প্রজাপতি হাতে একটি মেয়ের দৃশ্য অংকন | |15% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি পেন্সিল অংকন শেয়ার করলাম। আমার পেন্সিল অঙ্কন হলো প্রজাপতি হাতে একটি মেয়ের দৃশ্য অংকন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন খুব সহজেই প্রজাপতি হাতে একটি মেয়ের পেন্সিল অঙ্কন শুরু করা যাক:-

IMG_20220112_211808.jpg

উপকরণ সমূহ:

১. আর্ট পেপার
২. পেন্সিল
৩. প্যাস্টেল রং
৪. টিস্যু পেপার

ধাপ-০১

IMG_20220112_215500.jpg

প্রথমে মেয়েটির কাঁধ ও গলার অংশ আঁকানোর জন্য একটি কাঠামো তৈরি করে নিয়েছি।

ধাপ- ০২

IMG_20220112_215509.jpg

এরপর পেন্সিলের কাঠামোটি ব্যবহার করে মেয়েটির কাঁধ ও গলার অংশ আঁকিয়ে নিয়েছি।

ধাপ-০৩

IMG20220112183122.jpg

এরপর বারতি পেন্সিলের দাগ গুলো মুছে দিয়েছি।

ধাপ-০৪

IMG20220112184012.jpg

এরপর মেয়েটির চুলের খোপা ও মুখের কাঠামো তৈরি করে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20220112_201122.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে মেয়েটির নাক, ঠোঁট ও থুতনি এঁকে নিয়েছি।

ধাপ-০৬

IMG20220112192123.jpg

এরপর মেয়েটির হাতের আঙ্গুল এঁকে নিয়েছি।

ধাপ- ০৭

IMG_20220112_192751.jpg

এরপর মেয়েটির হাতের আঙ্গুলের উপর উড়ন্ত প্রজাপতি আঁকিয়ে নিয়েছি।

ধাপ-০৮

IMG20220112194757.jpg

এরপর মেয়েটির চুল এঁকে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20220112_210904.jpg

এরপর কালো পেন্সিল রং দিয়ে পুরো চিত্রটি রং করে নিয়েছি।

ধাপ-১০

IMG_20220112_211653.jpg

এরপর ছবিটির চারিপাশে লাল, কমলা ও হলুদ রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-১১

IMG_20220112_210835.jpg

এরপর একটি টিস্যু দিয়ে রঙের উপর ঘষে ঘষে সবগুলো রং ভালো করে মিলিয়ে নিয়েছি।

ফলাফল

IMG_20220112_212137.jpg

এইতো এভাবে আমি খুব সহজেই প্রজাপতি হাতে একটি মেয়ের দৃশ্য অংকন করেছি।

IMG_20220112_211808.jpg

IMG_20220112_212010.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20220109_213406.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 3 years ago 

প্রজাপতি হাতে একটি মেয়ের আর্ট খুবই সুন্দর হয়েছে । দেখতে খুবই ভালো লাগতেছে । কালার কম্বিনেশন টা খুবই সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাই এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

দারুন ছবি অংকন করেছেন ভাই।আবার হাতে প্রজাপতি এটে দিলেন।অসাধারণ ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
আপনি খুব সুন্দর ভাবে প্রজাপতি হাতে একটি মেয়ের চিত্রাঙ্কন করেছেন। দেখে খুব ভালো লাগলো, প্যাস্টেল রং ব্যবহারের পর চিত্রটি আরো জীবন্ত লাগছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি স্টেপ শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা দারুণ ছিলো। আশা করি মাঝে মাঝে আমাদের সাথে এই রকম চিত্র শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

প্রজাপতি হাতে একটি মেয়ের খুব সুন্দর দৃশ্য অংকন করেছেন ভাই খুবই সুন্দর হয়েছে আর খুব গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

ভাইয়া অসাধারণ হয়েছে আপনার একটি মেয়ের হাতে প্রজাতির পেইন্টিং টি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার পেইন্টিং টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

সত্যি প্রজাপতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন একটা ব্যাপার। কারণ প্রজাপতি বেশিরভাগ হাতের মধ্যে বুসতেই চায় না। সেজন্য আপনি অনেক সুন্দর একটা অঙ্কন করেছেন। যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

প্রজাপতি হতে একটি মেয়ের দৃশ্য অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার।আপনাকে ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

বাহ খুব সুন্দর ভাবে এই অংকটি করেছেন। এখানে আপনি প্যাস্টেল কালার ব্যবহার করেছেন আমি প্রথমে ভেবেছিলাম জল রং ব্যবহার করেছেন। প্যাস্টেল রং খুব সুন্দর ভাবে মিশিয়ে ছেন দেখছি। তারমানে আপনি খুব সুন্দর ভাবে আঁকতে পারেন। আজকের একটি মেয়ের হাতে প্রজাপতি এ দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পরবর্তীতে আরো এরকম অংকন দেখব নিশ্চয়ই।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

ভাই আপনার কাজের কোন তুলনা হয় না। এত সুন্দর করে এঁকেছেন যেন যে কারো মন কাড়বে। আমার কাছে অনেক ভালো লেগেছে সেই সাথে ভাল লেগেছে আপনার উপস্থাপনা টা। ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57930.87
ETH 2362.47
USDT 1.00
SBD 2.36