"এসো নিজে করি"রঙ্গিন কাগজের সাহায্যে ওয়ালমেট তৈরি | |10% Beneficiary To @shy-fox | |10% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘর সাজানোর জন্য রঙিন কাগজের সাহায্যে সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আশা করি রঙিন কাগজের সাহায্যে আমার ওয়ালমেট তৈরি টি আপনাদের খুব ভাল লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের থেকে অনেক অনেক উৎসাহ অনুপ্রেরণা আশা করছি।

20211123_040223-COLLAGE~2.jpg

IMG20211121004341.jpg

IMG20211121004341.jpg

তাহলে চলুন শুরু করা যাক রঙিন কাগজের সাহায্যে ওয়ালমেট তৈরি :

উপকরণ:
১. রঙিন পেপার
২. গ্লিটার পেপার
৩. আঠা
৪. রং
৫. পুঁথি
৬. সিজার
৭. গ্লু গান

ধাপ -০১

IMG_20211121_170649.jpg

প্রথমে গোল করে একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ০২

IMG_20211121_170659.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে কাগজটিকে গোল গোল করে কেটে নিয়েছি।

ধাপ - ০৩

IMG_20211121_170711.jpg

এরপর কাগজটিকে পেঁচিয়ে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ -০৪

IMG_20211121_170723.jpg

এভাবে মোট তিনটি গোলাপ ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ -০৫

IMG_20211121_170839.jpg

এরপর অন্য ধরনের ফুল বানানোর জন্য চারিদিক সমান করে মাপ মতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ০৬

IMG_20211121_170848.jpg

এরপর কাগজটিকে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ০৭

IMG_20211121_170858.jpg

একইভাবে কাগজটিকে আরো একবার ভাঁজ করে নিয়েছি।

ধাপ -০৮

IMG_20211121_170909.jpg

এরপর কাগজটিকে আরো এক ভাঁজ দিয়ে পেন্সিল দিয়ে ফুলের পাপড়ির মতো দাগ কেটে নিয়েছি।

ধাপ - ০৯

IMG_20211121_170921.jpg

এরপর সিজার দিয়ে দাগ বরাবর কাগজটি কেটে নিয়েছি।

ধাপ - ১০

IMG20211120200534.jpg

এরপর কাগজটি খুলে নিলেই তৈরী হয়ে গেল ফুল।

ধাপ -১১

IMG20211120200650.jpg

এরপর ফুলের একটি পাপড়ি কেটে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ - ১২

IMG_20211121_170944.jpg

এরপর আঠা লাগানো পাপড়ির সাথে পাশের পাপড়িটি জুড়ে ফুল বানিয়ে নিয়েছি। এভাবে আরো অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ১৩

IMG_20211121_170954.jpg

এরপর ফুল গুলোর মাঝখানে আঠা দিয়ে পুঁথি লাগিয়ে দিয়েছি।

ধাপ -১৪

IMG_20211121_171054.jpg

এরপর গ্লিটার পেপার দিয়ে কিছু তারা ও ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ১৫

IMG_20211121_170757.jpg

এরপর পাতা বানানোর জন্য একটি কাগজ নিয়ে নিয়েছি।

ধাপ -১৬

IMG_20211121_170806.jpg

এরপর কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ১৭

IMG_20211121_170816.jpg

এরপর কাগজটি পাতার মতো করে কেটে নিয়েছি।

ধাপ - ১৮

IMG_20211121_170826.jpg

এরপর ভাঁজ টি খুলে নিলেই তৈরি হয়ে গেল পাতা।

ধাপ - ১৯

IMG_20211121_170745.jpg

এভাবে আরো অনেকগুলো পাতা কেটে নিয়েছি।

ধাপ -২০

IMG_20211121_172222.jpg

এরপর স্টিক বানানোর জন্য মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ -২১

IMG_20211121_172213.jpg

এরপর কাগজটিকে হাত দিয়ে মুড়িয়ে স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ - ২২

IMG20211120203846.jpg

এভাবে অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি।

ধাপ - ২৩

IMG_20211121_171025.jpg

এরপর গ্লু গান এর সাহায্যে স্টিক গুলো দিয়ে ছবিতে দেখানো উপায়ে ফ্রেম বানিয়ে নিয়েছি।

ধাপ -২৪

IMG_20211121_171039.jpg

এভাবে সম্পূর্ণ ফ্রেমটি তৈরি করে নিয়েছি।

ধাপ - ২৫

IMG20211120212101.jpg

এরপর ফ্রেমটি লাল ও সবুজ রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ -২৬

IMG_20211121_170050.jpg

এরপর ফ্রেমটির এক কোণে আঠা দিয়ে পাতা গুলো লাগিয়ে নিয়েছি।

ধাপ -২৭

IMG_20211121_170136.jpg

এরপর ফ্রেমটির একপাশে গ্লিটার পেপার এর স্টার গুলো লাগিয়ে নিয়েছি।

ধাপ -২৮

IMG_20211121_170252.jpg

এরপর ফ্রেমটিতে গোলাপ ফুল গুলো লাগিয়ে দিয়েছি।

ফলাফল

IMG_20211121_170346.jpg

এরপর বাকি অন্য ফুলগুলো ফ্রেমের সাথে লাগিয়ে দিয়েছি। এভাবে খুব সহজে একটি ওয়ালমেট তৈরি করে নিয়েছি।

IMG20211121004334.jpg

IMG20211121004341.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।


Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20211029_004919.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 3 years ago 

সময় এবং ধৈর্য নিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।

 3 years ago (edited)

জি ভাই ,অনেক পরিশ্রম ও সময় নিয়ে ওয়ালমেট তৈরি করেছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তখনই আমার পরিশ্রম ও সময় সার্থক হবে। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনি বরাবরই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দেন। আপনার পোস্ট গুলো অনেক ভালো লাগে। আজকে আপনারা ট্রাই পোস্টটি অসাধারণ হয়েছে। আপনার তৈরি ওয়ালমেট অনেক ভালো লেগেছে। আপনার বানানোর পদ্ধতি এবং কালার কম্বিনেশন অসাধারন।দেখে মনে হচ্ছে তৈরি করতে অনেক সময় লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 3 years ago (edited)

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুব অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ওয়ালমেট। খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

ভাই আপনার ওয়ালমেট তৈরি প্রক্রিয়াটা আমার অনেক ভালো লাগলো।আপনি অনেক করে সুন্দর করে ওয়ালমেটটি বানিয়েছেন।ওয়ালমেটটি দেখতে বেশ দারুণ লাগছে।এই সব ঘরের দোওয়ালে সাজালো অনেক সুন্দর লাগে ঘর গুলোকে।ওয়ালমেট তৈরি সাথে উপস্থাপনা অনেক ভালো করছেন।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া সত্যি বলতে আমার অনেক ভালো লাগলো। এই ধরনের ওয়ালমেট তৈরি করতে আমিও ভালোবাসি ।আপনি আসলেই কালার কম্বিনেশন টা ঠিক রেখেছেন।ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে আর আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ফুলগুলো পুতির ব্যবহার দারুণভাবে করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

অও,অসাধারণ হয়েছে ।👌
আপনার প্রত্যেকটি কাজ খুবই মনমুগ্ধকর হয়।যা আমার কাছে খুবই ভালো লাগে।খুবই নিখুঁত হয়েছে ওয়ালমেটটি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেট টি অনেক সুন্দর লাগছে। ওয়ালমেটিতে অনেক গুলো ফুল থাকার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। ভিন্ন রকমের ফুল আর পুতি দিয়ে ফুল গুলো আকর্ষণীয় লাগছে। ওয়ালমেট তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটি তৈরি করতে অনেক সময় লেগে গেছে নিশ্চয়ই, ওয়ালমেট এর মধ্যে অনেকগুলো ফুল তৈরি করেছেন ফুলগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে বুঝতে পারছি। এত সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার তৈরি ওয়ালমেট। দেয়ালের সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে দিয়েছে। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশন টা আমার কাছে খুবই ভালো লেগেছে।
শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানানো দেখতে এমনিতেই খুব ভালো লাগে। আর সেটা যদি বিভিন্ন রকম ফুল দিয়ে বানানো তাহলে তো আরো ভালো দেখায়।আমার কাছে ওয়ালমেট গুলো খুব ভালো লাগে। তেমন আপনার ওয়ালমেট ও আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথায় অসাধারণ হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ওয়ালমেট বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56776.60
ETH 2424.08
USDT 1.00
SBD 2.37