ভালোবাসার গল্প "সীমাহীন ভালোবাসা"| |10% Beneficiary To @shy-fox | |
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি মিষ্টি ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি ।গল্পটি হলো সুমি এবং রাজুর। সুমি এবং রাজু ছোটবেলার বন্ধু। তারা ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে এবং একই সাথে একই স্কুলে পড়াশোনা করেছে। ছোটবেলা থেকেই রাজু এবং সুমি দুজন দুজনকে পছন্দ করে। তবে তারা বন্ধু হলেও একে অন্যকে ভালো লাগার বিষয়টা কেউ কাউকে বলতে পারিনি আজও। এভাবে করেই তাদের স্কুল লাইফ শেষ হয়ে যায় । এরপর সময় চলে আসে তাদের কলেজে ভর্তি হওয়ার। রাজুর বড় শহরের একটি নামকরা কলেজে এডমিশন হয়ে যায় আর অন্যদিকে সুমিরও শহরের কলেজে এডমিশন হলেও তার পরিবার থেকে তাকে বাড়ি ছেড়ে বাইরে পড়তে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে সুমিকে গ্রামের একটি কলেজের ভর্তি হতে হয় আর অন্যদিকে রাজু তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবারের চাপে শহরের নামকরা কলেজে ভর্তি হয়ে যায়।
এরপর রাজু গ্রাম ছেড়ে শহরে পড়াশোনা করতে চলে যায় এবং সুমি গ্রামেই থেকে যায়। এভাবে করে এখন দুজনের গন্তব্য আলাদা হয়ে যায় তবে তারা এখনো বন্ধুর মতো কথা বলে, তবে কেউ কাউকে ভালো লাগার কথা জানায় না। তবে দুজনকে আলাদা জায়গায় পড়াশোনা করতে হবে বলে দুজনে ভীষণ কষ্ট পাই মনে মনে। কিন্তু কারো তো কিছু করার নেই। এভাবে করে কেটে যায় আরো একটা বছর। এরপর রাজু একদিন গ্রামে আসে। গ্রামে আসার সময় সে সাথে করে তার কলেজের দুজন ছেলে বন্ধু এবং একজন মেয়ে বন্ধুকে নিয়ে আসে। এ খবর জানতে পেরে সুমি খুব জেলাস ফিল করে। সে জানার চেষ্টা করে রাজু যেই মেয়েটাকে সাথে এনেছে সে কে? রাজুর সাথে তার কি সম্পর্ক? মনের অনেক কষ্ট এবং রাগ নিয়ে সুমি রাজুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে মেয়েটা কে সাথে এনেছো এটা কি তোমার গার্লফ্রেন্ড! এই কথা শুনে রাজু একটু মুচকি হেসে বলে হ্যাঁ। এই কথা শুনে সুমি অনেক কষ্ট পায় এবং রেগে যায়। সুমির চোখে পানি চলে আসে। এসব দেখে রাজুর আর বুঝতে বাকি থাকে না যে সুমি তাকে ভালোবাসে। এরপর রাজু সুমির চোখ মুছে দিয়ে বলে সে শুধুই আমার বন্ধু। আর কেউ না। আমি তোমার সাথে এমনি মজা করছিলাম। এই কথা শুনে সুমির দেহে প্রাণ ফিরে আসে এবং সুমি একটু স্বস্তি পায়। তখন রাজু জিজ্ঞাসা করে সুমি তুমি কি আমাকে ভালোবাসো? সুমি একথা শুনে লজ্জা পেয়ে কিছু না বলে দৌড়ে চলে যায়। রাজুর যা বোঝার রাজু তো এতক্ষণে তা বুঝেই গিয়েছে। এরপর থেকে দুজনের বন্ধুত্বর সম্পর্ক থেকে শুরু হয় ভালোবাসার সম্পর্ক।
রাজু তিন দিনের জন্য গ্রামে বেড়াতে এসেছিল। তিন দিনের সময় শেষ তাই এখন রাজুকে আবার শহরে ফিরে যেতে হবে। কিন্তু দুজনের একজনেরও মন মানছে না একে অপরকে ছেড়ে যেতে। তবে যেতে তো হবেই। যাওয়ার সময় রাজু, সুমিকে বলে যাই তুমি নিজের খেয়াল রেখো, আমি আবার তিন মাস পরে আসবো কারণ আমার সামনে ফাইনাল পরীক্ষা। তুমি আমার সাথে ফোনে যোগাযোগ রেখো। এরপর অশ্রু ভেজা চোখে দুজন দুজনের থেকে বিদায় নেয়। এরপর রাজু শহরে তার কলেজ হোস্টেলে চলে আসে। রাজু শহরে এসে এইবার সুমিকে অনেক বেশি মিস করতে থাকে। তার কোন কিছুতেই আর ভালো লাগেনা। এর প্রভাব তার পড়াশোনা তেও পড়ে। রাজু এবং সুমি দুজন রাত জেগে কথা বলে। তারা দিনের মধ্যে বেশিরভাগ সময় দুজন দুজনের সাথে কথা বলেই কাটিয়ে দেয়। এভাবে চলতে চলতে রাজুর পরীক্ষার সময় চলে আসে। পরীক্ষাতে রাজু খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না।
চলবে.......।
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
সীমাহীন ভালোবাসা সত্যি গল্পটির আজকের এই পর্ব পড়ে ভীষণ ভালো লেগেছে জানিনা পরের পর্বগুলোতে কি হবে। আসুন আমি একটু বেশি এক্সাইটেড এক্সাইটেড ফলে পড়বে কি হবে তা জানার জন্য। রাজু এবং সুমির ভালবাসা তাহলে হয়ে গেল তাদের বন্ধুত্বের এবং ভালোবাসার সম্পর্ক খুবই সুন্দরভাবে হয়েছে তাহলে। বন্ধু থেকে ভালোবাসার মানুষ সত্যি অন্যরকম একটি বিষয় এটি। যেহেতু দুইজনে একে অপরকে ছোটবেলা থেকে চিনে তাই কোন সমস্যা হবে না। ভালোই লাগলো অপেক্ষায় থাকলাম তাহলে পরের পর্বের জন্য।
গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
গল্প টা বেশ ভালো লিখেছেন। সুমি আর রাজুর সম্পর্ক কি তাদের পরিবার মেনে নিবে।সত্যিকারি ভালোবাসা সব সময়ই থাকে দূরত্ব যতই হোক না কেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটা ভালোবাসার গল্প লিখে শেয়ার করেছেন। আপনার গল্পটা সত্যি আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। আমি মনে করি সত্যি কারের ভালবাসি এমনই হয়। রাজু এবং সুমাইয়ার পরিবার থেকে তাদের ভালোবাসা মেনে নেওয়া উচিত। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।
রাজু এবং সুমি ছোটবেলা থেকে বন্ধু ছিল। এরকম বন্ধুত্বের মধ্যে দিয়ে যদি ভালোবাসা হয় তাহলে সম্পর্কটা কিন্তু অন্যরকম। তাদের ভালোবাসার গল্পটা পড়ে কিন্তু এমনিতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে রাজুর খারাপ রেজাল্ট এর কথা শুনে একটু খারাপ লাগলো। সুমি আর রাজু কি একে অপরকে জীবনসঙ্গী হিসেবে পাবে? যাই হোক পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
পরের পর্ব খুব শীঘ্রই আসবে ভাইয়া, গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
চলবে মানে অবশ্যই ভাইয়া পরের পর্বের জন্য অপেক্ষা করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে মিষ্টি প্রেমের এই গল্পটি। জানিনা পরে পর্বে কি হবে। তবে জানার খুব আগ্রহ হচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প শেয়ার করার জন্য।
গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।
রাজু ও সুমির মিষ্টি প্রেমের গল্প পড়ে বেশ ভালোই লাগল।যেহেতু বন্ধুত্ব থেকে ভালোবাসা তাই অন্য রকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে ।তাদের এই ভালোবাসা তাদের দুই পরিবার জানলে কি পূর্ণতা পাবে?তবে রাজুর খারাপ রেজাল্ট শুনে খারাপ লাগল। বাকী অংশের জন্য অপেক্ষায় থাকলাম।
গল্পটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।
অবশেষে দুজনের মনের কথা বদল হয়ে গেল।তাছাড়া একজন শহরে আরেকজন গ্রামে থাকার কারণে দুজনের মধ্যে পথের দূরত্ব বেড়ে যায়,তবে ভালোবাসা বিদ্যমান।দেখা যাক শেষ পর্যন্ত রাজু আর সুমির ভালোবাসার জয় হয় কিনা।তা জানার জন্য অধীর আগ্রহ প্রকাশ করলাম।
গল্পটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।