"এসো নিজে করি"জল রং দিয়ে মুনলাইট এর দৃশ্য অংকন | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়ায় করি সব সময়। আজকে আমি আপনাদের মাঝে জল রং দিয়ে খুবই সুন্দর একটি অঙ্কন উপহার দেব। আশা করি আপনাদের সবার কাছে আমার অংকটি ভালো লাগবে। আমার অংকন টি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে আমি আমার সার্থকতা খুঁজে পাব আপনাদের মাঝে।
তাহলে চলুন অংকন টি শুরু করা যাক:
উপকরণ:
১. আর্ট পেপার
২. জলরং
৩. তুলি
৪. পেন্সিল
৫. কসটেপ
ধাপ - ০১
প্রথমে একটি আর্ট পেপার নিয়ে নিলাম এবং আর্ট পেপারের চারিপাশে কসটেপ লাগিয়ে দিলাম যেন
জলরং বাড়তি কাগজে না লেগে যায়।
ধাপ - ০২
এরপর আমি হালকা হাতে একটি চাঁদ ও পাহাড়ের উপরে গাছ আঁকিয়ে নিয়েছি।
ধাপ -০৩
এরপর গোলাপি রঙের জল রং দিয়ে কাগজের নিচের অংশে কিছুটা রং করে নিয়েছি।
ধাপ -০৪
এরপর একইভাবে নীল রঙের জল রং দিয়ে কাগজের আরো কিছু অংশ রং করে নিয়েছি।
ধাপ - ০৫
এরপর নীল ও সবুজ রং দিয়ে কাগজের বাকি অংশটি রং করে নিয়েছি।
ধাপ - ০৬
এরপর কালো জল রং দিয়ে পাহাড়ের উপরের গাছটি রং করে নিয়েছি।
ধাপ -০৭
এরপর কালো ও সাদা রং দিয়ে পাহাড়টি রং করে নিয়েছি।
ধাপ - ০৮
এরপর সাদা রংয়ের জল রং দিয়ে পুরো চিত্রটির গায়ে তারা আঁকিয়ে নিয়েছি। এভাবে আমি জল রং দিয়ে মুনলাইট এর দৃশ্য অংকন করেছি।
ফলাফল
Device | realme 8 |
---|---|
Camera | 64 mp |
Photo by | Al-Amin |
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
ভাই, অনেক সুন্দর হয়েছে আপনার জল রঙের ড্রইং করা দৃশ্যটা। জল রঙের ব্যবহারটা বেশ সুন্দর ভানে করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।
শুভ কামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাই
আপনার জল রং দিয়ে করা অংকনটি দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব ভালো লাগলো তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে
জল রং দিয়ে আপনার আঁকা চিত্র টি খুবই সুন্দর হয়েছে ।জল রং এর আঁকা ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ।আপনি খুব সুন্দর করে আপনার আর্টটি করেছেন ।প্রতিটি ধাপের খুব সুন্দর বর্ণনা করেছেন, যা ছিল দেখার মতো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
মুনলাইট এর দিশ্যটি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ আপনাকে
অঙ্কণটি অনেক বেশি সুন্দর হয়েছে। তবে অংকন টির মধ্যে একটি জিনিস আমার খুব সুন্দর লেগেছে। তা হচ্ছে গাছ অংকন টি আর পাহাড়টি। পাহাড় অঙ্কণটি দেখে মনে হচ্ছে অনেকটা বাস্তব। আপনি সত্যিই খুব সুন্দর অঙ্কন করেছেন জল রং দিয়ে। আরো অনেক কাজ দেখতে চাই ভাইয়া আপনার।
আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
বাহ! ভালোই আর্ট করেছেন দেখছি। অবশ্য আমি কখনো জলরঙ দিয়ে আর্ট করেনি। তবে আপনার জলরঙে আকাঁ আর্টটি সুন্দর হয়েছে। রাতের বেলা মুনলাইটের দৃশ্য ফুটে এসেছে।
ধন্যবাদ আপনাকে
জল রং দিয়ে মুনলাইট এর দৃশ্য অংকন করেছেন ভাই দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে ভাই আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
সত্যি ভাইয়া অনেক সুন্দর ছিল জল রং দিয়ে মুনলাইট চিত্র অঙ্কন করেছেন এবং কাজটি আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার হাতের কাজ অনেক পরিষ্কা।র অনেক ভাল ছিল ভাইয়া।
ধন্যবাদ আপনাকে
জল রঙ দিয়ে মুন লাইট এর দৃশ্য অনেক সুন্দর হয়েছে। আর প্রতিটি ধাপে ধাপে যে ভাবে ছবি সহ বর্ণনা দিয়েছেন। তাতে আপনার পোস্ট অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ আপনাকে