"আমার স্মৃতির পাতা থেকে "লেখা স্বরচিত কবিতা| |10% Beneficiary To @shy-fox | |
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি স্বরচিত কবিতা লিখেছি। আমি একেবারেই কবিতা লিখতে পারিনা, তবে আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক সদস্যরাই আছেন যারা খুবই সুন্দর কবিতা লেখেন। তাদের কবিতা লেখা থেকে অনুপ্রেরণা পেয়ে আমিও মোটামুটি ভাবে কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করি, আমার লেখা এই কবিতাটি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। কবিতা টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।। তাহলে চলুন শুরু করা যাক আজকের কবিতা-
কবিতা
আমার স্মৃতির পাতা থেকে
আমার স্মৃতির পাতা থেকে আজ,
তোমায় নিয়ে ভাবতে বসেছি।
আমার স্মৃতির পাতা থেকে আজ,
তোমার ছবি আঁকতে বসেছি।
জানিনা কেন আজি,
প্রাণ খোলা নিঃশ্বাসে তোমাকে
জড়িয়ে কান্নায় ভেসেছি।
তুমি আমার সেই চিরচেনা স্মৃতি
যাকে কখনো মন থেকে মুছতে পারিনি।
তোমার সেই চেনা সুর,
তোমার সেই প্রিয় গান,
আমাদের প্রিয় কিছু মুহূর্ত, কিছু অভিমান
যা আঁকড়ে ধরে নিজের কল্পনা এনেছি।
মনে পড়ে কি তোমার!
কতই না তোমার কোলে মাথা রেখে বই পড়েছি।
মনে পড়ে কি তোমার!
কতই না একে অপরের সুখ দুঃখকে সঙ্গী করেছি।
মনে পড়ে কি তোমার!
দুজনে ভালবাসার ঘর বেঁধেছি।
তবে কেন তুমি চলে গেলে,
এই নিষ্ঠুর পৃথিবীর বুকে আমাকে শূন্য করে।
আর চলেই যদি যাবে,
তাহলে কেন বেঁধেছিলে আমাকে তোমার মায়ায়।
আমার অতীত ভবিষ্যৎ বর্তমান
সব টাকে শূন্য করে,
সারাটা জীবন বেঁচে থাকবো
আমার কল্পনার রাজ্যে,
তোমার আমার সম্রাজ্য নিয়ে।
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
আপনার কবিতা টি আমার খুবই ভালো লেগেছে। সকল মানুষের প্রিয় কিছু সময় থাকে ।এসব স্মৃতি হিসেবে রয়ে যায়। আপনার স্মৃতি নিয়ে লেখা প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।এই কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ভাই আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত হয়েছি, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।
ভাই আমি তেমন কবিতা পারি না। তবে আপনার কবিতা পড়ে কবিতার প্রেমে পড়ে গেলাম। এখন মনে হচ্ছে কবিতা লিখা শিখতে হবে। অনেক ভালো ছিলো অনেক সুন্দর লিখছেন। ভালোবাসা রইলো আপনার জন্য।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন, আপনি আমার কবিতার প্রেমে পড়ে গিয়েছেন জেনে আমি সত্যিই অনেক আনন্দিত হয়েছি, অবশ্যই ভাই আপনি কবিতা লিখা চেষ্টা করবেন, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রত্যেকটি লাইন আমার ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো।
কবিতার প্রতিটি লাইন আপনার ভালো লেগেছে জেনে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।
অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি অনেক সুন্দর কবিতা লেখেন। শুভকামনা রইল আপনার জন্য
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত হলাম।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি সকলেই দেখছি কবি হয়ে গিয়েছে আমিও মাঝে মাঝে কবিতা পোস্ট করে থাকি। কবিতা মাঝে মাঝে মনের গহীনে লুকিয়ে থাকা না বলা কথাগুলো বের করে আনে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ভাই আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত হলাম, জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন কবিতার মাঝে মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো বের হয়ে আসে, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।
আমাদের প্রিয় এবং কাছের মানুষগুলোকে যতই আমরা ভুলে থাকার চেষ্টা করি। তাদের কিন্তু ভুলে থাকা সম্ভব নয়। তাদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই স্মৃতি গুলোর মাধ্যমে তারা সব সময় আমাদের হৃদয়ে স্থান দখল করে থাকে। স্মৃতিচারণ থেকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই।
আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার বাস্তব মুখী মন্তব্যগুলো আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে, জি ভাই আপনি ঠিকই বলেছেন কাছের মানুষ গুলোকে কখনো ভুলে থাকা সম্ভব নয়, তাদের সাথে কাটানো হাজারো স্মৃতি গুলো সারা জীবন স্মৃতির পাতায় থেকেই যায়। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।
খুব ভালো ছিল কবিতাটি। বিশেষ করে এই লাইনগুলো আমার সবথেকে ভালো লেগেছে 🥀
আপনাদের কল্পনার সম্রাজ্য টিকে থাকুক আমৃত্যু, এই কামনা করছি।
ভাই আপনার কাছে আমার কবিতার কিছু সংখ্যক লাইন ভালো লেগেছে জেনে সত্যিই আমি সার্থক, আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত হলাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।
https://twitter.com/Alamini15050207/status/1509900392658006022?t=3A-0ua14twtvSVMM1PUQvw&s=19
ভাই আপনার পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে কবিতাটি লিখেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আমার কবিতার মাঝে আপনার ছন্দের মিল খুঁজে পাওয়া বিষয়টি আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।
ভাই আমি তেমন কবিতা লিখতে পারি না। তবে আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আমি প্রায়ই চেস্টা করি কবিতা লিখার কিন্তু হয়ে উঠেনা আমার দ্বারা। অনেক ভালো ছিলো অনেক সুন্দর লিখছেন। ভালোবাসা রইলো আপনার জন্য।
ভাই আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাই কবিতা লিখা সহজ কিন্তু ছন্দ মিলিয়ে বাস্তবতার সাথে কল্পনার রাজ্যে মিশে গেলে কঠিন হয় না, অবশ্য ভাই চেষ্টা করবেন বাস্তবতার সাথে মিল রেখে অথবা নিজেকে কবিতার রূপে তুলে ধরবেন, চেষ্টা করবেন অবশ্যই পারবেন, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।