি।

ধাপ - ০৮

IMG_20211103_214612.jpg

এরপর সাদা রংয়ের জল রং দিয়ে পুরো চিত্রটির গায়ে তারা আঁকিয়ে নিয়েছি। এভাবে আমি জল রং দিয়ে মুনলাইট এর দৃশ্য অংকন করেছি।

ফলাফল

IMG_20211103_183057.jpg

IMG_20211103_183021.jpg

IMG_20211103_182954.jpg


Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20211102_194126.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  

ভাই, অনেক সুন্দর হয়েছে আপনার জল রঙের ড্রইং করা দৃশ্যটা। জল রঙের ব্যবহারটা বেশ সুন্দর ভানে করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।

শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

আপনার জল রং দিয়ে করা অংকনটি দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব ভালো লাগলো তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রং দিয়ে আপনার আঁকা চিত্র টি খুবই সুন্দর হয়েছে ।জল রং এর আঁকা ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ।আপনি খুব সুন্দর করে আপনার আর্টটি করেছেন ।প্রতিটি ধাপের খুব সুন্দর বর্ণনা করেছেন, যা ছিল দেখার মতো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মুনলাইট এর দিশ্যটি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অঙ্কণটি অনেক বেশি সুন্দর হয়েছে। তবে অংকন টির মধ্যে একটি জিনিস আমার খুব সুন্দর লেগেছে। তা হচ্ছে গাছ অংকন টি আর পাহাড়টি। পাহাড় অঙ্কণটি দেখে মনে হচ্ছে অনেকটা বাস্তব। আপনি সত্যিই খুব সুন্দর অঙ্কন করেছেন জল রং দিয়ে। আরো অনেক কাজ দেখতে চাই ভাইয়া আপনার।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ! ভালোই আর্ট করেছেন দেখছি। অবশ্য আমি কখনো জলরঙ দিয়ে আর্ট করেনি। তবে আপনার জলরঙে আকাঁ আর্টটি সুন্দর হয়েছে। রাতের বেলা মুনলাইটের দৃশ্য ফুটে এসেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রং দিয়ে মুনলাইট এর দৃশ্য অংকন করেছেন ভাই দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে ভাই আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সত্যি ভাইয়া অনেক সুন্দর ছিল জল রং দিয়ে মুনলাইট চিত্র অঙ্কন করেছেন এবং কাজটি আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার হাতের কাজ অনেক পরিষ্কা।র অনেক ভাল ছিল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রঙ দিয়ে মুন লাইট এর দৃশ্য অনেক সুন্দর হয়েছে। আর প্রতিটি ধাপে ধাপে যে ভাবে ছবি সহ বর্ণনা দিয়েছেন। তাতে আপনার পোস্ট অনেক সুন্দর লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55049.50
ETH 2307.72
USDT 1.00
SBD 2.30